Breaking Bharat: বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ কতটা সঠিক? ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয়?
এই পৃথিবীতে নারী এবং পুরুষের মধ্যে আকর্ষণ খুব বাস্তব একটা ঘটনা। কিন্তু শিরোনামে যে বিষয়টা দেওয়া আছে সেটা একটু বিতর্কের জন্ম দিতে পারে। আপনাকে বুঝতে হবে সমাজের কিছু নিয়মের ব্যাপারে। যদি ভালোবাসার সম্পর্ক হয় সেক্ষেত্রে বয়স পরিস্থিতি পরিবেশ এগুলো কখনোই কোন বাধা মানতে চাইনি।
বহু সিনেমা সিরিয়ালে এই ঘটনা দেখা গেছে। কিন্তু সেগুলোকে আদর্শ মনে করে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বিতর্ক মূলক একটা বিষয় নিয়ে একটা সুস্থ আলোচনা করা যাক এই প্রতিবেদনে।
ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয়?
কথায় বলে কার প্রেমিকার মন মাঝে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। আগেকার সমাজে একটা ধারণা ছিল ব্রাহ্মণ পাত্রীর জন্য ব্রাহ্মণ পাত্রদের নির্ধারণ করা বা কায়স্থদের ক্ষেত্রে অমুক জাত এইগুলোকে বিচার করে বিয়ে ঠিক করা। কিন্তু যুগ আর সময় বদলেছে, বদলেছে মানুষের মানসিকতা।
প্রেম করতে গেলে এত কিছু ভাবলে চলে না এটা মানুষ সময়ের সাথে সাথে বুঝতে শিখে যায়। তবে সমস্যাটা হচ্ছে এই ভাবনা চিন্তা আধুনিক তো বটেই কিন্তু কতটা সম্পর্ক এবং সমাজের জন্য ভালো একটা বার্তা দিতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন এখন তৈরি হচ্ছে।
বিবাহিত মহিলার প্রেমে পড়া:
ধরুন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু পারিপার্শ্বিকতা চাপে অন্য কাউকে তাকে বিয়ে করতে হলো। এবার সেই মেয়েটা কী করবে? সমাজ বলবে স্ত্রী হিসেবে ধর্ম পালন করতে। কিন্তু মেয়েটার মন কি চাইবে তার প্রেমিককে ভুলে যেতে? এই অবস্থায় সে যদি তার প্রেমকে প্রাধান্য দিতে চায় তাহলে সেটা পরকীয়া আর সমাজের চোখে অপরাধ।
কিন্তু হয়তো তার দিক থেকে সেটা ঠিক। আবার সেই প্রেমিকের কথা ভাবুন বিবাহিত মেয়েটির প্রেমে কিসে পড়তে পারে মানে সেই অধিকার কি তাকে তার সমাজ এবং পরিবার দিয়েছে এ প্রশ্ন আপনারাই তুলবেন। তাই বিবাহিত মহিলার প্রেমে পড়ার মধ্যে নেই বা অন্যায় আছে কিনা এটা পরিস্থিতির উপর নির্ভর করে অনেকটাই।
একটা কথা মাথায় রাখতে হবে নারী এবং পুরুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু শারীরিক টান। যদি সেটাই লক্ষ্য হয় অর্থাৎ কোন একজন বিবাহিত মহিলাকে দেখে কোন একজন পুরুষের যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছে জাগে তাহলে কোথাও গিয়ে তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে এ সমাজ এবং সমাজ তাত্ত্বিকরা মনে করেন।
আরো পড়ুন – আপনি কি জঙ্ক ফুড খেতে পছন্দ করেন? বাড়ির খাবারের থেকে স্ট্রিট ফুড কেন এত জনপ্রিয় বলুন তো?
প্রথমত নারী মানেই সে ভোগ্যবস্তু এই ভাবনা থেকে দূরে যেতে হবে পুরুষকে। তারপর দেখতে হবে দেহের তার না মনের টান কোনটা সে অনুভব করছে এবং কেন এই অনুভূতি জন্ম নিচ্ছে? তাহলে কি সেই বিবাহিত মহিলার কোনও অসহায়তা তাকে মনে মনে নতুন স্বপ্ন গড়ার ইঙ্গিত দিচ্ছে? এই সবকিছুর কার্যকারণ ব্যাখ্যা ছাড়া সিদ্ধান্তে আসা কঠিন।
আরো পড়ুন – পড়াশোনা শেষ করতে কতদিন সময় লাগে আপনার? বিদেশের সঙ্গে এদেশের তফাৎ কি এখানেও?
অনেক কিছু দেখা যায় বিবাহিত মহিলা অথচ সন্তান নেই তার প্রতি অন্য পুরুষের আকর্ষণ বাড়ে। যেন সন্তান না থাকার জন্য মনেই করা হয় সেই বিবাহিত মহিলাকে ভোগ করা যাবে প্রাণভরে। যদি এই রকমের মানসিকতা থাকে তাহলে অবশ্যই বিবাহিত মহিলা কেন কোনও নারীর দিকে তাকানোই অন্যায়। সম্পর্ককে শ্রদ্ধা করুন ।
আরো পড়ুন – ভারতীয় রেল আপনাকে দিচ্ছে একগুচ্ছ সুযোগ সুবিধা, জানেন কি?
মনে রাখবেন প্রেমকে একটা দেবতার আসনে বসাতে হয় তা না হলে সে কখনোই পূর্ণতা পায় না। আরে কিছু সব থেকে বেশি যেটা জরুরি সেটা হল বিবাহিত মহিলা আপনার প্রতি আকর্ষিত হয়েছেন কিনা আর সেটা কেন? যদি দেখেন তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে বা দৈহিক আকর্ষণ রয়েছে তাহলে সেটা থেকে অবশ্যই আপনার বিরত থাকা দরকার।
আরো পড়ুন – আপনি কি যখন তখন ভয় পান? গায়ের লোম খাড়া হয়ে যায় কি?
আর যদি এমন হয় তিনি বারবার অন্যায় সহ্য করছেন এবং মানসিকভাবে একটা স্বস্তির জায়গা খুঁজছেন তাহলে বন্ধুত্ব করাটাই সবথেকে বেশি দরকারি।