Breaking Bharat: ChatGPT সম্পর্কে আইডিয়া আছে? জানেন এই কাজে এক বছরে কোটিপতি হতে পারবেন? এখন প্রশ্ন হচ্ছে কারা এই সুযোগ দিচ্ছে আর তার জন্য কোন কোন শর্তই বা রাখা হচ্ছে? কাজ করে অর্থ উপার্জন করে সঠিক পদ্ধতিতে বড়লোক হতে গেলে এই প্রতিবেদন আপনাকে সম্পূর্ণ পড়তেই হবে।
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে ভালো কাজ করে নিজের নাম এবং সম্পত্তি বাড়াতে প্রত্যেকেই চায়। আর আজকাল যুগের সঙ্গে প্রতিযোগিতার মঞ্চে অবতীর্ণ হতে গেলে আপনাকে আধুনিক বিষয় সম্পর্কে অবগত হতে হবে। বিগত কিছু বছর ধরে বারবার আলোচনায় উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়।
মোটা বেতনে কাজের সুযোগ আনল OpenAI?
আপনি যদি এই কাজেই নিজের হাত পাকাতে চান তাহলে আপনার জন্য মোটা বেতনের কাজের সুযোগ রয়েছে। মোটামুটি ভাবে বছর খানেকের মধ্যেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন সেটা কিন্তু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।
প্রতিবেদনের শুরুতেই বলে দেবার প্রয়োজন যে আমরা কোন বিজ্ঞাপনী প্রচার করছি না। ইন্টারনেটে যে তথ্য পাওয়া যাচ্ছে তার ভিত্তিতেই আপনাদের সামনে কিছু ইনফরমেশন তুলে ধরছি আমরা। আপনি কি জানেন মোটা বেতনে কাজের সুযোগ আনল OpenAI? ওপেনএআই-এর আর্টিফিশিয়াল চ্যাটবট চ্যাটজিপিটি আপনাকে এক্সক্লুসিভ অফার দিচ্ছে।
মানে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য তথ্য-প্রযুক্তি দুনিয়ায় নানা মানুষের চাকরি যাচ্ছে তারাই এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করল। OpenAI বার্ষিক কোটি টাকা বেতনে কোডিং জানা কর্মীদের চাকরি দিতে বিজ্ঞপ্তি জারি করল। এই কোম্পানির সম্পর্কে যদি জানতে হয় তাহলে বলা দরকার যে কত বছর নভেম্বর মাসেই যাত্রা শুরু হয়েছিল।
কাদের চাইছে ChatGPT?
বর্তমানে আমেরিকার সহ একাধিক দেশে নিজের দারুন পরিচিতি তৈরি করেছে এই সংস্থা। ভারতীয় এর ব্যবহার লাফিয়ে লাফিয়ে বাড়ছে যার ফলে আরো ভালো পরিষেবা পৌঁছে দিতে এবার বিজ্ঞাপন দিল এই কোম্পানি।
আরো পড়ুন – চাঁদের কুমেরুতে চন্দ্রযান ৩-এর যেতে কত খরচ হয়েছে? কিভাবে অসম্ভবকে সম্ভব করল ভারত?
এখানে একটু পরিষ্কার হওয়া দরকার যে কাদের চাইছে ChatGPT? বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে কোম্পানি এমন সব চাকরি-প্রার্থীর সন্ধানে রয়েছে যাদের কোডিং সহ মেশিন লার্নিং বিষয়ে পর্যাপ্ত দক্ষতা রয়েছে।সংস্থার সুপার অ্যালাইনমেন্টের প্রধান দায়িত্বে থাকা জেন লেইক জানিয়েছেন যে, কোম্পানির পলিসি মেনে তারা বেশ কয়েকজন রিসার্চ ইঞ্জিনিয়ার, রিসার্চ সাইনটিস্ট এবং রিসার্চ ম্যানেজার নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে।
আরো পড়ুন – এবার চাঁদে মহিলা মহাকাশচারী? কে এই ক্রিস্টিনা হামোক কচ জানেন?
এই বছরের শেষে অন্তত ১০ জন ইঞ্জিনিয়ার কে নিয়োগ করা হবে। আগামী বছরের সংখ্যাটা বাড়বে। মূলত এই কোম্পানিতে কাজ করতে গেলে কোডিং সম্পর্কে ভালো ধারণা , মেশিন লার্নিং বিষয়ে জ্ঞান এবং সমালোচনামূলক চিন্তাভাবনার যোগ্যতা থাকতে হবে।
এবং কোম্পানির জন্য যথেষ্ট পরিশ্রমী হতে হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এটা বলাই যায় যে সংস্থার সুপার অ্যালাইনমেন্ট টিমের জটিল পরীক্ষা নিরীক্ষার নকশা তৈরি এবং সম্পাদনের দায়িত্ব থাকবে এই কর্মীদের উপর।
আরো পড়ুন – বিস্ফোরক মন্তব্য বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর? বলিউডের দিকে কেন আঙুল তুললেন তিনি?
তাদের কাজ হবে নানা রিসার্চ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা সামলার পাশাপাশি মেশিন লার্নিং প্রশিক্ষণের জন্য কোড তৈরি করা। ডেটাবেসের কোন সমস্যা হলে সেটাও সমাধান করার ক্ষমতা রাখতে হবে। বার্ষিক ২ কোটি থেকে সাড়ে ৩.৭ কোটি টাকা পর্যন্ত বেতন দেয়া হবে বলে ওয়েবসাইটে জানা গেছে।