Breaking Bharat: ভালোবাসা কিভাবে কখন তৈরি হয় কেউ জানে না। কিন্তু কিভাবে কখন ভাঙবে সেটাও কি জানা আছে ? ব্রেকআপ শব্দটার সঙ্গে কমবেশি পরিচিত সকলেই। এটা এমন একটা মুহূর্ত যেটা সবার জীবনে একবার না একবার আসে, কারো কারো একাধিকবার। তখন গোটা পৃথিবীটাকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে ইচ্ছে করে। মনে হয় বেঁচে থাকার কোন মানেই নেই। জীবনটা শেষ করতে বারবার ইন্ধন যোগায় ব্রেকআপ শব্দটা।
কিন্তু ওই যে শেষ হয়না শেষ হয় না। কারণ অনুভূতি জীবনের অংশ বটে অঙ্গ নয়। আর জীবন এতটাই সুন্দর যে তাকে কোনও কিছুর বিনিময় শেষ হতে দেওয়া যায় না। তবু মন ভাঙ্গে হৃদয় কাঁদে। আজ হঠাৎ এইসব কথা কেন? যে প্রশ্নটা আপনার মনে ঘুরছে উত্তরটা এই লেখায় দিয়ে দেওয়া হবে।
সম্পর্কে ইতি টানার সময় সচরাচর মেয়েরা কী বলেন ?
আসলে ব্রেকআপ বা প্রেম (Breakup or love) নিয়ে কোনো জ্ঞান দেব না গান শোনাবো না। তবে কিছু কথা বলব যা আপনার বা আপনার চেনা কোনও মানুষের কাছে কখনো না কখনো ভীষণ চেনা হয়েছে। যখন একটা সম্পর্কে ইতি টানতে হয় সেটা কীভাবে হয় ? মানে আমরা কখনই চাইব না এমন কিছু আপনার জীবনে ঘটুক। কিন্তু সম্পর্ক ভাঙ্গে তো , তখন কী কী শব্দ সামনে আসে? কিছু কমন কথা যেটা ব্রেকআপ এর ক্ষেত্রে বলা হয়ে থাকে একে অন্যকে তুলে ধরলাম, দেখুন তো মিলছে কিনা!
দুটি মানুষ একে অন্যকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে প্রেমে পড়ে। আর দুজনে কাছাকাছি আসে। সম্পর্ক ভাঙার সময় (Time to break up) এর ঠিক বিপরীত ব্যাপার ঘটে। মানে “আমাদের স্পেস চাই, বন্ধু হয়ে থাকব।”
অনেকে আবার ব্রেকআপ করতে করতেও সাজেশন দিতে ভোলেন না। এই যেমন ধরুন আমার থেকে আরো ভালো ছেলে বা মেয়ে পাবে । মানুষ যিনি ব্রেকআপ করছেন তিনি পুরুষ না নারী তার উপর ভিত্তি করে কথাটা ।
আরেকটি বিষয় আছে সেটা হল বাড়ি থেকে মানবে না, বাবা-মাকে কষ্ট দিয়ে কিছু করবো না। এই ডায়ালগ মেয়েদের ক্ষেত্রে শুনতে পাবেন বেশি।
আর ছেলে যদি বেকার হয় তাহলে তো সেটা কি ইস্যু করা যেতে পারে। এখানে একটা এক্স ফ্যাক্টর আছে। প্রেমের এক্স না প্রেম ভাঙার ক্ষেত্রে এক্স মানে অতীতের অবদান (X in case of breaking love)।
আরো পড়ুন- আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
অতীত যখন সামনে এসে দাঁড়ায়, অনুভূতিরা বাক্য হারায়। ব্যস এটা নিয়ে সম্পর্ক ভাঙা যেতে পারে (Relationships can be broken)।
আরো পড়ুন- এমন কী যা জ্বলে অথচ জ্বালায় না? আলো দেয় তবু ধোঁয়া হয় না? Breaking Bharat
মানে একজনের সাথে সম্পর্ক মেকআপ করতে গিয়ে অন্য জনের সঙ্গে সম্পর্ক ব্রেকআপ (Relationship breakup)। প্রেমে যেগুলো খুব সুইট , প্রেম ভাঙার ক্ষেত্রেই সেগুলো ন্যাকামো। এটা বলেই প্রেম কাটানো যেতে পারে। বধূদের দোহাই তো আছেই কিংবা বন্ধুত্বের দাবি , we are just friends, you know.
আরো পড়ুন- একা একলা জীবন কাটানোর কী কী সুবিধা ও অসুবিধা আছে ? Breaking Bharat
দেখুন সম্পর্ক খুব সহজ, আমরা তাকে জটিল করি। কারণ সহজ হওয়াটা আজকাল বোধহয় খুব কঠিন হয়ে যাচ্ছে। যাকে ভালোবাসেন তার মধ্যে কিছু বছরেই এত খুঁত পেয়ে গেলেন? যদি তাই হয়, তাহলেও তো বলব দোষে গুণে মানুষ ।একে অন্যের পরিপূরক হওয়া যায় না? পারফেক্ট হয়ে বাঁচা যায় না, পারফেক্ট হওয়ার চেষ্টা করে যাওয়াটাই জীবন।