Hidden camera in hotel room: নতুন জায়গায় রাত্রিবাস? সাবধান! হোটেলের ঘরে-ট্রায়াল রুমে গোপন ক্যামেরা নেই তো? এখনকার যুগে মানুষের সব থেকে বড় সমস্যা হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটা যে কতটা সত্যি সেটা আপনিও জানেন। যেখানে পাচ্ছে আধুনিক প্রযুক্তি সেখানেই হস্তক্ষেপ করছে যার ফলে মানুষের ব্যক্তিগত বলে আর কিছু থাকছেনা।
এগুলোর একটা খারাপ ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যার জন্য সমাজে অপদস্ত হতে হচ্ছে অনেককে। গোপন তথ্য হাতিয়ে নেওয়া শুধু যে আপনাকে কাঙাল করে দিতে পারে তেমনটাই নয় গোপন ভিডিও আপনাকে কতটা অপমানিত করাতে পারে লুকিয়ে থাকা ক্যামেরার সম্মুখীন যারা না হয়েছেন তারা বুঝবেন না। কিন্তু একটু সচেতন হলে এই সব থেকে বেঁচে যেতে পারেন আপনি।
হোটেলের ঘরে-ট্রায়াল রুমে হিডেন ক্যামেরা:
বর্তমান যুগে দাড়িয়ে সিনেমার প্রভাব সমাজে বড্ড বেশি করে কাজ করে। শুনতে খারাপ লাগলেও সিনেমায় ব্যবহার করা বিভিন্ন আইডিয়া থেকে বাস্তব জীবনে তার অপব্যবহারই বেশি হয় যেমনটা হল এই গোপন টিভি ক্যামেরা। একটা ঘরে ক্যামেরা লুকিয়ে রাখার অর্থ আপনি বুঝতে পারছেন কি চূড়ান্ত মানুষের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে।
যারা এই কাজগুলো করেন তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে ক্যামেরা এমন জায়গায় লুকিয়ে রাখেন যে সাধারণভাবে হোটেলে বা কোন নতুন জায়গায় গিয়ে ঘরে বাথরুমে সেই ক্যামেরার হদিশ পাবেন না আপনি। আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। এবং বুদ্ধি খতিয়ে কয়েকটা জিনিস যদি জানা থাকে তাহলে বিপদ এড়াতে পারবেন সহজেই।
হোটেল রুমে ক্যামেরা লুকানো আছে বলে সন্দেহ?
আপনাকে প্রথমে বুঝতে হবে কোন কোন জায়গায় এই ধরনের ক্যামেরা থাকতে পারে। সাধারণত আয়নার মধ্যে এই ক্যামেরা লুকিয়ে রাখার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ আয়নার সামনে মানুষ বারবার যায় মুখ দেখার জন্য বা পোশাক পরিবর্তনের জন্য তাই সেক্ষেত্রে ভিডিও করা সহজ হয় আয়নার ভেতরে লুকানো ক্যামেরা থেকে। আদৌ ক্যামেরার আছে কিনা সেটা পরীক্ষা করা খুবই সহজ।
আয়নার ওপর আঙুল দিন, যদি দেখেন আঙুল এবং আঙুলের প্রতিচ্ছবির মধ্যে ফাঁক থাকে তবে বুঝতে হবে এটি একটি সাধারণ আয়না। হরি বিপদ লুকিয়ে আছে। এটা জেনে যাবেন তখনই। ঘরের বিভিন্ন আসবাবপত্রের মধ্যে অনেক সময় ক্যামেরা লুকানো থাকে।
আরো পড়ুন – ডেকান ওডিসি! রেলগাড়ি চড়তে কত খরচ হতে পারে? এক রাতের ভাড়া ১১ লক্ষ টাকা হতে পারে?
সে ক্ষেত্রে সাজগোজে জায়গা ড্রেসিং টেবিল এমনকি ঘড়িতেও ক্যামেরা লুকানো আছে এরকম ঘটনাও পুলিশের হাতে ধরা পড়েছে। আপনি জানেন টিভিতে এমন কি সেট টপ বক্স এর মধ্যেও ক্যামেরা লুকানো থাকতে পারে? যেহেতু সেখান থেকে আলো প্রতিমুহূর্তেই বেরোয় তাই সন্দেহ হবে না ভেবেই এই কাজ করা হয়।
কিন্তু সহজে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে পরীক্ষা করে নিতে পারেন টিভির আলো ছাড়া অন্য কোন নিল বা অতিবেগুনি রশ্মি দেখা যাচ্ছে কিনা। ক্যামেরার ওপর সাধারণ দৃশ্যমানতা না গেলেও মোবাইলের প্রযুক্তি এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে। নিম্নরুচির মানুষ বাথরুমে ক্যামেরা লুকিয়ে রাখেন। তাই আগের বলে পদ্ধতির মত বাথরুমের আয়না অবশ্যই পরীক্ষা করুন।
আরো পড়ুন – ‘স্টেগনোগ্রাফি’ বলতে আপনি কী বোঝেন? প্রযুক্তিবিদ্যার সঙ্গে জড়িত এই বিদ্যা কোন কাজে লাগবে আপনার?
মাথায় রাখতে হবে, যার মনে অপরাধ করার প্রবণতা আছে সে যতই নিজেকে চালাক মনে করুক না কেন কোথাও না কোথাও গিয়ে তাকে হার মানতেই হয়। একটু বুদ্ধি খাটিয়ে ভয়ংকর বিপদ থেকে নিজে এবং বাকিদের বাঁচাতে পারেন আপনি। ক্যামেরার কাজ করার জন্য মূলত দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক প্রয়োজন হয়।
বিশেষজ্ঞদের মত হচ্ছে ক্যামেরা খুঁজে বের করতে হলে অন্ধকারে উজ্জ্বল আলো ফেলা দরকার । কারণ বিজ্ঞান বলে ক্যামেরা যতই ক্ষুদ্র হোক, তাতে লেন্স থাকবেই আর উজ্জ্বল আলো লেন্সে পড়লে সঙ্গে সঙ্গেই একটা নীল প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে।
আরো পড়ুন – বিছানায় খাবার! প্রবাদ আছে ” খেতে পেলে শুতে চায়” , কিন্তু তাই বলে শোবার জায়গা খাওয়া কি যায়?
অবশ্য খালি চোখে এটা সব সময় ধরা নাও পড়তে পারে। সেক্ষেত্রে এই আলো আপনাকে সাহায্য করবে। পাশাপাশি অত্যাধুনিক অনেক ধরনের অ্যাপ বেরিয়েছে যা ইন্সটল করেও আপনি এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন। তাই সজাগ থাকুন চোখ কান খোলা রাখুন।