Breaking Bharat : মোবাইল ফোন কেনার সময় সাধারণত ডিসপ্লে, স্ক্রিন রেজলিউশন বা সমস্ত কনফিগারেশনে দেখেই কেনেন আমজনতা। কিন্তু কয়েদিদের ক্ষেত্রে বেশিরভাগ সময় মাথায় রাখা হয় সেই ফোনের আকৃতি। আকারে যত ছোট হবে ততই কদর (Smallest Phone In The World)।
তবে জ্যাঙ্কো টাইনি টিওয়ান নামে একধরনের মোবাইল ফোন বাজারে পাওয়া যায়, যা আকারে এতটাই ছোট যে, জানলে চোখ কপালে উঠবে। এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে ছোট ফোন বলে দাবি করা হয়েছে। এতটাই ছোট যে, মলদ্বার থেকে চুলের খোঁপা, সর্বত্রই দিব্যি গোপন রাখা যায়। আর এই পদ্ধতিতেই প্রহরীর চোখ এড়িয়ে জেলের মধ্যে দেদার পাচার হচ্ছে জ়্যাঙ্কো টাইনি টিওয়ান ফোন (Zanco Tiny T1)।
একটা মোবাইল ফোন কত ছোট হতে পারে? সংবাদসূত্রে দাবি করা হয়েছে, এই ফোনটি ডেবিট বা ক্রেডিট কার্ডের চেয়েও আকারে ছোট। আকার এবং ওজনের দিক থেকে ইউএসবি ড্রাইভের মতোই বলা যায়। জ়্যাঙ্কো টাইনি টিওয়ান ফোনটি মাত্র ৪৬.৭ মিমি দীর্ঘ এবং ওজন মাত্র ১৩ গ্রাম। আর ফোনটির স্ক্রিনের পরিমাপ মাত্র ১২.৫ মিমি।
কী, কী সুবিধা রয়েছে এই ফোনে?
কথায় বলে, ছোটা প্যাক, বড়া ধামাকা! ইন্টারনেট পরিষেবা না থাকলেও কল বা এসএমএস সুবিধা দিব্যি ব্যবহার করা যায়। সূত্রের খবর, এই ফোনটিতে মোট ৩০০টি ফোন নম্বর এবং ৫০টি পর্যন্ত টেক্সট মেসেজ-ও স্টোর করে রাখা যাবে।
শুধু কি তাই? ফোন কিনলে ব্যাটারি ব্যাক আপ নিয়ে খুঁতখুঁতে হন অনেকেই। আর জ়্যাঙ্কো টাইনি টিওয়ান ফোনে অত্যন্ত শক্তিশালী ব্যাটারি রয়েছে। যার ফলে প্রায় তিন দিন পর্যন্ত ব্যাকআপ ধরে রাখতে পারে সেই ব্যাটারি। তবে কলিং টাইম তুলনামূলক অনেকটাই কম। সূত্রের খবর, টানা ৩ ঘণ্টা কথা বললে তৎক্ষণাৎ তার ব্যাটারি শেষ হয়ে যাবে। তবে জরুরি ভিত্তিতে এটি তিন দিনই ব্যাটারি ব্যাকআপ ধরে রাখতে পারবে।
কেন এত ছোট মোবাইল বাজারে আনল সংস্থা?
শুরুতেই বলা হয়েছে, জ়্যাঙ্কো টাইনি টিওয়ান (Zanco Tiny T1) ফোনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় কয়েদিদের মধ্যে। যেহেতু ফোন সেখানে নিষিদ্ধ, তাই গোপনে এই ফোন সঙ্গে রাখার জন্য আদর্শ এটি। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, কোনও অসৎ উদ্দেশ্যে এই ফোন বাজারে আনেনি তারা। বরং জরুরি ভিত্তিতে মানুষের সাহায্যের জন্যই তৈরি হয়েছে এই ফোন।
আরো পড়ুন- Museum : জাদুঘর বা মিউজিয়াম সবার প্রিয়, কিন্তু জাদু ঘরে ছবি তুলতে দেয় না কেন?
সম্প্রতি ভাইস ইন্ডিয়া নামে এক সংবাদসংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রাক্তন কয়েদি দাবি করেছে, ‘অ্যামাজনে এই ধরনের ফোন ১০০ শতাংশ প্লাস্টিক হিসেবে ব্যবহৃত হয়। আর সেই ভাবে ফোনটি ব্যবহার করলে মেটালও ডিটেক্ট করতে পারে না।’
আরো পড়ুন- Shiva in Kailash : কৈলাসে ভগবান ভোলানাথের বাস? দেবাদিদেব মহেশ্বর সত্যিই কি কৈলাসে থাকেন?
সংস্থার তরফে সৎ উদ্দেশ্যের কথা বলা হলেও আদতে যে অসৎ উদ্দেশ্যেই অনেকাংশে ব্যবহৃত হচ্ছে এই ফোন, তার প্রমাণ মেলে এই প্রাক্তন কয়েদির বয়ানে। সত্য সেলুকাস! কী বিচিত্র এই দেশ।