Breaking Bharat: ট্রেনের শেষ বগির পেছনে x চিহ্নটি দেখেছেন? জানেন কেন রাখা হয় এটি? আপনি কি ট্রেনের সফর করতে ভালোবাসেন?
রেল যাত্রা অনেকেরই খুব পছন্দের। এক দিকে যেমন টাকা-পয়সার সাশ্রয় হয় অন্যদিকে আরামদায়ক অভিজ্ঞতা নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যাওয়া যায়। তাই প্রতিদিন ঘুরতে বেড়াতে যাওয়ার নাম শুনে রেলের টিকিট কাউন্টারে ভিড় জমানো মানুষের সংখ্যাটা বেড়েই চলেছে। অবশ্য এমন মানুষও আছেন যারা আজকাল অনলাইন বুকিংয়ে আস্থা রাখেন।
সে যাই হোক মোদ্দা কথা হল ট্রেনে চড়ে এখান থেকে ওখানে যাওয়া সে তো খুব ভালো কথা কিন্তু ট্রেনের ব্যাপারে কতটা জানি আপনি আমি? ট্রেনের শেষ কম্পার্টমেন্টের একদম শেষের দিকে সাদা হলুদ রঙ দিয়ে কাটা চিহ্ন বা এক্স দেওয়া থাকে লক্ষ্য করেছেন নিশ্চয়ই। সেটা কেন হয় জানেন?
ট্রেনে চড়তে ভালোবাসেন অনেকেই কিন্তু ট্রেনের ব্যাপারে বিন্দুমাত্র খোঁজখবর রাখেন না এমন মানুষের সংখ্যা সব থেকে বেশি। তবে হ্যাঁ কোনো বিষয় পেলে সেটা দিয়ে আগ্রহ বাড়ে যেমন বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে মাতামাতি। কিন্তু সাধারণ ট্রেনে, বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে দেখবেন পিছনের বগি শেষে একটা এক্স চিহ্ন দেয়া থাকে এটা আসলে সমাপ্তির কথা বলে।
‘এক্স চিহ্নটি‘ দেখা মানে বোঝা যায় ট্রেনটি সমাপ্ত হয়েছে অর্থাৎ প্লাটফর্ম ছেড়ে গেছে আর কোন বগি আসা অবশিষ্ট নেই। একদিকে যেমন স্টেশন মাস্টারের সুবিধা হয় ঠিক তেমনি প্লাটফর্মে থাকা যাত্রীরাও সতর্ক থাকতে পারেন। এবার ধরুন কোন ট্রেনে শুধুমাত্র বগি নয় সাথে রেলের কিছু ট্র্যাক আটকানো আছে।
আরো পড়ুন – Ola Electric Bike: বাইক চুরির ভয় পাচ্ছেন? আপনার ভয় দূর করতে এল Ola Electric Bike!
সেক্ষেত্রে স্টেশন মাস্টার বুঝতে পারবেন এক্স [x] চিহ্ন দেখা যায়নি মানে পেছনে আরো কিছু আছে সেক্ষেত্রে লাইনের ব্যাপারে সতর্ক থাকতে পারবেন তিনি। এর থেকে বোঝা যায় পুরো কোচ প্লাটফর্মে প্রবেশ করেনি বা প্লাটফর্ম ছেড়ে যাইনি।
এই যে কথা বললাম সেখান থেকে বিপদের কথাও কিন্তু মাথায় আসে । কী ভাবে সেটাই জানাবো এবার। ধরুন এক্স চিহ্ন দেখা যায়নি তার মানে কী দাঁড়ালো যে বগি এখনো শেষ হয়নি অথচ বগি আর দেখা যাচ্ছে না। স্টেশন মাস্টার তখন একটি বিশেষ বার্তা পাঠিয়ে দেন। এর থেকেই বোঝা যায় যে কোচ মাঝখান থেকে ভ্যানিস হয়ে গেছে। হয়তো সেটা কেউ চুরি করে নিয়েছে বা কোন দুর্ঘটনা ঘটেছে।
তখন বেতার পাতার মাধ্যমে ট্রেনের সামনের কোচগুলিকে থামানোর জন্য ড্রাইভারকে নির্দেশ দেয়া হয়। মানে বলতে পারেন এটা রেলের সুরক্ষা ব্যবস্থার একটা অঙ্গ। আবার অনেক কিছু দেখবেন একদম শেষ বগির শেষে কিছু আলো ব্লিঙ্ক করে। এটা আসলে কুয়াশার জন্য বুঝতে সুবিধে করে দেয়। দেখুন এক্স চিহ্নটি হয়তো সব সময় দেখা যাবে না যদি ঘন কুয়াশা থাকে।
আরো পড়ুন – Facebook: ফেসবুকে ভুয়ো প্রোফাইল! ফেসবুকে ক্লোন প্রোফাইলের হাত থেকে বাঁচবেন কীভাবে?
সেক্ষেত্রে দৃশ্যমান্যতার অভাবে ট্রেনটি সম্পূর্ণভাবে প্লাটফর্ম ছেড়ে গেছে কিনা সেটা বুঝতে অসুবিধা হতে পারে স্টেশন মাস্টার বা রেলের আধিকারিকদের। হলুদ রঙের সেই আলো জ্বলতে এবং নিভতে দেখা যায় যার ফলে এটা নিশ্চিত হওয়া যায় যে গাড়ির শেষ বগি এখনো বাকি আছে কিনা (The x mark is behind the last compartment of the train)।
তাই এবার থেকে ট্রেনে সফর কালে অবশ্যই চেক করে নেবেন আপনার ট্রেনের পিছনেও এই চিহ্নটি আছে কিনা। আসলে সবটাই সিকিউরিটি বা নিরাপত্তার কথা ভেবেই করা হয় । কিন্তু এরকম অনেক ঘটনাই থাকে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের সেভাবে কোন আইডিয়া থাকে না।