Breaking Bharat: বঙ্গ জীবনে উদ্দেশ্য ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়ানো কে অনেকেই বলেন টো টো করে ঘুরে বেড়ানো (Unemployed life)। যদিও ওই নামে একটি যান এখন বঙ্গের সর্বত্র যাতায়াত করে। তবে ২ এর মধ্যে পার্থক্য হল টোটো গাড়ি একটা শব্দ , আর টো টো করে ঘুরে বেড়ানো দুটি আলাদা আলাদা অক্ষর দেওয়া শব্দ আর মানে তো একেবারেই আলাদা। বলা যায় বেকার জীবনের সঙ্গে জড়িত এই কথা ।
মানে সমাজের যেন ধারনা কোনও কাজ না থাকলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো যায় (i am unemployed)। অতএব টোটো করে ঘোরা হচ্ছে, ব্যাস বলে দিলেই হল। বাংলায় টো টো শব্দটি আসার সম্ভাবনা দেখা যায় ইংরেজী ট্যুর শব্দ থেকে। ট্যুরের অর্থ ভ্রমণ করা বা এদিক সেদিক ঘুরে বেড়ানো। এ ক্ষেত্রে উদ্দেশ্যহীনতা না ও থাকতে পারে। অবশ্য ইদানিংকালে এই শব্দের মানেটা বদলে গেছে।
কোনও কিছুর জন্য হন্যে হয়ে ঘোড়াও অনেক সময়ই এই শব্দের রূপান্তর হয়ে দাঁড়ায়। যেহেতু জীবন আপনার তাই আপনি কিভাবে চালাবেন সেটা ব্যক্তিগত ব্যাপার। তবে কোন জীবনই উদ্দেশ্যবিহীন নয়। জন্ম যখন হয়েছে তখন কোনও না কোনও কাজের জন্যই তা হয়েছে। যেদিন সেটা বুঝতে পেরে যাবেন ব্যাস আর কেউ কোন অপবাদ দিতে পারবে না, তাচ্ছিল্য করা অনেক দূরের কথা।
আজ যেমন টো টো শব্দ নিয়ে কথা হল, ঠিক তেমনি বাংলা ভাষায় একাধিক শব্দ আছে যার প্রয়োগ এখানে ওখানে করতে হয়। কিন্তু যথাযথ অর্থ জানা যায় না। টো টো শব্দের মানে আসলে যে কি, সেটা বোধহয় একটি বাক্যে বলা প্রায় অসম্ভব। জীবনের কোনো না কোনো পর্যায়ে কেউ না কেউ আপনাকে এই কথাটা বলে নিশ্চয়ই ব্যথা দিয়েছেন, ঠিক কিনা?
আরো পড়ুন- Museum : জাদুঘর বা মিউজিয়াম সবার প্রিয়, কিন্তু জাদু ঘরে ছবি তুলতে দেয় না কেন?
টোটো করে ঘোরা হচ্ছে, ব্যাস বলে দিলেই হল। বাংলায় টো টো শব্দটি আসার সম্ভাবনা দেখা যায় ইংরেজী ট্যুর শব্দ থেকে। ট্যুরের অর্থ ভ্রমণ করা বা এদিক সেদিক ঘুরে বেড়ানো। যখন তখন যেখানে সেখানে এটা ওটা শব্দ প্রয়োগ করা এমনটা সবাই করে থাকেন। কিন্তু অনেক শব্দ কথার কথা বা বলতে হয় বলছি টাইপ হয়ে যায়।
আরো পড়ুন- Digestive problems : আপনার কি হজমের সমস্যা? গ্যাস্ট্রো-এসোফাজিয়াল রিফ্লুক্স ডিজিজে ভুগছেন না তো?
আমরা না জেনেই সেই কথাগুলো বলে দিই। বিশেষ করে বাংলা ভাষায় এরকম একাধিক শব্দ আছে। হিসেব করতে গেলে পাতার পর পাতা লেখা হয়ে যাবে তবুও শেষ হবে না। তারই মধ্যে বহুল ব্যবহৃত এক অক্ষরের দুটি শব্দ যা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে আর আমরাও সেই শব্দ ব্যবহার করি । বাংলা অভিধানে অনেক অনেক শব্দ আছে যার অর্থ অনেকেই জানেন না, ঠিক কিনা?