Breaking Bharat: কী বিড়ম্বনা! শেষমেশ আলোচনায় হাটে হাঁড়ি ভাঙা? এমন ‘হাড়ি ভেঙেছেন’ কখনো? বাংলা ভাষার একটা মহিমা আছে বটে। কত ভাবে যে এই ভাষার প্রয়োগ করা যায় তা ভেবে কূল কিনারা করতে পারবেন না। কথার কী মহিমা বলবেন বটে মনে মনে।
আজ সে রকমই একটা বিষয় নিয়ে কথা। ছোটবেলায় ব্যাকরন বইতে বাগধারা পড়েছেন? সেখান থেকে কিছু কথা ব্যবহারিক জীবনে মাঝে মধ্যে লেগে যায়। একটা কথা খুব কানে লাগল ‘হাটে হাড়ি ভাঙ্গা’। এমন হাড়ি ভেঙেছেন কখনো?
“হাটে হাঁড়ি ভাঙা”-বাগধারাটির অর্থ কী?
জীবনে অনেক ঘটনাই ঘটে যেগুলোকে নানা প্রবাদ দিয়ে বোঝাই আমরা। এমনই এক প্রবাদ এই হাটে হাড়ি ভাঙ্গা। আসলে “গোপন কথাটি রবে না গোপনে” – এই ভাবনা যদি মাথায় নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বুঝতে হবে হাটে হাঁড়ি ভাঙবে। মোদ্দা কথা হলো গোপন কিছু ফাঁস করে দেওয়া আর সেটাও সর্বসমক্ষে (Leaking some secrets in public)।
আরো পড়ুন- জীবনের সবচেয়ে কাছের মানুষগুলো কেন দুঃখ দেয়? এমনটা হলে কি করা উচিত ?
এর জেরে বিপাকে পড়তে পারেন আপনি। মানে যে কথাটা হয়তো লুকিয়ে রাখছেন বহুদিন ধরে অনেক জনের কাছ থেকে, হঠাৎ করে সবার সামনে সেই কথা বেরিয়ে এল (The secret came out) ।ভাবুনতো কি কেলেঙ্কারি অবস্থা!
কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন হাঁড়ি আর সেটা ‘হাটে ভাঙ্গার কথা’ (pot is broken in the market)? নিশ্চয়ই গভীর কোন অর্থ আছে। ঠিক ধরেছেন বিস্তারিত জানাব আপনাকে।
আরো পড়ুন- Kissing is good for health: চুমু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানেন কি?
দেখুন হাঁড়িতে লোকে অনেক কিছু রাখেন। যায় কেউ না দেখতে পারে। হাড়ি ভেঙ্গে দিলে সবাই তা দেখতে পায়। আর সেটা যদি একরাশ লোকের সামনে হয় তাহলে ‘হাটে’ কথাটা ব্যবহার করাই যায়। কারণ নিত্যদিন প্রচুর মানুষ কেনাকাটা করতে হাটে বা বাজারে যান (People go to the market to shop)।
আরো পড়ুন- নারী পুরুষ সমান সমান, অথচ সংসার মানে সবটাই কি নারীর দায়িত্ব? পুরুষের কোন দায়িত্ব নেই?
ফলত, যে ভাবনার মধ্যে আপনি আছেন সেটা প্রকাশ্যে আসা মানেই গেল, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল, হাটে হাঁড়ি ভাঙলো।