Breaking Bharat: আপনি কি নিয়মিত কেনাকাটা করেন? দোকানদার কি আপনাকে প্রায়ই ঠকিয়ে দেয়? চোখ রাখুন এই প্রতিবেদনে!
কাজের ব্যস্ততার মধ্যে নিয়ম করে কেনাকাটা করা সকলের হয় না। অথচ প্রয়োজন তো আর এইসব কথা শুনবে না। ধরুন একটা মেট্রো শহরে আপনি একা থাকেন। অবশ্যই কাজের তাগিদে আপনাকে বাবা-মাকে বা প্রিয়জনকে রেখে এখানে থাকতে হচ্ছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আপনাকেই করতে হবে।
বকিছু ম্যানেজ হলেও কেনাকাটা করার জন্য একা একা টাইম ম্যানেজ করাটা বেশ চাপের বিষয়। এটার কারণ হলো শপিংয়ের আসল মজাই হল সকলকে সঙ্গে নিয়ে ঘোরার মধ্যে। কিন্তু সেটা যখন সম্ভব নয় তাহলে একটা ব্যবস্থা তো করতেই হবে। অগত্যা অনলাইন শপিংয়ে মুখ গুঁজে নিশ্চিন্ত হওয়া।
তবে যারা এই ব্যাপারটা সঙ্গে সহজাত নন ঘুরে ঘুরে কেনাকাটা করতে পছন্দ করেন। আর এটা করতে গিয়ে বিপদেও পড়েন। চলুন এই ব্যাপারে আজকে একটু বিস্তারিত কথা বলা যাক। যাতে আপনি আগাম সতর্কতা অবলম্বন করতে পারেন।
কারা নতুন ক্রেতা আর কারা অভিজ্ঞ:
কেনাকাটা ব্যাপারটা সবার জন্য নয় এই কথাটা আমরা মানি। আসলে এটা একটা শিল্পের মতো। কদর না করতে পারলে পুরো ব্যাপারটার মজাই থাকে না। কিন্তু যারা কেনাকাটা করতে পারেন না তাদের কিন্তু একটা ভয় কাজ করে প্রত্যেকটা মুহূর্ত জুড়ে। আর সেটা হল ঠকে যাওয়া বা প্রতারিত হবার ভয়। ধরুন দোকানদার কোন একটা ড্রেসের দাম বললেন ৫০০ টাকা ।
এবার যে মানুষ রেগুলার কেনাকাটার মধ্যে থাকেন না তার পক্ষে ওই জিনিসের কত দাম হতে পারে সেই আইডিয়া না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু মশাই আপনি এই ফিল্ডে নতুন হলেও যিনি বিক্রি করছেন তিনি একবার মুখ দেখেই বুঝে যাবেন কারা নতুন ক্রেতা আর কারা অভিজ্ঞ।
হলি বিক্রেতা তার মত করে দাম সাজিয়ে সেটা আপনার সামনে তুলে ধরবেন। এখানেই সব থেকে বড় টুইস্ট লুকিয়ে আছে। দরদাম করে কেনাকাটা না করতে পারলে বড় লোকসান হয়ে যাবে এটা ভুললে চলবে না। তাহলে সহজ উপায় কি? অনেকেই আজকালকার যুগে অনলাইনে ক্রস চেক করে নেন।
অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে সেই জিনিসের কী রকম দাম হতে পারে সেই সম্পর্কে একটা আইডিয়া করে তারপর দরদাম করে থাকেন। এটা এক দিক দিয়ে ভালো ব্যাপার। অনলাইন কেনাকাটার সময়, দু চারটি সাইট ঘেঁটে নেওয়া দরকার। আপনি মনে রাখবেন যিনি বিক্রি করছেন তিনি আসল জিনিসের থেকে দাম কিছুটা বাড়িয়ে অর্থাৎ নিজের লাভের অংশটা ঠিক রেখে তবে সেটা বেচবেন।
আরো পড়ুন – মেয়েদের পোশাক বারবার কেন সমাজের প্রশ্নচিহ্নের মুখে পড়ে?
একদাম বলে লেখা থাকলেও আপনাকে দর কষাকষি করে দাম কমাবার চেষ্টা করতেই হবে। কত দাম কমাবেন এই বিষয়ে একটা আইডিয়া পাওয়ার জন্য ওই একই দোকানে বাকি ক্রেতারা কী ভাবে দর করছেন সেটার উপর একটা নজর দিতে পারেন। কিন্তু সেটা খুব স্মার্ট ভাবে আপনাকে করতে হবে যাতে আপনি যে একেবারে আনকোরা ক্রেতা সেটা কারোর সামনে না ধরা পড়ে যায়।
আরো পড়ুন – আপনি কি ল্যাপটপ কিনতে চান? কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন জানেন?
কেনাকাটা করার সময় হাতে একটু সময় নিয়ে যাবেন। তাড়াহুড়োর মধ্যে এই কাজ করতে গেলে বিচার বিবেচনার জন্য যথেষ্ট সময়ে নাও পেতে পারেন। সে ক্ষেত্রে হয়তো সঠিক দাম পরতে পারলেন না।
এই প্রসঙ্গে বলি আজকালকার দিনে অনলাইন শপিংয়ের দিকে মানুষ বেশি পরিমাণে ঝুঁকেছে। তাই দু একবার অনলাইন শপিং করা থাকলে market price সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তবু যদি প্রথমবার কেনাকাটা করার পর ঠকে গেছেন বলে মনে হয়, এখনি আমরা বলবো ঠকতে ঠকতে কিন্তু আপনি পাকা ক্রেতা হয়ে উঠবেন, এটা ভুলবেন না।
আরো পড়ুন – আপনি কি ভীতু মানুষ? জানেন কি ভয় কাকে বলে? আর তার কত রকমের প্রকার আছে?
কিছু মানুষ দেখে শেখেন কিছু মানুষ ঠকে শেখেন। বিশ্বাস করুন মূল বিষয়গুলো শিখতে পারা । তাই এর জন্য কোন লজ্জা বা আফসোস রাখবেন না।