Breaking Bharat: বোল্ড বৌদির বুলেট কাণ্ড জানেন? ঘোমটা দিয়ে শাড়ি পরে কাঁপিয়ে দিলেন বুলেট বৌদি! যেখানে ঘাঘরা চোলি, মাথায় ঘোমটা টানা সিঁথিতে সিন্দুর দিয়ে দেশীয় অবতারই এক মহিলা নির্ভীক ভাবে বুলেট চালাচ্ছেন। বলতেই হয় শাড়ি-ঘোমটায় ব্যস্ত রাস্তা কাঁপালেন ‘Bold বৌদি’!
রাস্তায় বেরোলে নানা ধরনের ঘটনা আমাদের জীবনে ঘটতে থাকে। কিছু জিনিস আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করি। আবার কিছু জিনিস আমাদের বিস্ময়ের ঘোর কাটাতে পারেনা। আমরা কখনো মনে করি নারী এবং পুরুষের মধ্যে কোন বিভেদ নেই। আবার কখনো এটা মহিলাদের করা উচিত এটা পুরুষদের ,এইভাবে পার্থক্য করি।
বিশেষ করে দেখবেন কয়েকটা জিনিসই আমাদের টিপিকাল ধারণা রয়েছে যার মধ্যে অন্যতম হলো গাড়ি চালানো। আজকের দিনে মহিলারা প্লেন চালাচ্ছে, যুদ্ধবিমান ওড়াচ্ছে অথচ মহিলাদের বাইক চালাতে দেখলেই পিছন ফিরে একবার তাকাতে হয় সমাজকে।
শাড়ি-ঘোমটায় বুলেট চালিয়ে প্রমাণ করেছেন:
চিরাচরিত স্টেরিওটাইপ ভ্যান ধরোনাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন বুলেট বৌদি। শাড়ি ঘোমটা এই সবকিছু সামলে যে বাইক চালানো যায় সেটা বুলেট চালিয়ে প্রমাণ করেছেন ভাইরাল হয়ে যাওয়া মহিলা। আজ তার কথাই বলব আমরা।
শাড়িতে নারী অসামান্য সুন্দরী দেখতে লাগে এ কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আজকের যুগে শাড়ি পরা মহিলারা লাজুক এবং ভীতু হন এই ধারণা ভুল। আসলে ইচ্ছে থাকলে উপায় হয় আর তাই নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আঁকড়ে থেকেও তাঁরা যে নির্ভীক এবং বোল্ড হতে পারেন সেটা ভাইরাল ভিডিও প্রমাণ করেছে।
শাড়ি-ঘোমটায় ব্যস্ত রাস্তা কাঁপালেন ‘Bold বৌদি’:
এখানে দুটো ম্যাসেজ এক দ্রুতগতির বাইক চালানোর ক্ষেত্রে মহিলাদের দক্ষতা এবং বোল্ড হওয়ার জন্য যে খোলামেলা পোশাকের প্রয়োজন নেই সেই বিষয়ে সম্পর্কে চোখে আঙুল দিয়ে ভুল ধারণা ভেঙে দেওয়া। বলতেই হয় শাড়ি-ঘোমটায় ব্যস্ত রাস্তা কাঁপালেন ‘Bold বৌদি’!
আরো পড়ুন – আশীর্বাদের রীতির সঙ্গে ধান আর দূর্বার কী সম্পর্ক বলুন তো?
আসলে যে ভাইরাল ভিডিও নিয়ে এত কথা সেখানে দেখা যাচ্ছে গ্রাম্য এলাকারই বধূ দাপিয়ে বুলেট চালাচ্ছেন। আসলে ভিডিওটি @sona_omi নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যেখানে ঘাঘরা চোলি, মাথায় ঘোমটা টানা সিঁথিতে সিন্দুর দিয়ে দেশীয় অবতারই এক মহিলা নির্ভীক ভাবে বুলেট চালাচ্ছেন। পেছনে আর এক মহিলা বসে রয়েছেন তারও পোশাক সেই একই রকম। দুজনে মনে ভয়ের চিহ্ন মাত্র ধরা পড়ল না।
আরো পড়ুন – পাখির ডাক কি শয়তানের হাসি? লাফিং কুকাবুরা পাখি, যার কণ্ঠস্বর ‘পৈশাচিক হাসি’-র মতো?
এ ব্যাপারে আমরা একটু বলতে চাই যে বুলেট কিন্তু অত্যন্ত দ্রুতগতির গাড়ি। কোনভাবেই সেটা নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করবেন না। প্রশিক্ষণ ছাড়া এই গাড়ি চালানো উচিত নয়। বুলেট যেহেতু অত্যন্ত ভারী এক বাইক সেই কারণে তার ব্যালেন্স রাখা খুব একটা সহজ নয়।
খুব বলিষ্ঠ চেহারার পুরুষ ছাড়া এই গাড়ি চালাবার সাহস ছেলেরাই করতে চায়না। সোশ্যাল মিডিয়ায় মহিলার এই বাইক চালানোর ভিডিওটি প্রায় ১৫ লক্ষ এর কাছাকাছি মানুষ দেখেছেন। এবং অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন যার বেশিরভাগটাই পজিটিভ।
আরো পড়ুন – পাখির ডাক কি শয়তানের হাসি? লাফিং কুকাবুরা পাখি, যার কণ্ঠস্বর ‘পৈশাচিক হাসি’-র মতো?
আসলে মহিলারা যে সত্যি এগিয়ে যাচ্ছেন সেটা প্রমাণ করার জন্য হয়তো এটা কিছুই নয় আবার বলা যেতে পারে অনেক কিছু। একটা আলাদা অনুপ্রেরণা তো বটেই। তবে বাইক চালাবার সময় মাথায় হেলমেট পরা অত্যন্ত প্রয়োজনীয় সেটা নিয়ে কোন ছেলে খেলা নয়।