Breaking Bharat: ডেবিট ক্রেডিট কার্ডের উপরে থাকা Visa, Mastercard এবং Rupay নামের অর্থ কি? ভুল ভাবে ব্যবহার করেছেন না তো?
ডিজিটাল ভারতে সব থেকে প্রয়োজনীয় হল স্মার্ট পৃথিবীর সঙ্গে যুক্ত থাকা। তারজন্য প্রযুক্তির সঙ্গে মিশতে হবে আপনাকে। আজকের প্রযুক্তি ডিজিট্যাল পদ্ধতির দিকেই মন ঘোরায়। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে এই উপায় ভীষণ কার্যকরী। তা সে অনলাইন পেমেন্ট হোক বা ব্যাঙ্কিং কার্ড পেমেন্ট।
Visa, Mastercard এবং Rupay কার্ডের অর্থ কী?
তবে কার্ড দিয়ে লেনদেন যতটা স্মার্ট তার থেকেও বেশি স্মার্ট এর কার্যাবলী। কার্ডের নামের মধ্যেই সেই সব কিছুর উল্লেখ থাকে। অথচ বেশিরভাগ মানুষ তা জানেন না। । ঠিক কত রকমের ব্যাঙ্কিং কার্ড হয় বলুন দেখি? Visa, Mastercard এবং Rupay – এই তিনটি নাম মুখে আসবে তো? এবার জানা দরকার এই কার্ডের অর্থ কী?
আজকের দিনে ব্যাংক অ্যাকাউন্ট নেই এমন নাগরিক খুঁজে পাওয়া মুশকিল। শুধুমাত্র নিজের ভবিষ্যতের সঞ্চয়ের জন্যই নয় বরং জীবন যাপন করার জন্য ,সরকারি সুবিধা পাওয়ার জন্য খুব প্রয়োজন একটা ব্যাংকে একটা আক্যাউন্ট থাকা। আজকাল সরকার থেকেও এই আক্যাউন্ট করে নেওয়ার কথা বলা হয়।
ডেবিট কার্ড কাকে বলে?
মনে রাখবেন ব্যাংকে আক্যাউন্ট করলে, পাস বই চেক বইয়ের পাশাপাশি আপনাকে একটি করে কার্ড দেয়া হয়। এগুলোকে বলে ‘ডেবিট কার্ড‘ (Debit Card)। যে কার্ড দিয়ে আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আরেকটা বিশেষ ধরনের কার্ড হয়, যা অনেকটা পোস্ট পেইড করার মতো।
অর্থাৎ ধারে খরচ করে পরে বিল দিতে পারেন। সব কার্ডের উপরেই নাম লেখা থাকে। অনেকেই জানেন না যে Visa, Mastercard এবং Rupay কার্ড বলে যে গুলো আমাদের কাছে থাকে তা হল পেমেন্ট নেটওয়ার্ক কোম্পানির নাম। এই তিন কোম্পানি কার্ডের মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট সিস্টেম দিয়ে থাকে যা ব্যাংকের মাধ্যমে আদান-প্রদান করা হয়।
Visa আর Master card বিদেশী নেটওয়ার্ক কোম্পানি:
বিভিন্ন কোম্পানির কার্ডগুলির আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। একেক কোম্পানি একেক রকমের বিশেষ পরিষেবা দিয়ে থাকে। Visa আর Master card বিদেশী পেমেন্ট নেটওয়ার্ক কোম্পানি। RuPay অবশ্য দেশীয় পেমেন্ট নেটওয়ার্ক সার্ভিস। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কার্ডটি চালু করেছে।
আরো পড়ুন – Tattoos: শরীরের ট্যাটু ডিজাইন মারাত্মক ক্ষতিকর, ক্যান্সার পর্যন্ত হতে পারে! জানেন?
এই কার্ড শুধুমাত্র ভারতেই প্রযোজ্য। VISA কার্ড ডেবিট, ক্রেডিট দুই ধরনের হতে পারে। ক্লাসিক, প্ল্যাটিনাম এবং সিলেক্ট কার্ড – এই তিন ধরনের কার্ড সারা দেশেই চলে। তিনটে কার্ডের পার্থক্য বলে দিতে হবে আপনাকে।
Visa আর Mastercard এর পার্থক্য কি?
ক্লাসিক কার্ড হল বেসিক কার্ড, যেটি আপনি যেকোনও সময় কার্ড প্রতিস্থাপন করতে পারবেন এবং সবথেকে বড় কথা হল যেকোনো ধরনের জরুরী পরিস্থিতিতে অগ্রিম নগদ টাকা তুলতে পারবেন। এবার ট্রাভেল অ্যাসিসট্যান্স, গ্লোবাল কাস্টমার অ্যাসিসট্যান্স এবং গ্লোবাল এটিএম নেটওয়ার্ক গোল্ড এবং প্ল্যাটিনাম কার্ডে পাওয়া যায়।
আরো পড়ুন – Soybeans: সয়াবিন বড়ি এর উপকারিতা! তাহলে ‘সয়াবিন বড়ি খাওয়ার নিয়ম’ জেনে নিন!
মনে রাখতে হবে ‘ভিসা বিশ্বের বৃহত্তম পেমেন্ট নেটওয়ার্ক’ আর ‘মাস্টারকার্ড দ্বিতীয় নেটওয়ার্ক’ সিস্টেমের আওতায় পড়ে।
এবার বলি Master card এর কথা। Standard Debit Card, Enhanced Debit Card এবং World Debit MasterCard – মূলত এই তিন ধরনের কার্ড হয়।
আরো পড়ুন – বন্য কলার রহস্য জানেন? বন্য কলা কেমন দেখতে? কোন কলায় ভিটামিন বেশি?
মাস্টারকার্ড অবশ্য সরাসরি কার্ড ইস্যু করে না। তবে হ্যাঁ বিশ্ব জুড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে পার্টনারশিপ রয়েছে৷ আর ঠিক সেই কারণেই সারা বিশ্বে এই কার্ড গ্রহণ করা হয়।
তাহলে এবার আশা করি কোন কার্ড ব্যবহার করে কোথায় পেমেন্ট করতে পারবেন তা বুঝতে আর কোনো অসুবিধা নেই। কি, ঠিক বললাম তো?