Breaking Bharat: বিয়ের সিজনে হিট জামাই ঠিক কেমন হয় বলুন তো? ঠিক কোন কোন পয়েন্ট মাথায় থাকে বলুন তো ‘জামাই চয়েজ‘ করার ক্ষেত্রে কনের মা-বাবার?
“জামাই আমি হিট, সবার সাথে ফিট”- ফিল্মি গানের লাইনগুলো একমাত্র জামাই নম্বর ওয়ান অনায়াসে বলতে পারে। কিন্তু প্রশ্ন হল এই ‘জামাই নম্বর ওয়ান‘ আপনি হবেন কেমন করে? আসলে জামাই মানেই যে তার মধ্যে স্পেশাল হওয়ার কোয়ালিটি থাকতে হবে এটা ভালো করে বোঝেন শ্বশুর শাশুড়িরা ।
তাই তারাও রীতিমতো বাছাই করে জামাই নির্ধারণ করেন। ছোট থেকে বাবা-মা তার সন্তানকে বড় করে ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, আদর দিয়ে । কিছুটা শাসন থাকে তার মধ্যে। এবার সেই সন্তানকে অন্যের হাতে তুলে দিতে হলে, সবদিক পরীক্ষা করে নেওয়া তো মা-বাবার দায়িত্ব তাই নয় কি? ঠিক কোন কোন পয়েন্ট মাথায় থাকে বলুন তো জামাই চয়েজ করার ক্ষেত্রে কনের মা-বাবার?
শ্বশুর শাশুড়ির হিট জামাই:
পৃথিবীটা বড় অদ্ভুত, মা বাবা শব্দটার অর্থ এতটাই বিশাল যে সেটা এই পৃথিবীর সঙ্গে তুলনা করেও কম বলা হয়। অথচ এই বিশ্বের মত অদ্ভুত কাজকর্ম ভাবনা-চিন্তা মা-বাবার মনের মধ্যে সবসময়ই কাজ করতে থাকে। আগামী প্রজন্ম কি এগিয়ে নিয়ে যাবার জন্য তারা যে সন্তানকে লালন পালন করছেন তার একটা সুন্দর ভবিষ্যতে যেন সবথেকে বড় প্রায়োরিটি হয়ে ওঠে তাদের জীবনে।
ছেলে হলে তাকে সুপ্রতিষ্ঠিত করার টেনশন আর মেয়ে হলে তাকে পাত্রস্থ করার চিন্তা রাতের ঘুম উড়িয়ে দেয়। তাই একেবারে দাঁড়িপাল্লায় মেপে বিচার করে যেন নিজেদের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে নিরাপদ আর নিশ্চিন্তের করতে চান মা-বাবারা। আপনি যদি কন্যাসন্তানের পেরেন্টস হন তাহলে তো চিন্তার ভাগটা আপনার কপালে একটু বেশি পড়েছে।
নীড় একটা ভালো বিয়ে না দিতে পারলে মেয়েরা জীবনটাও যেমন নষ্ট সমাজের মুখ দেখানো যাবে না, ঠিক এরকমটাই ভাবেন তো আপনি? একেকজন বাবা-মায়ের ভাবনা চিন্তা বা জামাইয়ের প্রতি প্রত্যাশা একেক রকম হতে পারে কিন্তু তাদের বাড়ির মেয়ে যাতে যথাযোগ্য মর্যাদা, সম্মান আর ভালোবাসা পায় সেটা কিন্তু সব বাবা মায়েরই প্রধান লক্ষ্য।
শিক্ষিত রুচিশীল পাত্র বিয়ের বাজারে:
প্রতিটি ভারতীয় মা-বাবাই চান তাদের মেয়ে যেন অন্যের বাড়িতে গিয়ে কোনোভাবেই অসুখী না থাকে এবং তাকে শারীরিক মানসিক কোন যন্ত্রণা না সহ্য করতে হয়। জামাই এর মধ্যে মেয়ের মা বাবা ছেলেকে খুঁজে পেতে চান।
মূলত ‘শিক্ষিত রুচিশীল পাত্র বিয়ের বাজারে‘ সব থেকে বেশি পছন্দের সবার। তবে এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে টাকা পয়সার দিকটাও। যার হাতে মেয়েকে সঁপে দেবেন মা বাবা, তার নিজের রোজগার করার ক্ষমতা এবং স্ত্রীকে একটা ভালো ভবিষ্যৎ দেবার সম্ভাবনা কতটা আছে সেটা কিন্তু যাচাই করে নিতে চান জামাই এর হবু শ্বশুর শাশুড়িরা।
আরো পড়ুন – মেয়েদের জামা ডিজাইন! মেয়েদের পোশাকে বিশেষ ধরণের পকেট সিস্টেম থাকে জানেন?
সৎ এবং চরিত্রবান ছেলেকে মনে ধরে সব বাবা মায়ের। মাথায় রাখতে হবে নারী সমাজের প্রতি ছেলেটি শ্রদ্ধাশীল কিনা এবং তার দায়িত্ব-কর্তব্য জ্ঞান কতটা আছে এগুলো জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সংস্কার শব্দটা শুধুমাত্র সাহিত্য বা কাব্যে ব্যবহার করার জন্য নয়, আচার ব্যবহারের মধ্যে সেই শব্দের প্রতিফলন হচ্ছে কিনা সেটাও কিন্তু নজরে রাখেন মেয়ের মা-বাবারা।
আরো পড়ুন – আপনি কি নিয়মিত কেনাকাটা করেন? দোকানদার কি আপনাকে প্রায়ই ঠকিয়ে দেয়?
কেউ কেউ চান যৌথ পরিবার কেউবা একক পরিবার। এটা অবশ্যই একেক মানুষের একেক রকমের পছন্দের বিচারে ধার্য করা হয়। তবে মনে রাখতে হবে অট্টালিকা না হলেও ঠিকঠাক বাড়ি এবং রোজগার প্রত্যেকেরই প্রায়োরিটি। সব হিসেব উল্টে যায় যদি কোন বখাটে ছেলের সঙ্গে বাড়ির মেয়ের ভাব ভালোবাসার সম্পর্ক তৈরি হয়।
আরো পড়ুন – নতুন জামা কিনে সঙ্গে সঙ্গে সেটা পরতে পছন্দ করেন নিশ্চয়ই? বিপদ লুকিয়ে নেই তো?
এখান থেকেও আবার অন্য আরেক প্রেমের গল্পের সূচনা। তবে যাই হোক , “ভালো” শব্দটার মধ্যে যা যা ভালো পয়েন্ট আপনি যুক্ত করতে পারেন জামাই নম্বর ওয়ান হতে গেলে সেই সবটাই থাকতে হবে আপনার মধ্যে।