Nokia T21 tablet review: Nokia কত বড় সারপ্রাইস দিল জানেন? এক চার্জে তিনদিন চলবে Nokia T21 ট্যাবলেট? জানেন কি বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি দিয়ে ট্যাব লঞ্চ করল Nokia?
মানুষের প্রয়োজনীয়তার সঙ্গে পাল্লা দিয়ে এবার প্রযুক্তিকে দ্রুত আপডেট করার কথাও ভাবতে হচ্ছে। সেই জন্য কীভাবে মানুষের সময় বাঁচানো যায় তার চেষ্টা প্রতিনিয়ত হয়ে চলেছে । এই ব্যাপারে বিভিন্ন মোবাইল সংস্থা সবার আগে চিন্তাভাবনা করতে শুরু করে দেয়। ঠিক সেই কারণের জন্য নোকিয়া একটা বড় সারপ্রাইস দিচ্ছে আপনাকে।
এক চার্জে তিনদিন চলবে Nokia T21 ট্যাবলেট?
জানেন কি বড় ডিসপ্লে ও শক্তিশালী ব্যাটারি দিয়ে ট্যাব লঞ্চ করল Nokia? শুধু তাই নয়, নোকিয়া আগ্রহী ক্রেতাদের জন্য এই সস্তা ট্যাবলেটের সাথে একটি আকর্ষণীয় ডিলও অফার করছে। এমনিতেই একবার চার্জ দিলে ফোন চলবে টানা তিনদিন। তাহলে স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Nokia T21 ট্যাবলেট লঞ্চ করা হল। এই ডিভাইসটি আপনাকে কী কী অফার করছে জানেন? দেখুন এলসিডি ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Unisoc T612 চিপসেট, এবং ৮,২০০ এমএএইচ ব্যাটারি অফার করা হচ্ছে।
রিয়ার ক্যামেরাটিতে অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশের মতো ফিচার রেখেছে কোম্পানি। এতে ইউনিসক টি৬১২ চিপসেট আছে তাতে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের যুক্ত করা হয়েছে। ট্যাবটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে।
আরো পড়ুন – kuldhara: কেন রাতারাতি গ্রাম ছাড়লেন হাজার হাজার মানুষ? কুলধারা গ্রামকে ঘিরে গড়ে উঠছে রহস্যে!
কোম্পানি বলছে এই ট্যাবের সাথে একটি ১৮ ওয়াট চার্জারও সরবরাহ করা হবে। Nokia T21-এর অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা আপনি কতটা জানেন? তাহলে জানাই কিডস স্পিড ফাংশনালিটি, জিপিএস, এনএফসি, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে এই ডিভাইসে।
আরো পড়ুন – Mia Khalifa: দুষ্টু ছবির নায়িকা মিয়া খালিফার সঙ্গে সলমান খানের নাম জড়ালো! মানে টা কি?
ট্যাবলেটটিতে ওজেডও প্লেব্যাক সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, যার থেকে সর্বাধিক ৯৬ ডেসিবল ভলিউম সরবরাহ করা হয়। নোকিয়া টি২১ পার্সোনাল কম্পিউটারের জন্য একটি সেকেন্ডারি স্ক্রিন হিসাবে কাজ করতে পারে এবং এটি ওয়াকম ডাব্লিউজিপি এবং ওয়াকম অ্যাক্টিভ ইএসই ২.০ স্টাইলাসের সাথে কম্প্যাটিবল রয়েছে। এবার একটু দাম জেনে নেওয়া যাক।
আরো পড়ুন – প্রতিদিন ৭০ লক্ষ টাকা খরচ করা এই গৃহবধূকে চেনেন? কী করেন ওই গৃহবধূ?
Nokia T21 ট্যাবলেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের হিসেবে ২৩৯.৯৯ ডলার দাম জানিয়েছে। ভারতীয় মূল্যে যার দাম রাখা হয়েছে মাত্র ১৯ হাজার ৭০০ টাকা। আপনি এটা চারকোল গ্রে ফিনিশের সাথে পেয়ে যাবেন অবশ্যই। ক্রেতারা ট্যাবলেট এবং ফ্লিপ কভার কেস উভয়ই প্রায় ১৮,৮৪০ টাকা মূল্যে কিনতে পারবেন (Nokia T21 tablet price)।
আরো পড়ুন – Facebook: ফেসবুকের জনপ্রিয়তা সত্ত্বেও এই দেশগুলোতে ফেসবুক নিষিদ্ধ, কেন জানেন?
আর সব থেকে বড় কথা হল এর ব্যাটারি আলাদা করে প্রশংসার দাবি রাখে। ৮২০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা এক চার্জ পেয়ে চলবে তিনদিন।