Breaking Bharat: আপনার কি যখন তখন কান খোঁচানোর অভ্যাস আছে? অভ্যাস বদলান না হলে বিপদ বাড়বে!কান খোঁচানোর অভ্যাস কমবেশি অনেকের মধ্যেই দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কান চুলকোনার আসল কারণটা খুঁজে বের করা হয় না।
আপনাকে বুঝতে হবে গান কেন চুলকায় তারপর সেই সমস্যা থেকে নিস্তার পাওয়ার উপায় খুঁজতে হবে আপনাকে। আর এই প্রতিবেদনে কটনবার্ড কতটা ব্যবহার করা যেতে পারে সেই নিয়েও বিশেষ কিছু তথ্য দেবো আমরা যাকে আপনি হয়তো জানতেন না।
যখন তখন কান খোঁচানোর অভ্যাস?
কান চুলকানোর কারণ হচ্ছে কানের মধ্যে যে চামড়া থাকে সেটা শুকনো হয়ে যাওয়া। কানের খল জমেও অনেক সময় নানা সংক্রমণ হয় যে কারণেই কান চুলকাতে হতে পারে। অনেক সময় কানের পর্দায় কোন ধরনের সংক্রমণ হলেই বা কানের পর্দার দুপাশে যে বায়ুর চাপ থাকে সেখানে অনেক বেশি পার্থক্য তৈরি হলে তখন কান চুলকানোর একটা প্রবণতা তৈরি হয়।
এটা একটা এমন পরিস্থিতি যখন সেটা থেকে মুক্তি পেতে হাতের কাছে যা থাকে তাই দিয়ে কান চুলকাতে ইচ্ছে করে। সেটা হতে পারে দেশলাই কাঠি, সেফটিপিন, সূচালো কোন জিনিস অথবা কটনবার্ড । উদাহরণ এখানেই শেষ নয়, আরো আছে। এই যেমন চুলের ক্লিপ, পেন্সিলের মাথা, টুথপিক, পানের বোঁটা, কচুর ডগা ইত্যাদি।
কটনবাদ নামটা শোনা মাত্রই অনেকেই মনে করেন এটাই বোধহয় কান চুলকানোর বিজ্ঞানসম্মত এবং যথার্থ উপায়। অনেকে মনে করেন এটা স্বাস্থ্যসম্মত । হয়তো এই বার্ডের সফিস্টিক প্রেজেন্টেশনের জন্যই। কিন্তু কোন ধরনের ভ্রান্ত ধারণায় নিজের শরীরের ক্ষতি করবেন না।
কারণ ‘কটনবার্ড‘ মোটেই নিরাপদ নয়। কানে কোন জায়গায় যদি মলম লাগাতে হয় যেখানে হাত পৌঁছানো সম্ভব নয়, সেই কাজটি কটনবার্ড এর মাধ্যমে করলে সঠিকভাবে মলম লাগানো সম্ভব হয় এছাড়া আর কিছুই নয়। আপনি কি জানেন কানের ময়লাকে পর্দার কাছে ঠেলে আর তরুণাস্থিকে আঘাত করে এই বার্ড? যেটা কোন ভাবেই আপনার কানের স্বাস্থ্যের জন্য ভালো নয়।
আরো পড়ুন – Water bears facts: জলভালুকেরা থাকতে পারে মহাকাশেও? এটা কি কল্পনা না কি সত্যি?
অসাবধানতায় কটনবার্ডের তুলো যদি বেশি পরিমাণ কানের ভিতরে ঢুকে যায় তাহলে সেক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যারা এটি ব্যবহার করেন তাদের মধ্যে অর্ধেকেরও কম মানুষ এর ক্ষতিকারক দিকটির সম্পর্কে অবগত।
এইবার ব্যবহার করলে যতটা ময়লা বেশি পরিষ্কার হয়, তার থেকে বেশি ময়লা কানের ভেতরের দিকে ঢুকে যায়। অতিরিক্ত এর ব্যবহারে কানে রক্তপাত পর্যন্ত হতে পারে।।বেশি ময়লা কানে ঢুকে গেলে সেক্ষেত্রে ব্লকেজের একটা সম্ভাবনা থাকে ফলে আপনার শোনার সমস্যা তৈরি হয়।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
তাহলে দেখছেন অজান্তেই বিপদ বাড়িয়ে ফেলছেন আপনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই বার্ড ব্যবহারকারীরা পরবর্তীকালে কানের নানা সমস্যায় ভুগেছেন। ঠিক সেই কারণের জন্যই চিকিৎসকেরা কটনবার্ড ব্যবহার করার পরামর্শ কখনোই দেন না।
আরো পড়ুন – মহাশূন্যে ঠিক কত গ্রহ আবিষ্কৃত সেই সম্পর্ক সঠিক ধারণা আছে কি?
তাছাড়া এটি ব্যবহার করলে সামনের দিকের ময়লা যদিও বা পরিষ্কার হতে পারে, কিন্তু পিছনের দিকে মানে ভেতরের দিকের ময়লা বিন্দুমাত্র পরিষ্কার হয় না। সেক্ষেত্রে যদি ময়লা জড়িত কারণেই অস্বস্তি হয়ে থাকে, তাহলে সেই অস্বস্তি আপনার আবার হবে। তাতে লাভের লাভ কিছু হবে না।
তাই যদি মনে হয় কান জনিত কোন সমস্যায় পড়েছেন, অস্বস্তি হচ্ছে তাহলে অবশ্যই দ্রুত বিশেষজ্ঞের কাছে যান।