Traps through video calling: সাবধান! ভিডিও চ্যাট বা ভিডিও কলিং এর মাধ্যমে রয়েছে যৌনতার ফাঁদ! মান সন্মান পুরো শেষ! বিশেষ করে পুরুষদের ফাঁদে ফেলার চেষ্টা, ভিডিও কলে কম্ফোর্টেবল? যখন তখন এই ধরনের ভিডিও কলিং রিসিভ করেন বুঝি? অচেনা যৌন হাতছানি থেকে সাবধান! (There are sex traps through video calling!)
যৌনতার প্রতি আকর্ষণ পৃথিবীতে প্রতিটি মানুষের আছে। আজ ঠিক এই দুর্বলতাকে হাতিয়ার করে একাধিক কাজ সম্পন্ন করিয়ে নেওয়ার ঘটনাও বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছে। অনেকেই যৌন হাতছানি এড়িয়ে যেতে পারেন না।
ভিডিও চ্যাট বা ভিডিও কলিং কিন্তু সুরক্ষিত নয়:
আর সব থেকে বেশি সমস্যা হয় যখন এটা ‘ভিডিও চ্যাট বা ভিডিও কলিং‘ এর মাধ্যমে হয়ে থাকে। নেট দুনিয়ায় আপনি কিন্তু সুরক্ষিত নন, মনে রাখবেন। আপনি যদি সমাজ মাধ্যমে পরিচিত বা জনপ্রিয় মুখ হন তাহলে কিন্তু প্রতিমুহূর্তে ফাঁদ পাতার খেলা চলছে। একটু অসাবধান হলেই বড় বিপদে পড়বেন । সোশ্যাল মিডিয়া বা অনলাইন অ্যাপ এর মাধ্যমে বন্ধুত্ব করার চল আজকাল বেশ চলছে।
ব্যাপারটা দেখতে যতটা সহজ আসল ঘটনা ততটাই অস্বস্তিতে রাখবে আপনাকে। আপনি যদি একটু অসতর্ক করেছেন বা ভুল করে ভুল লিংকে ক্লিক করেছেন, ফাঁদে পড়বেন আপনিই! এক মুহূর্তেই সম্মান মাটিতে মিশে যাবে। আর তাকে বাঁচাতে হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা দিতে হবে আপনাকে।
তাতেও নিস্তার পাবেন কিনা জানা নেই। অপমানের যন্ত্রণায় জীবন শেষ করার ইচ্ছে দিচ্ছে বললেও বেশি বলা হবে না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জারের মতো জনপ্রিয় অ্যাপ ব্যাবহার করছেন যারা তারা অজান্তে বড় বিপদের মুখোমুখি হতে পারেন বটে।
বিশেষ করে পুরুষদের ফাঁদে ফেলার চেষ্টা:
বিষয়টা একটু বুঝিয়ে বললে দেখা যায় মূলত অচেনা নম্বর অথবা ফেসবুক প্রোফাইল থেকে খুব সাধারণ কিছু মেসেজ প্রাথমিক ভেবে আসে। যার কথাবার্তা খুব সাধারণ। এই যেমন ভাবে দুজন মানুষ একে অন্যের সঙ্গে স্বাভাবিক কথা বলে, এই কেমন আছেন বা কী করছেন জাতীয় আলাপের মধ্যেই বন্ধুত্ত্ব বাড়িয়ে তোলার চেষ্টা হয়।
আর একবার যদি আপনি এই ফাঁদে পা দেন, তাহলে একেবারে ভিডিও কলের প্রস্তাব আসতে শুরু করে। কখনও আবার এমনি এমনি চলে আসে ভিডিও কল। উলঙ্গ নারীশরীর অথবা যৌন উদ্দীপক কোনও পরিস্থিতি সৃষ্টি করে পুরুষদের বিশেষ করে ফাঁদে ফেলার চেষ্টা হয়। ঈদ আড়ালেই চলতে থাকে কার্যকরী করে নেবার উপায় খুঁজে পাওয়া।
আরো পড়ুন – সাদা স্রাব হলে কি বাচ্চা হয়? ঘন সাদা স্রাব কেন হয়? অতিরিক্ত সাদা স্রাব হলে করনীয় কি?
একবার যদি আপনার পা হড়কে গেল, তো আপনি সারা জীবনের মতো ফেঁসে গেলেন সেই জালে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এই ভিডিও কলে মূলত সামাজিকভাবে প্রতিষ্ঠিত পুরুষদের টার্গেট করা হচ্ছে। অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত যারা যৌনতার আনন্দ লুকিয়ে পেতে চান আবার পাশাপাশি সম্মানের ভয় রয়েছে। যারা সহজে পুলিশের কাছে ঘেঁষতে চান না।
আরো পড়ুন – বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করে চূড়ান্ত হতাশায় ভুগছেন?
এদের মূলত দুর্বল ভেবেই প্ল্যান করা হয়। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে নানাভাবে তথ্য চুরি করা হচ্ছে। আর ভিডিও কল মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ হল যদি এমন ঘটনা আপনার সঙ্গে ঘটে তাহলে অবিলম্বে পুলিশের পরামর্শ নিন। ভয়ে বাড়িতে লুকিয়ে থাকলে সমস্যার সমাধান মোটেই হবে না।
আরো পড়ুন – Pregnant Women: আমার গর্ভে সন্তান রয়েছে! তাহলে ‘পেটে বাচ্চা’ থাকলে কি কি খাওয়া যাবে?
তবে আপনারা নিজেরও সতর্ক থাকা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় থাকা আপনার প্রোফাইলের বিভিন্ন প্রাইভেসি সেটিংয়ের দিকে বিশেষ নজর দিন। অপশন আছে তথ্য ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখার। সেটা কার্যকরী করুন।
অচেনা নম্বরের সঙ্গে ভিডিও কোলে মোটেই যাবেন না। কোনও কারণে যদি ভিডিও কল রিসিভ করতেই হয় তাহলেও মুখ কোনোভাবেই দেখাবেন না। এটাই ফাঁদে ফেলার আসল অস্ত্র।
আরো পড়ুন – মোবাইল নিয়ে বাথরুমে বসে থাকেন? তাহলে কিন্তু কপালে দুঃখ আছে!
সব শেষে বলি, যৌন সম্পর্ক আর তৃপ্তিটা আপনার নিজস্ব। কোনও ভাবেই প্রলোভনে পা দিয়ে নিজের আর পরিবারের বিপদ ডেকে আনার আগে অন্তত দুবার ভাবুন। সাময়িক আনন্দ সারা জীবনের কলঙ্ক যেন না হয়ে যায়।