Breaking Bharat: আপনি কি ফর্সা হতে চান? রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় জানতে আগ্রহী? তাদের জন্য প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধির রহস্য উন্মোচন করবো আমরা (Tips to be fair naturally)।
কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র। ফর্সা রংটা নিয়ে প্রত্যেকের একটা আগ্রহ আছে। বিশেষ করে যদি আপনার বাড়িতে কন্যাসন্তান থাকে তাহলে ২০২৩ সালে দাঁড়িয়েও মা-বাবা চিন্তা করেন মেয়ের গায়ের রং নিয়ে। এই প্রতিবেদনের উদ্দেশ্য কোন রকমের বর্ণ বৈষম্য বা ফর্সা কালো এইসব চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়া নয়।
প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধির রহস্য:
আমরা বিশ্বাস করি মানুষের আসল পরিচয় হয় তার কাজই, তার বাইরের রূপে নয়। কিন্তু যারা ফর্সা হতে চান তারা অনেক সময় একাধিক রাসায়নিক জিনিস ব্যবহার করে স্কিনের ক্ষতি করে ফেলেন। তাদের জন্য ‘প্রাকৃতিক উপায়ে সৌন্দর্য বৃদ্ধির রহস্য‘ উন্মোচন করবো আমরা। তবে আপনি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন (Tips to be fair naturally at home)।
নানা ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করে প্রাচীনকাল থেকেই মানুষ সুস্থতার রাস্তা খুঁজেছে। এবার সৌন্দর্যের সমীকরণ সমাধান করতে এই রাস্তাই বেছে নেয়ার পথে হাঁটছেন আধুনিক বিজ্ঞানমনস্ক মানুষেরাও। রাতারাতি ‘ফর্সা হওয়ার টিপস‘ জানতে চান অনেকেই।
আপনাকে বলি অ্যালোভেরার কথা। এই আয়ুর্বেদিক উপাদান ব্যবহার করে আপনি খুব সহজেই ফর্সা, সুন্দর, মনমুগ্ধকর ত্বক পেতে পারেন আপনি (How to get fair skin fast permanently)।
এখানেই শেষ নয় ত্বকের সব ধরনের সমস্যা, প্রদাহ, কালো ছোপ বা দাগ, এই সবকিছু থেকেই মুক্তি পেতে পারেন নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে। অ্যালোভেরা এবং মধুর কম্বিনেশনটা সত্যিই ত্বকের জন্য ভালো। বাড়িতে আজকাল এই গাছ প্রত্যেকেই লাগিয়ে নেন এবার সেটির ব্যবহার করার সময় এসেছে। খুব একটা বেশি ঝুঁকি অবশ্যই এতে নেই (Tips to be fair at home)।
আরো পড়ুন – আপনার হাসি নিয়ে অন্যদের হাসাহাসি? চিন্তা নেই, আপনি সঠিক পথে আছেন!
প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে তাতে ‘অ্যালোভেরা‘ জেল ঢেলে দিন। আপনি যে কোন ব্র্যান্ডের অ্যালোভেরা ব্যবহার করতে পারেন বা গাছের পাতা থেকে এর জেল নিয়ে নিতে পারেন। এরপর এর সঙ্গে মধু মিশিয়ে দিন। তারপর ভালো করে সেটা মেখে নিয়ে মুখ ধোয়ার পর মুখের মধ্যে মেখে নিন। আধ ঘন্টা মত এই অবস্থাতেই থাকুন যখন দেখবেন মিশ্রণ শুকিয়ে আসছে তখন জল দিয়ে ধুয়ে ফেলুন। হালকা গরম জল ব্যবহার করতে পারলেই ভালো।
আরো পড়ুন – ট্রেনের শেষ বগির পেছনে x চিহ্নটি দেখেছেন? জানেন কেন রাখা হয় এটি?
অ্যালোভেরা দিয়ে ‘ফেসপ্যাক‘ তৈরি করার কথা অনেকেই ভাবে। এর সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে চালের গুঁড়ো, বেসন আর দুধ। প্রথমে একটি মিডিয়াম সাইজের পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল ঢেলে নিন । এই পদ্ধতিটাও ঠিক আগেরই মতো অর্থাৎ আপনি চাইলে অ্যালোভেরার গাছ থেকে পাতা নিয়ে সরাসরি অ্যালোভেরার জেল বের করে নিয়ে নিতে পারেন।
আরো পড়ুন – সারা সপ্তাহে শাকসবজি শুকিয়ে যাচ্ছে তো? কী ভাবে সবজি অনেক দিন পর্যন্ত তাজা রাখা যায়!
অথবা আপনার পছন্দ মতো যে কোনও ব্র্যান্ডের অ্যালোভেরা জেল কিনে নিন। এবার তার সঙ্গে চালের গুঁড়া এবং বেসন মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন। এরপর পরিমাণ মতো দুধ ঢেলে দিয়ে একটি ঘন প্যাক বানিয়ে ফেলুন। মোটামুটি মিনিট 15 মুখে লাগিয়ে রাখতে হবে তারপর ধুয়ে ফেলুন। অবশ্য মুখে প্যাকটি লাগিয়ে রাখার পর আপনাকে কিছুটা সময় হালকাভাবে মাসাজ করার জন্য রাখতে হবে। এতে ত্বকের উজ্জ্বল্যতা বাড়বে।
আরো পড়ুন – বলিউড ভাইজান সলমান খানের হাত ঘড়িতে ৭১৪ টা হিরে? অবাক লাগছে কিন্তু এটাই সত্যি?
আসলে অ্যালোভেরা এতটাই উপকারী যে আপনি এর সঙ্গে নিম পাতা বা মুলতানি মাটি দিয়ে প্যাক তৈরি করতে পারেন। সেক্ষেত্রে অলিভ অয়েল ব্যবহার করা ভালো। তবে মনে রাখবেন আপনার ত্বকের জন্য কোনটা কার্যকরী ভূমিকা নেবে সেটা জানতে অবশ্যই আপনি বিশেষত্বের পরামর্শ নিন।