Breaking Bharat: নারী দেহ কেন ভোগ্য বস্তু, কোনও ধারনা আছে কি? আজ এমন একটা বিষয়ের উপর প্রতিবেদন লিখতে শুরু করলাম যার সম্পর্কে কিছু বলতে গেলে বা লিখতে গেলে প্রথমেই বিখ্যাত কবি বা বলা যেতে পারে বিদ্রোহী কবির আশ্রয় নিতে হয় শুরুতেই।
“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
কাজী নজরুল ইসলাম
এরপর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতে হয়,
“নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার
হে ভাগ্য বিধাতা!”
অর্থাৎ সাহিত্যে হোক কিংবা বাস্তবে নারীকে নিয়ে ভাবনা চিন্তার মধ্যে চিরকালই থাকতে হয়েছে সকলকে। কবির কবিতার পংক্তিতে যেমন আশ্বাস উঠে এসেছে তেমনি উঠেছে উদ্বেগের কথা। নারী মানে শুধুই বিছানায় নিয়ে এসে তাকে ভোগ করার ভাবনা ছেড়ে একটু অন্যভাবে কি কখনো ভেবেছে সমাজ আর পুরুষ?
ব্যতিক্রম সবকিছুতেই আছে তাই এই ঘটনাও ব্যতিক্রমের বাইরে নয়। তবে কী কারনে জন্য নারী দেহের প্রতি পুরুষের এত আকর্ষণ বলতে পারেন? রক্ত মাংস, অস্থিমজ্জা, হাড় সবটাই তো আছে একজন মানুষের দেহে। তা সত্ত্বেও শারীরিক গঠনের প্রতি এত লোভ?
যেটা হতো মুখে বলা সম্ভব হয় না আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা হয় তা হল নারী মানেই তার স্তন গ্রন্থি আর যৌন গ্রন্থি নিয়ে সব থেকে বেশি মাথাব্যথা পুরুষের। যেন মনে করা হয় নারীর স্তন বৃন্ত মানেই পুরুষ তার উপর নিজের বল প্রয়োগে খেলনার মত জোর প্রয়োগ করে এক অদ্ভুত ধরনের পরিতৃপ্তি লাভের আশা করবে।
সিনেমা হোক কিংবা বাস্তব যৌনতা মানেই সবার আগে স্তনযুগলে আস্ফালন। যে কোন মেয়েকে দেখা মাত্রই পুরুষের মানে কি তার নগ্নতাকে ভাবনায় অনুভব করার শখ জাগে না?
আরো পড়ুন – বিয়ের জন্য ‘পারফেক্ট’ বয়স কত? কী বলছে গবেষণা? উত্তর জানলে চমকে উঠবেন!
আর আছে যৌনতা যার সঙ্গে জড়িয়ে উলঙ্গ দুটি দেহের উদ্দাম মাতামাতি। পুরুষ তার পুরুষাঙ্গ নিয়ে নারীর ভ্যাজাইনের মধ্যে প্রবেশ করবে, আর যতক্ষণ না পর্যন্ত বীর্য ক্ষরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আরো এক বল প্রয়োগের কার্যাবলী চলতে থাকে। এটাই কি একমাত্র পাওয়া?
আরো পড়ুন – শীতকালীন সবজি মানেই শাক, কত রকমের শাক পাওয়া যায় বাজারে জানেন কি?
অর্থাৎ পুরুষের কাছে নারী মানেই তার নগ্ন দেহ যাকে চুম্বনের আকারে তা কখনো বিকৃত কামনায় চোখ দিয়ে ভোগ করা আবার কোন কোন ক্ষেত্রে পৈশাচিক কিছু মানসিকতার ধর্ষণ করা। ঠোঁটে ঠোঁটে মিলনের স্পর্শে কখনো তৃপ্ততা কখনো আবার শক্তি প্রয়োগ। এই দেহের বাইরে গিয়ে একজন মানুষ হিসেবে আত্মা হিসেবে কখনো নারীকে ভাবতে শিখেছে সমাজ?
আরো পড়ুন – শাক খাওয়ার উপযুক্ত সময় আছে কি? রাত্রে শাক খাওয়ার ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা জারি করা আছে?
কথাগুলো শুনতে হয়তো কেমন কেমন লাগতে পারে, নিষিদ্ধ মনে হতে পারে। কিন্তু বাস্তব এটাই আর এই জন্যই সমাজ ঘটা করে ফুলশয্যা মানেই বিছানার সাজিয়ে দুটি বেআব্রু দেহের মিশে যাওয়াকে নিয়ে রীতি তৈরি করে। এই যে নারী দেহ বা পুরুষ দেহ নিয়ে এত কিছু তার স্থায়ীত্ব কত দিন বলতে পারেন?
মানুষ তার আত্মার জন্য তার ভাবনার জন্য তার গুণের শিল্পকলায় শ্রেষ্ঠ হয়, শরীর দিয়ে কখনোই নয়।