Breaking Bharat: মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এই কোম্পানি গুলো আজ পুরোপুরি দেউলিয়া! আপনি কি ব্যবসা করেন? নিজস্ব কোম্পানি আছে? উন্নতি বা অবনতির হিসাবটা কি লাভ ক্ষতি দিয়ে দেখেন?
প্রতিটা মানুষের স্বপ্ন থাকে ছোট থেকে বড় হওয়ার পর নিজের পায়ে দাঁড়ানো। বাবা মা- এর দেওয়া সংস্কার এবং শিক্ষাগত যোগ্যতাকে কাজে লাগিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়েই সবাই বড় হয়। কেউ চাকরি করেন কেউবা ব্যবসা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয় প্রত্যেককেই। ধরুন আপনি ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে একটা কোম্পানি তৈরি করলেন।
কিন্তু সেই কোম্পানি প্রফিট করবে না লসে রান করবে সেটা শুধুমাত্র বিক্রি বা টাকা উপার্জনের পদ্ধতির ওপর নির্ভর করে না। মাথায় রাখুন জীবনে এগিয়ে চলতে গেলে সময়ের সঙ্গে তাল মেলাতে জানতে হয়। না হলে বিলুপ্ত করে দেয় প্রকৃতি আর পৃথিবী নিজেই।
এই কোম্পানি গুলো আজ পুরোপুরি দেউলিয়া!
আপনার কোম্পানির উন্নতির ক্ষেত্রে বাজারে কোন ট্রেন্ড চলছে, সেই বিষয়ে অবগত থাকা দরকার। কারন এরকম ঝুড়িঝুড়ি উদাহরণ আছে যার সম্পর্কে জানলে আপনি বুঝবেন তারা পৃথিবীতে টিকে থাকতে পারেনি শুধুমাত্র যুগোপযোগী না হতে পারার জন্য।
যদি আপনাকে উদাহরণ হিসেবে কোডাক কোম্পানির কথা বলি। প্রতিদিন কত লক্ষ কোটি ছবি তোলা হতে বলুন তো? ৯০ এর দশকে লক্ষাধিক মানুষ এই কোম্পানিতে কাজ করতেন। কিন্তু মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় কোম্পানি আজ পুরোপুরি দেউলিয়া। একটা নয় একাধিক উদাহরণ আছে। HMT, BAJAJ, NOKIA, RAJDOOT – আরো কত কি!
আপনি কি জানেন আমরা সারা বিশ্ব জুড়ে ইতিমধ্যেই প্রবেশ করেছি “চতুর্থ শিল্প বিপ্লব”-এর যুগে ? শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। এবং আগামী দশ থেকে কুড়ি বছরের মধ্যে পৃথিবীতে যে কত আমূল পরিবর্তন আসবে তা কল্পনাতেও আনা যাচ্ছে না। এর একটা প্রধান কারণ হলো প্রযুক্তি।
আরো পড়ুন – রোগ ভোগ নিয়ে চিন্তায়? সতর্ক থাকুন টাইফয়েড নিয়ে!
মানুষের থেকে প্রযুক্তির দ্রুততা নিঃসন্দেহে অনেকটা বেশি। আর মানুষ কোনদিন পাল্লা দিয়ে উঠতে পারবেও না। আগামী দিনের রোবট গাড়ি চালাবে, বুঝতে পারছেন ড্রাইভার এর প্রয়োজনীয়তাও লাগবেনা। রোবোটিক সার্জারি ইতিমধ্যেই জনপ্রিয় হতে শুরু করেছে।
সুতরাং চিকিৎসকের আগামিও প্রশ্নচিহ্নের মুখে। IBM Watson নামে একটি আইনি software আবিষ্কৃত হয়েছে যা উকিলের থেকে অনেক গুণ বেশি ভালো ওকালতি করতে পারে। ভাবুন এবার আইন পরিচালনার দায়িত্ব নিয়ে নিচ্ছে প্রযুক্তি। মানুষের ভূমিকা নিয়ে নিমিত্ত মাত্র। একটু ফ্ল্যাশবাকে ফিরে গেলে রাস্তার মোড়ে মোড়ে থাকা ফোনের বুথের কথা মনে পড়ে?
আরো পড়ুন – শাক খাওয়ার উপযুক্ত সময় আছে কি? রাত্রে শাক খাওয়ার ক্ষেত্রে কি নিষেধাজ্ঞা জারি করা আছে?
আজ সেগুলো কোথাও নেই। পুরো জায়গাটা দখল করেছে মোবাইল। যেভাবে অনলাইনে কেনাকাটা করার ভিড় বাড়ছে, আগামীতে রাস্তাঘাটে দোকান থাকবে কি? সংকটে পড়তে চলেছে সবার জীবিকা। এখানেও শেষ নয়। মানুষ যে প্রতিমুহূর্তে টাকা উপার্জন করার লক্ষ্য নিয়ে ছুটছে, সেই টাকার মূল্য দিনে দিনে মূল্যহীন হয়ে যাচ্ছে।
আরো পড়ুন – বিনোদন জগতের ‘কমল হাসান’ কে চেনেন? তিনি নাকি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন?
না এমন বলছি না যে অর্থ আজ অর্থহীন, তবে কাগজের টাকা নয় এবার এসেছে প্লাস্টিকের টাকা। ক্যাশ আদান প্রদান প্রায় বন্ধ হতে বসেছে। কারনটা খুব পরিষ্কার, ডিজিটাল যুগের প্রযুক্তি নির্ভরশীলতা। আপনি যদি আপনার কোম্পানিকে বা ব্যবসা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে সবার আগে আপনাকে যুগোপযোগী হতে হবে। নিজেকে আধুনিক করে তুলুন চারপাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে। তবে তরতরিয়ে এগোবে আপনার উন্নতির গাড়ি।