Breaking Bharat: ধুমধাম করে Yamaha কোম্পনি নিয়ে আসছে নতুন দুটি বাইক। পুজোতেই এক বিশেষ চমক! Honda, Royal Enfield-দের রাতের ঘুম উড়িয়ে দিতে ইয়ামাহা নিয়ে আসছে এক নতুন চমক। দেখুন বিস্তারিত
পুজো আসতে আর খুব একটা বেশি দেরি নেই। রথের দিন থেকেই পুজোর কাউন্টডাউন শুরু করে ফেলে বাঙালি। সেইমতো কেনাকাটা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। প্রত্যেক বাঙালি ঘরেই পুজোতে স্পেশাল কোন জিনিসটা কেনা হবে সেটা নিয়ে একটা বিশেষ প্ল্যানিং চলে অনেক আগে থেকেই।
এমনিতেই মহা পুজোর উৎসবে অনেক নিত্য নতুন অফার মেলে সেটা বাড়ির প্রয়োজনীয় জিনিস হোক বা ইলেকট্রনিক্স কোন কিছু। তরুণ প্রজন্ম এই সময়ে মোবাইল কিংবা বাইক কিন্তু বেশ আগ্রহ প্রকাশ করে। পূজোর মার্কেট টাকে ধরার চেষ্টা করেন বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা।
দেখুন ইয়ামাহা’র বিশেষ চমক:
সেই তালিকায় এবার পূজোয় নাম লিখিয়ে ফেলল ইয়ামাহা। Honda, Royal Enfield-দের রাতের ঘুম উড়িয়ে দিতে ইয়ামাহা নিয়ে আসছে এক নতুন চমক।
Yamaha Motor India এই মুহূর্তে দেশে একাধিক প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চের পরিকল্পনা করছে। যার মধ্যে বিশেষভাবে উল্লেখ করতে হয় বহু প্রতীক্ষিত দুই মডেলের কথা, YZF-R3 ও MT-03। জানা যাচ্ছে এ বছর উৎসবের মরশুমেই এই দুই মডেল চলে আসবে ভারতীয় বাজারে।
আগ্রহী ক্রেতারা জাতির বুকিং করতে পারেন সেই কারণে কয়েকটি ডিলারশিপ ইতিমধ্যেই অফার দিতে শুরু করেছে। আপনাকে জানিয়ে দিতে চাইবো যে Yamaha YZF-R3 ও MT-03-এর সাথে YZF-R7, MT-07 ও MT-09 মডেলগুলিও আসতে চলেছে। কিছু ছবি অবশ্য নেট মাধ্যমে ফাঁস হয়ে গেছে।
আরো পড়ুন – Married: বিয়ে মানে কি? ঠিক কী কারনে বিয়ে করে নারী পুরুষ?
বাইকগুলির ডিজাইন এবং পারফরম্যান্স দেখে আর অপেক্ষা করতে পারছেন না তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা। তাহলে এবার বরং একটু ফিচারস সম্পর্কে জেনে নেওয়া যাক।
Yamaha বাইকগুলির ফিচারস:
প্রথমেই বলে রাখা দরকার যে আলোচ্য বাইক আসলে স্পোর্টস বাইক, বা বলা যেতে পারে এটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক। KTM RC390 ও Kawasaki Ninja 300 মডেল এই মুহূর্তে যার অন্যতম প্রতিদ্বন্দ্বী । Yamaha MT-03 আদতে একটি স্ট্রিটফাইটার মডেল। ৩২১ সিসি, প্যারালাল টুইন, লিকুইড কুল্ড ইঞ্জিন এতে পেয়ে যাবেন আপনি। যায় ৪০.৪ বিএইচপি ক্ষমতা রয়েছে এবং ২৯.৪ এনএম টর্ক পাওয়া যাবে।
আরো পড়ুন – বিবাহিত দম্পতিরা প্রথম সন্তান নিয়ে এত ভাবেন কেন? সন্তান নিতে সমস্যা কোথায়?
ট্রান্সমিশনের জন্য রাখা থাকছে ৬-স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। দুটি মডেলের ক্ষেত্রেই একাধিক প্রিমিয়াম ফিচার পাবেন। এই যেমন ধরুন মোনোশক রিয়ার সাসপেনশন, একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট,কেওয়াইবি আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক, ক্লাস্টার, অল-এলইডি লাইটিং সিস্টেম ইত্যাদি। সামনে ২৯৮ মিমি এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক রাখা হয়েছে।
আরো পড়ুন – আমির খান কেন বলিউডের পুরস্কার মঞ্চে থাকেন না? পুরস্কার গ্রহণে তার এত অনীহা কেন?
এতকিছু পেতে গেলে কত টাকা খরচ করতে হবে এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে উঁকি দিয়েছে। এর উত্তর হল আপনাকে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা মতো বাজেট রাখতে হবে। পুজো আসতে তো আর বেশি দেরি নেই তাই এখন থেকে সমস্ত প্ল্যানিং শুরু করে দিন না হলে পরে হয়তো এত ভালো বাইক হাতছাড়া হয়ে যেতে পারে।