Breaking Bharat: বিয়ে মানে কি? বিয়ে মানে কি অবাধ যৌনতার লাইসেন্স? ঠিক কী কারনে বিয়ে করে নারী পুরুষ? বিয়ে মানে শুধুই অবাধ যৌনতার লাইসেন্স কিনা এ প্রশ্ন তোলার পাশাপাশি স্বার্থের সম্পর্ক কতটা সেই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া দরকার (Why do men and women get married)।
প্রতিবেদনের শুরুতেই আপনাদের বলে দিন যদিও শিরোনামে নারী পুরুষের বিয়ের কথা বলা হয়েছে, কিন্তু এটাও ঠিক আজকাল সম্মলিঙ্গেও বিয়ে হচ্ছে বটে। বিয়ে মানে একটা সামাজিক বন্ধন একটা দৃঢ়তা। কিন্তু অস্বীকার করলে চলে না বিয়ে মানে অবাক যৌনতার লাইসেন্স পেয়ে যাওয়া এমনটাও মনে করেন কেউ কেউ। আপনি কি এমনটাই মনে করেন?
বিয়ে কেন করে নারী পুরুষ?
সময়ের সঙ্গে তাল মিলিয়ে সভ্যতা আর সমাজ এখন অনেকটা এগিয়ে গেছে। জীবনে নিজেদের প্রয়োজনকে প্রাধান্য দিতে শিখেছে সাধারণ মানুষ। আর ঠিক এই কারণের জন্যই পরকীয়া, যৌনতা এই শব্দগুলো প্রকাশ্যে আলোচনা করার মত পরিস্থিতি তৈরি হয়েছে।
কিন্তু বিয়ে শব্দটা জন্ম-জন্মান্তর ধরে একটা আলাদা গাম্ভীর্য নিয়ে রয়ে গেছে একই স্থানে। দুটো মানুষ দুটো পরিবারের মধ্যে নতুন সম্পর্ক গঠন আর নতুন মানুষকে পৃথিবীতে আনার মধ্য দিয়ে সেই সম্পর্ককে আরো একধাপ নিয়ে যাওয়া । প্রজন্ম এগিয়ে যায় সভ্যতার নিরিখে, ঠিক এই ভাবনা থেকেই বিয়ের গুরুত্ব সব থেকে আলাদা হয়ে দাঁড়ায়।
কিন্তু পৃথিবীর সব থেকে কাছের সম্পর্ক যে সম্পর্কের একে অন্যের কাছে আসার ফলে নতুন মানুষ এই পৃথিবীতে আসতে পারেন সেখানেও কি স্বার্থ থাকতে পারে? বিয়ে মানে অবাধ যৌনতার লাইসেন্স কিনা এ প্রশ্ন তোলার পাশাপাশি স্বার্থের সম্পর্ক কতটা সেই বিষয়টাকেও গুরুত্ব দেওয়া দরকার।
প্রথমেই আসে যৌনতার প্রসঙ্গ। সিনেমা, গল্প, পর্ন ছবি দেখতে দেখতে নারী দেহের প্রতি কেমন একটা আসক্তি তৈরি হয়ে যায় পুরুষের। উল্টোদিকে মেয়েদেরও যে ছেলেদের প্রতি আলাদা একটা শারীরিক টান তৈরি হয় এটা বলাই বাহুল্য। এখনো পর্যন্তই সমাজে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক হলে সেটা কিছুটা হলেও নিচু চোখে দেখা হয়। এটা উচিত কি অনুচিত, সেটা আলোচ্য নয় ।
আমাদের আজকের আলোচনার বিষয়, বিয়ের পর এই বিষয়টাকেই সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয় সেটা নিয়ে। মানে ফুলশয্যার রাত মানেই লিখিত এবং অলিখিত ভাবে ধরে নেওয়া যৌনতায় মাতবে স্বামী-স্ত্রী। যেন একের পর এক সিনেমার দৃশ্যে বা পর্ন ছবিতে দেখা ঘটনাগুলো সাজিয়ে নেয় সমাজ।
আরো পড়ুন – বিশ্ব জুড়ে বাড়ছে খাদ্য অপচয়ের পরিমাণ? প্রতিদিন কতটা পরিমান খাবার অপচয় হয়?
প্রথমে নারী পুরুষের কাছে আসা, তারপর চুম্বন, তারপর একে অন্যের দেহ থেকে সবকটা সুতো সরিয়ে দেওয়া আর তারপরেই শুরু হয়ে যায় যৌনলীলা। প্রথম প্রথম এই ঘটনাই চলতে থাকে বেশ রোমান্টিক ভাবনার মধ্যে দিয়ে। সন্তান আসে এরপর আর এখান থেকেই গল্পের নতুন মোড়। সে হয়ে উঠতে পারে নিবিড় সম্পর্কের কারণ বা দূরত্বের শর্ত !
আরো পড়ুন – আমির খান কেন বলিউডের পুরস্কার মঞ্চে থাকেন না? পুরস্কার গ্রহণে তার এত অনীহা কেন?
তবে শুধু যৌনতা নয় বিয়ে মানে স্বার্থের সম্পর্ক বটে, মনে করেন অনেকেই। শরীর কতদিন আর সক্রিয় থাকবে? একটা বয়সের পর শরীরের আবেদনে আর মন গলবে না। তখন তৈরি হয় একে অন্যের প্রতি নির্ভরশীলতা। স্বামী স্ত্রীর জন্য যা যা করছে বিনিময় স্ত্রী স্বামীর জন্য কী কী করছে এই হিসেব অনবরত চলতে থাকে দাম্পত্য জুড়ে।
আরো পড়ুন – মিঠুন চক্রবর্তীর ছেলে জুনিয়র আর্টিস্ট হওয়ারও যোগ্য নয়? বাবা হিসেবে কী ভাবছেন মিঠুন?
ঝগড়া, অশান্তি সবটাই হয়। তাতে কখনো ভালোবাসা, কখনো তিক্ততা সময়মতো যে কোনও একটার পাল্লা ভারী হয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত দুটো ভিন্ন প্রান্ত থেকে আসা ২ জন মানুষ একসঙ্গে একটা সুখী জীবন তৈরি করার চেষ্টা করে, এটাই তো বিয়ের আসল অর্থ – পূর্ণতা।
আরো পড়ুন – kuldhara: কেন রাতারাতি গ্রাম ছাড়লেন হাজার হাজার মানুষ? কুলধারা গ্রামকে ঘিরে গড়ে উঠছে রহস্যে!
বিয়ে করবেন কি করবেন না এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ বিয়ে করলে সারাজীবনটা আনন্দের হবে এমনটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেনা আবার দুঃখে ভরে যাবে জীবন এটাও সত্যি নয়। ভেবে দেখুন দিল্লির লাড্ডু আপনি কী ভাবে খেতে চান বা আর না খেলে পস্তাবেন কিনা! সিদ্ধান্ত আপনার।