Breaking Bharat: শুরু হল আইপিএল (IPL )! জিও এবং এয়ারটেল গ্রাহকদের জন্য ধামাকা অফার! বিনামূল্যে কীভাবে দেখবেন লাইভ ম্যাচ? জানুন বিস্তারিত
শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । কিন্তু গতবারের মতো এবারও সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডিজনি হটস্টারের। তাই ঘরে বসে কীভাবে আইপিএল-এর ম্যাচ দেখবেন, তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। এবার ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। বিনামূল্যে নিন আইপিএল-এর মজা (Enjoy the fun of IPL for free)। ঘরে বসে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখতে পাবেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League) সমস্ত ম্যাচ। আর তার জন্য গ্যাঁটের কড়ি অতিরিক্ত খসাতেও হবে না। কিন্তু কীভাবে?
কাজের সূত্রে অনেকেই ঘরে থাকতে পারেন না সবসময়। অথচ ক্রিকেটের প্রতি নেশা কমবেশি সবারই রয়েছে। এই আইপিএল-এর মরসুমে ঘরে না থাকতে পারায় কি মিস করবেন প্রিয় দলের লাইভ ম্যাচ (live cricket matches)? অবশ্য অনলাইন স্ট্রিমিংয়ের (Online streaming) মাধ্যমে বাইরে থেকেও মোবাইল বা অন্যান্য স্ট্রিমিং গ্যাজেটে দেখা যাবে ম্যাচ।
কিন্তু সেক্ষেত্রে টাকা খরচের ভয়ে অনেকেই পিছিয়ে আসেন। তাই প্রিয় দল জার্সি গায়ে নামলেও শুধু টাকার কথা ভেবে লাইভ ম্যাচের মজা থেকে বঞ্চিত হন অনেকে। এবার তাঁদের জন্য সুখবর। কীভাবে দেখবেন, তা নিয়ে আর দুশ্চিন্তা নয়, এবার বিনামূল্যেই সাক্ষী থাকুন লাইভ ম্যাচের (Watch the live match for free)।
সাধারণত Disney+ Hotstar-এ মেম্বারশিপ নিয়ে আইপিএল দেখতে পারবেন গ্রাহকরা। এবার ডিজনি+ হটস্টার তাদের মেম্বারশিপ নেওয়া প্ল্যানগুলি সংশোধন করেছে। এই মুহূর্তে তিনটি অফার রয়েছে – মোবাইল, সুপার, প্রিমিয়াম। মোবাইল প্ল্যানের দাম প্রতি বছর ৪৯৯ টাকা, যেখানে সুপার এবং প্রিমিয়ামের দাম যথাক্রমে ৮৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা।
আরো পড়ুন- Smart Phone : ফোন চুরি হয়ে গেলে কি করবেন ? ঘরে বসেই মিলতে পারে হারিয়ে যাওয়া মোবাইল! কিভাবে?
Jio গ্রাহকদের জন্য রয়েছে এই সুবিধা। এক্ষেত্রে সরাসরি ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন না নিয়ে জিও রিচার্জের মাধ্যমেই পাওয়া যাবে সুবিধা। সেক্ষেত্রে কোন কোন প্ল্যান রয়েছে, জেনে নিন!
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৬৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 1.5GB ডেটা, ৫৬ দিনের বৈধতা।
৬০১ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 3GB ডেটা +6GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
১০৬৬ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা +5GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৭৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
৩১৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা +10GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
আরো পড়ুন- Electric Bill : আপনার বাড়িতে কি অতিরিক্ত ইলেকট্রিক বিল আসছে? তাহলে বিদ্যুতের বিল কমাবেন কিভাবে ?
Airtel রিচার্জ প্ল্যানে বিনামূল্যে আইপিএল দেখা যাবে। এক্ষেত্রে ন্যূনতম রিচার্জ প্ল্যান ৪৯৯ টাকা। এয়ারটেল গ্রাহকরা জেনে নিন, কীভাবে পাবেন এই সুবিধা? বিনামূল্যে আইপিএল দেখার জন্য কোন কোন রিচার্জ প্ল্যান রয়েছে?
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৮৩৮ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা,আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
৫৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
২৯৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
৮৩৯ টাকার প্ল্যান- প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৩৩৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন পাওয়া যাবে 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।