Breaking Bharat: আপনি কি ভীতু মানুষ? জানেন কি ভয় কাকে বলে? আর তার কত রকমের প্রকার আছে? ভয় বলতে কি বুঝায়?
মানুষ মাত্রই নানা ইমোশান তার মধ্যে পরিপূর্ণ থাকবে। সেটা যেমন ভালোবাসা স্নেহ তেমনি রাগ ঘৃণা তেমনি আবার হাসি আনন্দ আর এইসবের সঙ্গেই জড়িয়ে আরো একটা অনুভূতি যার নাম ভয়। যদিও মানুষের জীবনে এই শব্দটার অস্তিত্ব অনেকটা ভৌতিক ভাবনা চিন্তার উপর নির্ভর করে। আসলে আমাদের কাছে ভয় মানে অন্ধকার আতঙ্ক।
কিন্তু যদি ইংরেজি ভাষায় বিষয়টাকে একটু বুঝতে চান তাহলে কিন্তু প্যানিক এবং টেরর এই দুটো শব্দ ছাড়াও ভয়ে নানাভাবে আপনার মাথার মধ্যে জাঁকিয়ে বসতে পারে। আর তখন সেটা হয়ে যায় ফোবিয়া। যদিও সাধারণ মানুষ খুব একটা ‘ফোবিয়ার‘ প্রকারভেদ সম্পর্কে অবগত নন।
পৃথিবীতে প্রতিটি প্রাণীর মধ্যেই এই ‘ফোবিয়া‘ শব্দটার একটা অস্তিত্ব আছে। মানে ভয়ে যে শুধুমাত্র মানুষ পায় এমনটা নয় কুকুর বেড়াল বাঘ সিংহ সাপ প্রত্যেকেই ভয় পায়। কিন্তু ভয় পাওয়ার ভাষাটা একেকজনের ক্ষেত্রে একেক রকম। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের ফোবিয়ার নানা ধরন।
চলুন তাহলে চিন্তা ভাবনা করে দেখা যাক কত রকমের ফোবিয়া আমাদের মধ্যে কাজ করে। কিছুটা হয়তো আমরা জানি কিছুটা জানিনা। এই প্রসঙ্গে শুরুতেই বলতে হয় অন্ধকারের ভয়। এটাই সবথেকে বেশি আলোচিত হয় কারণ এই ভয় থেকেই আধি ভৌতিক বা অলৌকিক ভাবনা-চিন্তার অস্তিত্ব শুরু হয়। প্রচুর মানুষ আছেন যারা উঁচু জায়গায় উঠতে ভয় পান।
এই উচ্চতার ‘ভয়‘ কিন্তু একটা বিশেষ রোগের ইঙ্গিত করে যার নাম ভারটিগো। একে অবশ্য অ্যাক্রফোবিয়া বলা হয়ে থাকে। আরও একটা সাধারণ ভয়ের উদাহরণ হল বাজ পড়ার শব্দ কিংবা এরোপ্লেনে ওড়ার কথা এই দুটো বিষয়ের ক্ষেত্রে কিন্তু একটা চাপা আতঙ্ক কাজ করে মানুষের মধ্যে।
যদি কোন বিশেষ প্রাণীর প্রতি ভয় থাকে যেমন ধরুন আরশোলা কিংবা সাপ এগুলোর সঙ্গে এক এক রকমের মানসিক পরিস্থিতির অবস্থা যুক্ত থাকে। যেমন ট্রেনে বাসে অনেকেই আরশোলা দেখলে লাফিয়ে ওঠেন । আঁতকে উঠেন বলাটা বোধহয় আরো ভালো হবে। এবার ধরুন আমি যদি বলি পড়াশুনায় ভয় পাওয়ার কথা।
আরো পড়ুন – বিয়ে করতে গেলে কি উপার্জন করাটা অত্যন্ত প্রয়োজনীয়?
এই প্রসঙ্গে সবার আগে অংক এবং গণিত সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ের কথা আগে উঠে আসবে। এই ফোবিয়া কিন্তু অনেকের থাকে। অনেক মানুষ রঙে ভয় পান। ছোটবেলা থেকে দোল উৎসবের দিন কার্যত আতঙ্কের মধ্যে কাটে এইরকম শৈশবও কিন্তু এই সমাজে বিদ্যমান। যদিও বয়সের সাথে সাথে পরিণত মস্তিষ্ক এগুলোকে অনেকটাই কাটিয়ে ওঠে।
আরো পড়ুন – মেয়েদের বয়স শুধুমাত্র বিয়ের নিরিখেই বিচার হওয়া উচিত?
অনেকের আবার রক্তের প্রতি একটা ভয় দেখা যায়। এটার জন্য হয়তো মনস্তাত্ত্বিক কোনো কারণ বা পূর্বের কোন ঘটনা সম্পর্কিত হতে পারে। এটা ব্যক্তি বিশ্বাসে একেক রকম। এমন কিছু ভয় এই পৃথিবীতে রয়েছে যেগুলো অন্য মানুষের কাছে হাস্যকর যেমন ধরুন ইনজেকশনে ভয় কিংবা ডাক্তার দেখানোকে ভয় কিংবা বিয়েতে ভয় ইত্যাদি ও প্রভৃতি।
আরো পড়ুন – ঠান্ডা গরমে সর্দি জ্বর? অনবরত নাক দিয়ে জল ঝরছে? ঘরোয়া উপায় মেনে সমস্যার সমাধান করুন আজই !
এমন মানুষ আছেনি যারা মোটা হওয়াকে ভয় পান কেউ আবার সুন্দরী মহিলা দেখলে আতঙ্কে গুটিয়ে যায়। এই সবগুলো সঙ্গে কিন্তু একটা মানসিক অবস্থা জড়িয়ে আছে যার ভিত্তিতে বিচার করার প্রয়োজন। মনস্তাতিকরা বলছেন অনেক সময় ভয় বা ফোবিয়া শব্দটার উৎপত্তির পেছনে অতীতের কোন খারাপ ঘটনা জড়িয়ে থাকে।
আরো পড়ুন – বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ কতটা সঠিক? ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয়?
তবে ব্যক্তি বিশেষে বলার প্রয়োজন নেই সার্বিকভাবেই যে ভয়ের কথা বলা যায়, যেটা আমরা প্রত্যেকেই পাই তা হল প্রিয় জনকে হারাবার ভয়। সেই কারণেই জাপটে আঁকড়ে তাকে আগলে রাখার চেষ্টা। এই ভয়টা সারা জীবন প্রজন্মের পর প্রজন্মের মধ্যে থেকে যাক তবেই বেঁচে থাকবে ভালোবাসা আর সুস্থ সম্পর্ক গুলো।