Breaking Bharat: প্রতিমুহূর্তে চারপাশে এত হুড়োহুড়ি দৌড়োদৌড়ি কেন? অর্থ উপার্জন করা ছাড়া জীবনের অন্য কোনও লক্ষ্য থাকতে আছে কি, আজকের যুগে? এই দুনিয়ায় সবই হয়, সবই সত্যি – আজব কাণ্ডকারখানা দেখে আপনিও হয়তো বলবেন কতই রঙ্গ (People)! তাই না?
কিছু জিনিস কথায় বোঝানো যায়, কিছু জিনিস উপলব্ধিতে বুঝে নিতে হয়। এই দুই নিয়েই জীবনের গতি এদিক ওদিক নানা বাঁক নিতে নিতে গন্তব্যে পৌঁছয়। নিত্যদিন চারপাশে হরেক রকম অনেক কিছুই ঘটে কিন্তু অবাক হওয়ার মতো সময়টুকু পাই না আমরা। অনেক সময় সাহিত্যের কথায় কিংবা সিনেমার ভাষায় সেগুলো সামনে আসে । তখন মনে হয় সত্যিই তো, এভাবেও ভাবা যায়? আজ সেরকমই কিছু কথা।
প্রতিমুহূর্তে চারপাশে এত হুড়োহুড়ি দৌড়োদৌড়ি কেন? অর্থ উপার্জন করা ছাড়া জীবনের অন্য কোনও লক্ষ্য থাকতে আছে কি, আজকের যুগে? কিন্তু কি আশ্চর্য টাকা দিয়ে সবটা হয় না। স্বাচ্ছন্দ্য কেনা যায় বটে তবে শান্তি নয়। আকর্ষণ কেনা যায় কিন্তু সম্মান নয়। চোখের সামনে কিছু উদাহরণ তুলে ধরলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এই যেমন ধরুন নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়ে!
অথচ কখনো ভেবে দেখেছেন,টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে! আসল বিষয়টা ভাবনাচিন্তার। আমরা বড্ড বেশি বাইরের মোড়কে বিশ্বাস করতে শুরু করেছি। তাই অন্তসারশূন্যতা নিয়ে কারো মনে আজকাল প্রশ্নই জাগে না। মানুষের আনন্দ আজ বড়ই ঠুনকো হয়ে গেছে। হয়তো বা সে নতুন নাম পেয়ে অন্য পথে হাঁটতে শিখেছে।
না হলে কেনই বা মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হবে, আবার মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা যাবে! সবটাই আমাদের নিজেদের তৈরি আর সেই নিজেদের তৈরি করা বিষয়ের সঙ্গে তাল মেলাতে মেলাতে কখন যে অন্য একটা সুরে জীবন আর সমাজকে বাঁধতে শুরু করে দিয়েছি তা নিজেরাও ভুলে গেছি। ভালোর কোন কদর নেই আর অন্ধকারেই আলো খুঁজে পাই আমরা।
সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,আর দুধ বিক্রেতাকে (milk seller) কষ্ট করে মানুষের দুয়ারে পৌঁছে যেতে হয়। দুধে জল মেশালে তা অপরাধ আর মদে জল না মেশালে তা অন্যায়। ছোটবেলায় পড়া বাঁটুল কিংবা হাঁদা ভোঁদা বা নন্টে ফন্টের কাণ্ডকারখানা মনে আছে?
আরো পড়ুন- Adnan Sami : আদনান সামি বলিউডের বিখ্যাত গায়ক, কিন্তু আদনান সামি কিভাবে মোটা থেকে রোগা হলেন?
এগুলো জীবনের আজব কান্ডকারখানা। মানুষের এসব ভাবনা-চিন্তা আর কাজকর্ম দেখে হয়তো অবলা প্রাণীরাও নিজেদের মধ্যে হাসাহাসি করে আর মানুষের বোকামির কথা বলে ওঠে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি অথচ কী বিড়ম্বনা, মিষ্টিতে তো প্রতিদিনই পিঁপড়ে ধরে, হাজার চেষ্টা করেও ছাড়েনা। মানুষ সোজা পথে চলতে চায় না আর বাকা পথে সবারই আগ্রহ বেশি।
আরো পড়ুন- Phone: অতিরিক্ত মোবাইল দেখেন? ফোন দেখলে চোখে সমস্যা হচ্ছে ? সাবধান ! দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে!
আজ এইসব নিয়ে চলতে চলতে হয়তো হীরক রাজার দেশের সেই গানটাই আমাদের বর্তমান স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়!