Breaking Bharat : ‘দ্বিতীয়ত আমি অবিনশ্বর’ বিদ্যুৎ ভৌমিক শাস্ত্রের প্রোদিন্ন দেউরী’- তে মৃত্যুর আইন এভাবেই শ্রেষ্ঠ শয়তানকে চিনে নিতে, দর্পণ উল্টো করে রাখে ! সেভাবেই দিনভোর আধুনিক স্বপ্নগুলো দস্যু হবার ছক আঁকে নিপাট ভদ্রতা দেখিয়ে ,অন্তরগতে কেউ এভাবেই খোঁচা মারা ঋণাত্মক সোহাগ স্পর্শে পথে পথে ইহকালের অমৃত ঠোঁটে চুম্বন ছিঁড়ে খায় ভদ্রলোকের ছদ্মবেশ খুলে ! তবু এই রাস্তায় পৃথিবীহীন বিবেক গুলো এভাবেই বহুযুগের বর্তমান নিয়ে বসে থাকে এর আগের মৃত্যুগুলোর অতীত নিয়ে !
কাছের স্বপ্ন কাছাকাছি ঘুরে মরতো, শ্রদ্ধাস্পদেষুদের দেখে , চোখের মধ্যে নষ্টামীর রাগিনী এভাবেই নেচে ভ্রূভঙ্গতালে ওঠে প্রণয় প্লাবনে ! সবটাই দেখি – আগে ও পরে অমাইক আবেগ লক্ষণে – শেষ কিছু সুখ মৃত্যু দিয়ে নির্মাণে হলে চাঁদ ওঠে অন্য আকাশে ,সময়শূন্য অন্ধকারে নির্বাক বসে থাকে কোনো এক পরিচয়হীন প্রেত ! এভাবেই বহু দূরের ভেতর রাতের বৃষ্টিরা ভেজায় অন্য শরীর ; তবু আমি শ্মশান দেখে বলে দিতে পারি বিবর্ণ ঝড়ের সংকেত !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর পৃষ্ঠা ছেড়া অসম্পূর্ণা কবিতা
পোশাক খুলেছি বহুকালের স্মৃতির ভেতর, নগ্ন মূর্তি হয়ে রাতারাতি হয়েছি অহর্নিশ স্বার্থপর ! যদি কেউ নিভৃতে উলঙ্গ হলে আমি প্রথমতঃ অন্ধ হয়ে যাই প্রিয় শরীরের প্রেমে , যদি এই পথে মিথ্যে চোখেরা ক্যানভাস ভরিয়েছে যৌন চিন্তায় ; তবু আমি অকপটে বাতাসের কাছে ভদ্র হবার স্বীকারোক্তি সারি কেননা আমি এভাবেই মৃত্যু আগলে নিখুঁত অবিনশ্বর ! কতকালের কঙ্কল নিয়ে পথ চলি প্রতিটা জন্মের ভেতর ,কী এক রাত্রির ভেতর অপার্থিব হয়ে থাকা প্রত্যন্ত বিরহে ,এ যেন অন্য এক সুখ মনকে ভীষণ রকম একলা করে নির্ঘুম রাখে শব্দহীন এভাবেই !
আরো পড়ুন- The Best of Poetry by Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা
শেষ একবার মস্ত একটা আকাশে ছড়িয়ে দিলাম আমাকে আমি ; দহনলোভা নীরব স্তব্ধতায় উল্টো করে রাখা সেই দর্পণ আয়ুহীন সময় লুকিয়ে রাখে প্রগাঢ় স্তব্ধতায় ! বেশ কিছু ব্যথায় আমিও দুঃখিত হই ; নীলফুল , টক ঝাল স্বপ্নতে অকস্মাৎ নির্ঘুমে জেগে উঠি অন্য এক মুদ্রাদোষে ! সব কিছু লুকিয়েছি ওই মেঘে ; তবু কেনযে আকাশ ভেঙে বৃষ্টি এলো ,আমার মৃত্যুর অজান্তে !!
লেখনীকাল : ১৩/০৩/২০০১ স্থান : কবির বাসগৃহ ছায়ানীড় , শ্রীরামপুর , হুগলী ,ভারত ,পশ্চিমবঙ্গ ,