Breaking Bharat : গায়ে হলুদ ছাড়া বিয়ের অনুষ্ঠান? ভারতীয় সংস্কৃতিতে এটাই দস্তুর। হিন্দু, মুসলিম নির্বিশেষেই মানা হয় এই প্রথা (Wedding Ceremony )। কিন্তু কেন এই নিয়ম? হবু বর-কনের গায়ে হলুদ মাখানোর নেপথ্যে আসলে কোন কারণ রয়েছে?
গায়ে হলুদের অনুষ্ঠানের চল সর্বত্র থাকলেও অনেকে জানেন না, এই রীতির প্রকৃত কারণ। প্রচলিত প্রথা বলে কেউ নির্দ্বিধায় মেনে নেন। কেউ আবার শাস্ত্রের দোহাই দেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে প্রচলিত রীতির বিষয়ে পুরাণ ও শাস্ত্রবিদরা বলেন, আমাদের মধ্যে প্রচলিত বর্তমানের বিয়ের রীতি কিন্তু নতুন নয়। এগুলির বেশিরভাগই মোঘল যুগ থেকে চলে আসছে।
শাস্ত্রবিদ পূর্বা সেনগুপ্তর মতে, ‘হলুদের ব্যবহারের চল কিন্তু বৈদিক আচার নয়। বরং বেশ কিছু উপকারী দিকের কথা ভেবেই হলুদকে প্রাচীন কাল থেকেই বিবাহের অন্যতম উপকরণ হিসাবে মেনে চলেছি আমরা।’ অন্যদিকে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, হলুদ আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। কিন্তু গায়ে হলুদ অনুষ্ঠানের প্রকৃত কারণ কী?
আরো পড়ুন-Facebook : কে গোপনে নজরদারি চালাচ্ছে ফেসবুক প্রোফাইলে? কারা গোপনে উঁকি মারছে, সত্যিই কি জানা যায়?
জীবাণুনাশক হওয়া ছাড়াও হলুদ আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও হলুদের এত গুণ যে, এটিকে প্রকৃতির আশীর্বাদ হিসেবে মানা হয়। সেদিক থেকে এই রীতি আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয়। গায়ে হলুদ মাখিয়ে হবু বর ও কনেকে সুখী দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করেন।
তাছাড়া হলুদ আমাদের ত্বকের জন্যও উপকারী। তাই বিয়ের পিঁড়িতে বসার আগে ত্বক উজ্জ্বল রাখার কথা ভেবেও চালু রয়েছে এই রীতি।
আরো পড়ুন- Bank Account : সাবধান! একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? গ্যাঁটের কড়ি খসে যাচ্ছে অজান্তেই, কীভাবে জানেন?
শুধু রূপ সৌন্দর্য বা আশীর্বাদ হিসেবেই নয় গায়ে হলুদের কারণ রয়েছে আরও অনেক। বিয়ের আগে দুশ্চিন্তার জেরে অনেকেরই মাথা ধরে। কারও কারও আবার গা গোলায়। হলুদের মধ্যে থাকা কারকুমিন মাথা যন্ত্রণা ও উদ্বেগ কমাতে সাহায্য করে। মনকে শান্ত রাখতেও কার্যকরী এই হলুদ।
আরো পড়ুন- Chess : কে এই গ্র্যান্ড মাস্টার? বিশ্বের একনম্বর দাবাড়ুকে হারিয়ে রেকর্ড গড়লেন !
বিয়ের মরসুম মানেই জমিয়ে খাওয়াদাওয়া, সাজগোজ তো রয়েছেই। তার পাশাপাশি বিয়ের আগে গায়ে হলুদ তো হবেই! হিন্দু বিয়ের রীতি অনুযায়ী, বিয়ের দিন সকালে হলুদ মেখে স্নান করেন বর-কনে। পুরাণেও এই বিশেষ রীতির প্রমাণ রয়েছে। রীতি ও ধর্ম অনুযায়ী হয়তো গায়ে হলুদের প্রয়োগ ও নিয়মে তারতম্য দেখা যায়। তবে এটা ঠিক, গায়ে হলুদের কারণ না জানলেও প্রায় সবার মধ্যেই এই বিশেষ রীতি নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। সেই আগ্রহের বহিঃপ্রকাশ দেখা যায় উপস্থিত সবার মধ্যেই।