Breaking Bharat: পাখির ডাক কি শয়তানের হাসি? লাফিং কুকাবুরা এমনই একটি পাখি, যার কণ্ঠস্বর ‘পৈশাচিক হাসি’-র মতো শোনায়, চলুন তাহলে সেই পাখির বিষয়ে একটু জানা যাক।
প্রকৃতি জুড়ে অনেক রকমের পাখি আছে। একেক পাখির একেক রকমের বৈশিষ্ট্য আছে। কেউ খুব ভালো বাসা বাঁধতে পারে, কেউ আবার দারুন পরিপাটি করে আকাশে উড়তে পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল আমরা আজকে এমন পাখির কথা বলছি যার ডাক শুনলে আপনার দিলে চমকে যাবে (Laughing Kookaburra Facts and Information)।
পাখির ডাক কি শয়তানের হাসি?
বিশ্বাসই করতে পারবেন না যে এমন পৈশাচিক ডাক কোন পাখির হতে পারে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই কারণেই এই পাখিকে নিয়ে আজ এত আলোচনা। আসলে প্রত্যেক পাখির নিজের নিজের বৈশিষ্ট্য মতই তার কাজ কর্মের পেছনে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে।
ব্রিটানিকার একটি রিপোর্ট বলছে, ‘লাফিং কুকাবুরা‘ এমনই একটি পাখি, যার কণ্ঠস্বর ‘পৈশাচিক হাসি’-র মতো শোনায়। সেরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে। চলুন তাহলে সেই পাখির বিষয়ে একটু জানা যাক।
আজকাল সমাজমাধ্যমে নানা বিষয় নিয়ে লেখালেখি হয়। একাধিক ঘটনা প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই। আর সেই প্লাটফর্মেই লাফিং কুকাবুরার ভিডিও ভাইরাল হয়েছে। এটি ‘সান দিয়েগো চিড়িয়াখানা‘ তাদের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেছে।
সেই পাখির ডাক যত শুনেছেন তারা সকলেই অকপটে বিষয়টিকে শয়তানের হাসি বলে ব্যাখ্যা করেছেন। আসলে এই পাখির ব্যাপারে একজন অভিযোগ করেন। আমান্ডা নামে এক কানাডিয়ান মহিলা পুলিশকে জানান যে তিনি শয়তানের ডাক শুনেছেন। এবং রাতে তিনি সেই কারণে ঘুমাতে পারেন না।
কুকাবুরা কিংফিশার পরিবারের একটি পাখি:
ব্রিটানিকার রিপোর্ট বলছে, কুকাবুরা কিংফিশার পরিবারের একটি পাখি। এদের দৈর্ঘ্য ১৭ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এরা প্রকৃতপক্ষে মাংসাশী প্রাণী এবং ছোট পাখি,ছোট বিষাক্ত সাপ, টিকটিকি, কেঁচো, ইঁদুর-সহ বিভিন্ন প্রাণীর মাংস খায়। এই পাখি আপনি ভারতবর্ষে দেখতে পাবেন না।
আরো পড়ুন – কারোর কাছে ভিক্ষা চাওয়া কি অপরাধ? কিন্তু ভিক্ষার নামে এ কী কাণ্ড ঘটালেন মহিলা?
অস্ট্রেলিয়া ও নিউ গিনিতে এবং নিউজিল্যান্ডেও এদের দেখা পাওয়া যায়। অনেকে আবার লাফিং কুকাবুরাকে কখনও কখনও ‘বুশম্যান’স ক্লক’ বলেও ডাকেন। আসলে এর ডাক খুব ভোরে এবং সূর্যাস্তের পরে শোনা যায়। তবে অবশ্য এই পাখি দিনেও শব্দ করে। যারা পাখি নিয়ে গবেষণা করেন তাদের কাছ থেকে জানা যায় যে পাখির নামটি এসেছে উইরাডজুরি শব্দ গুগুবারা থেকে।
আরো পড়ুন – চীনাদের প্রিয় খাদ্য? চীনারা রাতের খাবারে কি খায়? কিন্তু চীনাদের কি প্রিয় সেটা জানেন?
প্রকৃতি জুড়ে অনেক বিস্ময় এদিক ওদিক লুকিয়ে রয়েছে যার সপ্তাহ হয়তো আমরা নিজেরা বুঝে উঠতে পারি না। কিন্তু প্রতি প্রতিবেদনের মাধ্যমে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করে থাকি। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব হয়নি।
আরো পড়ুন – আশীর্বাদের রীতির সঙ্গে ধান আর দূর্বার কী সম্পর্ক বলুন তো?
তবে এ কথা সত্যি যে প্রাণী জগতের অনেক বিস্ময় নিয়ে এখনো পর্যন্ত গবেষকদের মনে রহস্য থেকেই গেছে। আজকের আলোচ্য পাখিটি কোন বিশেষ সময়ে এমন ভাবে ডাকে কিনা সেটা সম্পর্কে নিশ্চিত কোন প্রমাণ মেলেনি তবে যেটুকু সার্ভে করা হয়েছে তার ভিত্তিতে জানা যায় যে এই পাখির কণ্ঠস্বরটি এরকমই।
আরো পড়ুন – রোগ ভোগ নিয়ে চিন্তায়? সতর্ক থাকুন টাইফয়েড নিয়ে!
হতেই পারে হয়তো আপনি এমন কোন দেশে গেছেন যেখানেই পাখি রয়েছে আর তার কণ্ঠস্বরে ভয় পেয়ে গেলেন। তখন না হয় একবার আমাদের প্রতিবেদনে চোখ বুলিয়ে নেবেন।