Breaking Bharat: ৫৮ বছর বয়সে সিনেমার ভুল সিদ্ধান্ত নিয়ে কী বললেন শাহরুখ খান? এত সাফল্য পাওয়ার পরও জীবনে অনেক আক্ষেপ রয়েছে কিং খানের এবারের জন্মদিনে তার করা অনেক ভুল কাজের মধ্যে সিনেমার সংক্রান্ত বেশ কিছু ভুল সিদ্ধান্তের কথা সকলের সঙ্গে শেয়ার করবেন বলিউড বাদশা।
দেখতে দেখতে ৫৭ বছর পেরিয়ে ২ নভেম্বর ৫৮ পা দিলেন শাহরুখ খান। মধ্যরাত্রিতেই তার বাড়ির সামনে অনুরাগীদের ভিড় এখনো প্রমাণ করে দেয় যে বলিউড বাদশা একজনই। তিন দশক পেরিয়ে গিয়েও তার আসল এতোটুকু টলমলে হয়নি।
মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ফ্যানেরা পৌঁছতেই স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় শাহরুখ খান এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় তারকাকে দেখতে ভক্তদের ভিড় বাড়ছে দেখে সকলকে শাহরুখ ইশারা করেন বাড়ি চলে যেতে এবং ঘড়ির দিকে তাকিয়ে বলেন রাত অনেক হয়েছে এবার ঘুমোতে হবে।
শাহরুখ খানের করা সিনেমার ভুল সিদ্ধান্ত:
গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ফ্রেমবন্দী হতেই সবাই বলছেন এটাই শাহরুখ খানের বৈশিষ্ট্য আসলে তিনি এতটাই ভাল মানুষ। যদিও পরের দিন অর্থাৎ জন্মদিনের সকাল থেকে আবার ভিড় বাড়তে থাকে এবং একটা সময় ট্রাফিক সচল রাখতে পুলিশকে সেখানে পৌঁছে অনুরাগীদের সরাতে হয়। এই শাহরুখ খান চলতি বছরে কার্যত জীবনের সেরা ফর্মে ব্যাটিং করছেন।
এবার তার হ্যাট্রিকের সুযোগ আছে এই ক্রিসমাসে। এত সাফল্য পাওয়ার পরও জীবনে অনেক আক্ষেপ রয়েছে কিং খানের এবারের জন্মদিনে তার করা অনেক ভুল কাজের মধ্যে সিনেমার সংক্রান্ত বেশ কিছু ভুল সিদ্ধান্তের কথা সকলের সঙ্গে শেয়ার করবেন বলিউড বাদশা।
আরো পড়ুন – ফুলন দেবী কে চেনেন? ডাকাত হিসেবে নাকি লোকসভার সদস্য হিসেবে? একই অঙ্গে এত রূপ!
দিল্লির মধ্যবিত্ত পরিবারের ছেলেটা আজ মুম্বাইয়ের বেতাজ বাদশা। যখন প্রথম মুম্বাইতে এসেছিলেন থাকার জন্য মাথার উপর চাঁদ ছিল না কখনো বন্ধুদের বাড়িতে কখনো বা এখানে ওখানে বাড়ি ভাড়া নিয়ে স্ট্রাগল করে গেছেন। খুব কম বয়সে বাবা মাকে হারানোর কষ্টটা মন থেকে মুছতে পারেননি তাই নিজের পরিবারের প্রতি বিশেষ করে অসুস্থ দিদির প্রতি বরাবরই যত্নশীল শাহরুখ খান।
আরো পড়ুন – সমাজ মাধ্যমে চর্চায় ডিপফেক ভিডিও, কী করে চিনবেন সত্যি মিথ্যে?
এমন একজন তারকা যার ইন্ডাস্ট্রিতে কোন নায়িকাকে নিয়ে কোন স্ক্যান্ডাল নেই। নিজের কন্যা পুত্র এবং স্ত্রীকে নিয়ে সুখেই থাকেন যদিও সাম্প্রতিককালে ছেলেকে নিয়ে একটু সমস্যার মধ্যে পড়েছিলেন বটে বলিউড বাদশা। সেসব কাটিয়ে আপাতত ফের চেনা ফর্মে। অজস্র সিনেমা করেছেন কোথাও হিরো কোথাও সুপারহিরো আবার কোথাও ভিলেন।
একদিকে বাজিগর অন্যদিকে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। একদিকে কুছ কুছ হোতা হ্যায় অন্যদিকে মহব্বতে। দেবদাস এর মত সাহিত্য নির্ভর ছবির পাশাপাশি চক দে ইন্ডিয়ার মত অনুপ্রেরণামূলক ছবিতে কাজ করেছেন। বীর-জারা ছবিতে অন্যভাবে ধরা দিয়েছেন পাশাপাশি স্বদেশ ছবিতে নিজের অভিনয় গুণকে প্রকাশ করেছেন।
আরো পড়ুন – জবা ফুল ছাড়া কালী মায়ের পূজা হয়না তাইনা? জানেন কি কেন এমনটা করা হয়?
ম্যায় হু না সিনেমা তে যতটা রোমান্স করেছেন ততটাই কমিক টাইপিং এ পারফর্ম করেছেন আবার ডিয়ার জিন্দেগিতে অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সেই শাহরুখ খান এমন কিছু সিনেমায় কাজের অফার পেয়েছিলেন যা সুপারদুপার হিট তকমা পেয়েছে কিন্তু শাহরুখটাকে কাজ করতে পারেননি। জীবনের এই পর্যায়ে এসে কাজ না করা সিদ্ধান্তকে ভুল বলে জানালেন কিং খান। কোন কোন সিনেমা সেগুলোই জানাবো।
আরো পড়ুন – সন্ন্যাসিনী হয়েও রকস্টার – ‘অনি চোয়িং ড্রলমা’ আরেক নাম হল ‘দ্য সিংগিং নান’ আপনি চেনেন এনাকে?
২০০১ সালে আমির খান অভিনীত লগান ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল এবং আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছিল। বলিপাড়া বলছে মুখ্য চরিত্রে আমির নয় শাহরুখকেই পছন্দ ছিল নির্মাতাদের।
২০০৩ সালে রাজকুমার হিরানির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মুন্নাভাই এমবিবিএস’। এই ছবিতে মুন্নাভাই-চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু সেই সময় অপারেশনের জন্য এই ছবিতে না করেন শাহরুখ।
আরো পড়ুন – সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ নিয়ে কি আপনার মনেও কুসংস্কার আছে?
এবার বলতে হয় ২০০৬ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সিনেমা ‘রং দে বসন্তি’র কথায়। মাধবনের চরিত্রে অভিনয় করার কথা ছিল শাহরুখ খানের, কিন্তু তিনি পার্শ্ব চরিত্রে কাজ করতে রাজি হননি।
সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল থ্রি ইডিয়েস ছবিতে না করে দেওয়া, এমনটাই স্বীকার করেছেন শাহরুখ খান।