Breaking Bharat: মেয়েদের জামা ডিজাইন! মেয়েদের পোশাকে বিশেষ ধরণের পকেট সিস্টেম থাকে জানেন? কিন্তু কেন বলুন তো? কিন্তু সাধারণ জামা কাপড়ের মধ্যেও কিছু অসাধারণ ব্যাপার থাকে সেটা কি আপনি জানেন?
পোশাক নিয়ে আজকাল বড্ড বেশি মাতামাতি হচ্ছে। আর হবে নাই বা কেন, চারিদিকে নানা সেলিব্রেটির অদ্ভুত পোশাক যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তাতে এটাই খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মনে রাখতে হবে যে তারকাদের দেখলে তো আর আপনার আমার চলবে না। আমাদের ভাবতে হবে সাধারণ মধ্যবিত্ত ভাবনা চিন্তা। তাই সাধারণ পোশাকেই স্থির থাকতে হবে আমাদের।
কিন্তু সাধারণ জামা কাপড়ের মধ্যেও কিছু অসাধারণ ব্যাপার থাকে সেটা কি আপনি জানেন? আজ সেই নিয়েই কথা বলব আর শিরোনামে যেমনটা লেখা আছে সেই দিকেই ফোকাস পয়েন্ট আমাদের। চলুন তাহলে শুরু করা যাক।
মেয়েদের জামা ডিজাইন:
ছেলেদের আর মেয়েদের পোশাকের একটা বেসিক পার্থক্য আছে। মানে ধরুন যদিও মনে হয় যে এক ধরণের পোশাক পরেছে কিন্তু সেখানেও পার্থক্য আছে। বিশেষ করে স্যুট পরলে বা শার্ট পরলে অনেকেরই ধারণা ‘ছেলে আর মেয়েদের পোশাক এক‘ । কিন্তু সেটা যে ভুল তা পোশাকের মেকানিজম দেখলে বোঝা যায়।
লক্ষ্য করে দেখবেন মেয়েদের পোশাকে পকেটের সাইজ ছেলেদের তুলনায় অনেকটাই ছোট হয়। এটার একটা সুন্দর ব্যাখ্যা কিন্তু ইন্টারনেট থেকে পাওয়া যায়। এমনিতেই মেয়েরা একটু গোছানো মানসিকতার হয়ে থাকে। ব্যতিক্রম যে একেবারেই নেই তেমন কথা নয়। কিন্তু প্রতিবেদন কখনোই ব্যতিক্রম নিয়ে হয় না। Exceptions can’t be the example, তাই আমরা মূল বিষয়টির দিকে লক্ষ্য রাখব।
খেয়াল করে দেখবেন মেয়েরা যখন বাইরে বেরোয় তখন তাদের সঙ্গে নিয়ে যাওয়া জিনিসপত্রের তালিকাটা দীর্ঘ হয়। মোবাইল এর পাওয়ার ব্যাংক এর সঙ্গে মেক আপের জিনিস মেয়েদেরকে তাদের সঙ্গে ক্যারি করতে হয়। ফেস পাউডার থেকে লিপস্টিক, আই লাইনার থেকে কাজল, এবং অবশ্যই পারফিউম বা বডি স্প্রে।
ধরে নিন ‘মেয়েদের জামা‘তে ছেলেদের সাইজের পকেট দেয়া হলো। কিন্তু তাতেও কি আর এইসব নেওয়া যাবে? তারপর ধরুন ওষুধপত্র মৌরি বা জোয়ান , জল, টিফিন বক্স এগুলো তো সঙ্গী হিসেবে লেগেই আছে। আই সেক্ষেত্র ে এই সব কিছুর জন্য একটা হ্যান্ড ব্যাগ নিতে হয়।
আরো পড়ুন – আপনি কি নিয়মিত কেনাকাটা করেন? দোকানদার কি আপনাকে প্রায়ই ঠকিয়ে দেয়?
টাকা পয়সা থেকে শুরু করে চুলের ক্লিপ, চিরুনি, সেফটিপিন রাখার মতো ক্ষমতা বোধহয় জামার পকেটের থাকে না। মানে এত ভার বহন করার ক্ষমতা তার নেই। তাই শুধু শুধু ঐদিকে কাপড় নষ্ট না করে ডিজাইন করাই ভালো বলে মনে করেন পোশাক নির্মাতা আর সেটাই যেন হয়ে উঠেছে ফ্যাশন স্টেটমেন্ট। আর তাছাড়া এই হ্যান্ডব্যাগ অনেক বেশি করে মেয়েদের স্টাইল স্টেটমেন্ট কে জাস্টিফাই করে।
আরো পড়ুন – আপনি কি ল্যাপটপ কিনতে চান? কোন কোন বিষয়ের দিকে নজর রাখবেন জানেন?
এবার ভেবে দেখুন এইসব কিছুর প্রয়োজন তো ছেলেদের পড়ে না। তাই পকেটে ওয়ালেট আর হাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়তে পারেন তারা। তাই একটা বড় পার্থক্য তো এখানেই হয়ে গেল তাই না। অতএব সবদিক বিচার বিবেচনা করে মেয়েদের পোশাকের পকেট ছোট রাখারই সিদ্ধান্ত নিয়েছে স্টাইলিস্টরা। যুগের পর যুগ ধরে সেটাই চলে আসছে।
আরো পড়ুন – নতুন জামা কিনে সঙ্গে সঙ্গে সেটা পরতে পছন্দ করেন নিশ্চয়ই? বিপদ লুকিয়ে নেই তো?
অবশ্য মেয়েদের এই ধরনের চল যে অতি প্রাচীন তেমনটা নয়। তবে বাড়িতে পরা বিভিন্ন ধরনের পোশাকে পকেটের সাইজের হের ফের হতে পারে। আসলে পোশাক এমন হতে হবে যেটা একদিকে যেমন ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে অন্যদিকে আবার কাজে লাগবে। আপনিও কি এই ভাবেই চিন্তাভাবনা করে থাকেন ,অনুগ্রহ করে জানান আমাদের।