Breaking Bharat: এবার চাঁদে মহিলা মহাকাশচারী? এবার নাসা প্রথম মহিলা মহাকাশচারী চাঁদে পাঠাবে বলে পরিকল্পনা করেছে। চন্দ্রলোকে এবার হবে নারী শক্তির উদযাপন। কে এই ক্রিস্টিনা হামোক কচ জানেন?
চাঁদের বুকে ভারতের কীর্তি তৈরি হয়েছে গত ২৩ আগস্ট। চন্দ্রযান তিনের সকলে উচ্ছ্বসিত ১৪০ কোটি ভারতবাসী। ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশ থেকে এই মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়। চাঁদের দক্ষিণ গোলার্ধ সম্পূর্ণ অজানা থাকায়, মিশরের সাফল্য নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। যদিও ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থা ইসরোর কর্তারা আগেই জানিয়েছিলেন আগের অভিযানের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবারের অভিযান পরিকল্পনা করা হয়েছে।
চন্দ্রলোকে এবার হবে নারী শক্তির উদযাপন!
সেই কারণে এবার ভুল ভ্রান্তির সম্ভাবনা কম। ঠিক সেটাই হয়েছে। নির্ভুল ভাবে চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। তার সঙ্গে তৈরি হয়েছে ইতিহাস। কিন্তু এবার ফের চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে নাসা। আজ থেকে পঞ্চাশ বছর আগে নাসা অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠিয়েছিল বলে জানা যায়। কিন্তু সেটা নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে।
যদিও তার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ১২ জন মানুষ চাঁদে গেছেন। কিন্তু তারা প্রত্যেকেই পুরুষ। তাই এবার নাসা প্রথম মহিলা মহাকাশচারী চাঁদে পাঠাবে বলে পরিকল্পনা করেছে। চন্দ্রলোকে এবার হবে নারী শক্তির উদযাপন।

আজকালকার দিনে ছেলে এবং মেয়ে বলে কোনও কাজে সেরকম বিভেদ থাকে না। সেখানে দাঁড়িয়ে মহাকাশ স্টেশনে পর্যন্ত মহিলারা পৌঁছে গেছেন। তাহলে চাঁদে কেন নয়? ভারতের সাফল্য গোটা বিশ্বকে আরো একবার চাঁদের দিকে উৎসাহ বাড়াতে অনুপ্রেরণা দিয়েছে। তাই এত বছর পর চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা শুরু করছে নাসা।
চাঁদে যাবেন মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা হামোক কচ:
এমনিতেই চীন এবং ভারত আগামী বেশ কয়েক বছরের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে বলে জানা যাচ্ছে। তবে নাসা আগামী বছর অর্থাৎ ২০২৪ এই চাঁদে মহিলা মহাকাশচারী পাঠাবে। ১৯৬৯ সালে প্রথম বার চাঁদের মাটিতে পা রেখেছিলেন মহাকাশচারী নীল আর্মস্ট্রং বলি আমরা জানি। তাঁর সঙ্গেই অলড্রিন চাঁদের বুকে পা রেখেছিলেন।
আরো পড়ুন – বিস্ফোরক মন্তব্য বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর? বলিউডের দিকে কেন আঙুল তুললেন তিনি?
১৯৭২ সালে অ্যাপোলো ১৭-এর কমান্ডার ইউজিন সার্নান শেষবারের মতো চাঁদের মাটিতে হেঁটেছিলেন। কিন্তু ২০২৪ এ চাঁদে যাবেন মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা হামোক কচ। নাসার অভিযানে বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত করা হয়েছে ক্রিস্টিনাকে। তবে তিনি একা নন তার সঙ্গে থাকবেন জেরেমি হানসেন, ভিক্টর গ্লোভার এবং রিড ওয়াইজম্যান। মহাকাশ গবেষণার সংস্থা বলছে ১০ দিন ধরে তাঁরা চন্দ্রলোকে ঘুরে বেড়াবেন।আটেমিস-২ অভিযানের নামকরণ করেছে নাসা।
আরো পড়ুন – শ্রীময়ী ‘ইন্দ্রানী হালদার’কে কেন আর দেখতে পাওয়া যাচ্ছে না? এখন কোথায় অভিনেত্রী?
ক্রিস্টিনার সঙ্গে মহাকাশের ভালোবাসা আজ নতুন নয়। ছোট থেকেই আকাশ জয়ের স্বপ্ন দেখতো মেয়েটা মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে জন্ম ক্রিস্টিনার। যদিও তাঁর বেড়ে ওঠা নর্থ ক্যারোলিনার জ্যাকসিনভিলে।প্রথম মহিলা মহাকাশচারী হিসাবে চাঁদে পাড়ি ব্যাপারটা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ। কিন্তু এই সুযোগ কজন পায়? তাই স্বভাবতই উচ্ছ্বসিত ক্রিস্টিনা।
আরো পড়ুন – কাশ্মীরে সাদা সোনা ! ভূস্বর্গে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের খোঁজ জানেন?
তিনি ১৯৯৭ সালে নর্থ ক্যারোলিনা স্কুল অফ সায়েন্স অ্যান্ড ম্যাথেমেটিক্স থেকে স্নাতক পাশ করেন । পরবর্তীতে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যায় স্নাতক পাশ করেন। মহাকাশ গবেষণা সংস্থা নাসায় ক্রিস্টিনার সফর শুরু ২০১৩ সাল থেকে।
আরো পড়ুন – খাদের ধারে ঝুলন্ত দোকান দেখে চমকে গেলেন? প্রায় ৩৯৩ ফুট উপরে দোকানটির অবস্থান
এর আগেও তিনি মহাকাশে গেছিলেন।২০১৯ সালে প্রথম বার মহাকাশে যাওয়া এবং এখনো পর্যন্ত মোট ৪২ ঘণ্টা ১৫ মিনিট স্পেসওয়াক করেছেন তিনি। এবার চাঁদে নতুন ইতিহাস তৈরি করার পালা নারী শক্তির।