Breaking Bharat : কবি বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick) এর একগুচ্ছ শ্রেষ্ঠ কবিতা কোলাজ
একাকীত্ব ১ )
স্মার্টফোনের বুকে চাঁদের ভূপৃষ্ঠ ; মেঘনা এবং পদ্মার ভেতর ইলিশ জুড়ায় চোখ সোশ্যাল মিডিয়ায় ! এই বিশ্বচক্রে বাইসাইকেল কিম্বা অন্য কোন নভ যান ; শুক্রতত্ত্বের গুপ্ত সংকেত , অন্য একজনের খোঁজে অ্যাপ নামিয়ে ধর্মান্ধ হলেন ঈশ্বর ; যদিও ইন্সট্রাগ্রমে বুকের আঁচল সরিয়ে দশমীর রাত্রিতে পার্বতী নামক রমণী উন্মুক্ত স্তনের যাদুকরী রূপ নিয়ে স্বপ্নদোষে আমাকে নষ্ট করলো ! এই একজন আমি ; বিজ্ঞাপনহীন একক ও একাই নিঃসঙ্গই !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
অন্তর জীবনানন্দীয় ২ )
পথ এবং হাজার বছর ; যেখানে সব পাখি না ফেরার দেশে অভিন্ন না হওয়া ছুটি , কিছুকি খুঁজেছে চোখ ; নিছক নভোচারীর কাছে পাখির নীড়ের মত চোখ স্বপ্ন ভাগ করে প্রত্যন্ত নিজেতে এভাবে ! যদি ইচ্ছায় মরি ; মরণেও কাঙালিপনা হবে এভাবেই। বাঁচার,মৃত্যুর গান গেয়ে একাই নিঃস্ব হই অন্তহীন অবুঝ ! পথ পৃথিবীময় , অথচ হৃদয়ে বহতী নীরবতা !
আরো পড়ুন- A famous poet of India and Bangladesh Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর শ্রেষ্ঠ কবিতা
শুধুই নবনীতাকে ৩ )
বিস্তারিত বলিনি বলে চলে যেতে হল ! একলা ছাদে নির্জনতা,ফুল – পতঙ্গের পরগ মিলন এবং চারমিনার,চোখে ভাসমান ৷ তোমার জন্য সব ছেড়েছি ,এই সিগারেট পারবো না ! যদিও মনের কাছে বিষাদ টুকু সব খেয়েছি প্রেম অসুখে-বুকের মধ্যে আন্দোলিত স্পর্শলোভা স্বপ্ন সোহাগ পাল তোলা নৌকো ; কিম্বা ভাঙা মাস্তুল ! তোমায় কেন চিনতে গিয়ে সময় পোড়াই স্বপ্নঘুমে,সেই কারণে বুকের মধ্যে মন নিয়ে তাই নিজেই জ্বলি , চোখ বুজলেই ঘুম এসে যায় ; নিজের সঙ্গে কথা বলি !!
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিজয় উৎসব”- উপলক্ষে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
আকাশ ভেলা অন্য নারী ৪ )
কবিতার দোষ চলাতে শব্দ ছাউনি ; ছায়া ছায়া কথিত নিদর্শনে মন হারাই একাই ক্যানভাসে ! পেন্সিলের লম্বা সরল রেখায় কাব্য বাক্যের গোপন কল্পনা ; এভাবেই প্রকাশ্য অক্সিজেন নয়তো বিশ্লেষণে সাদা পৃষ্ঠার অবাঞ্ছিত বিজ্ঞাপন , চোখ ঢাকা অনাহুত সমৃতির হেয়ালী !
সময় মস্ত অজগর ৫ )
এক প্রত্যহিক ছায়া আবিষ্কারের জন্য যৌনাঙ্গ থেকে বেড়িয়ে এল নিশিপদ্যের অজগর ! স্বপ্ন থেকে মরুভূমির রেখা অদূরে বৃষ্টিপাতে ভেজে ! যদিও বৃষ্টি পাতে আকাশ চেনা সিলেবাস স্বপ্নের সমগোত্রীয়,এটুকুই অভ্যস্ত বীরপুরুষ নরম বিছানায় মাখে রতিক্রিয়ার তরল আগুন !!
রচনাকাল : ১০/০৩/ ২০০৫,স্থান : কবির বাসগৃহ-ছায়ানীড়,শ্রীরামপুর-হুগলী,পশ্চিমবঙ্গ(ভারত)