Breaking Bharat: অন্তর্বাস নিয়ে নানা ধরনের গোপনীয়তা আছে, কিন্তু অন্তর্বাস কেন জরুরী এ নিয়ে প্রশ্ন ওঠে কি? মানুষের শারীরিক গঠন অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেক বেশি আপগ্রেড করেছে মানুষ। পুরুষ এবং নারী নির্বিশেষে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যখন লজ্জা শালীনতা এই বোধগুলো মাত্রা পেয়েছে তখনই নিজের দেহকে আবৃত করার প্রয়োজনীয়তা বা তাগিদ অনুভব করেছে মানুষ।
প্রাচীনকালের আদিম মানুষের ছবি দেখলেও মহিলাদের এবং পুরুষদেরও গাছের ছাল দিয়েও নিজের দেহকে আবৃত করে রাখার ছবি দেখতে পাওয়া যায়। অর্থাৎ বোঝাই যায় গোপন অঙ্গ কে গোপনীয়তা বজায় রেখেই আড়াল করে রাখতে চেয়েছে মানুষ।
আজকে এই জায়গা থেকেই আবিষ্কৃত হয়েছে অন্তর্বাস। ‘মহিলাদের ক্ষেত্রে অন্তর্বাস‘ নিয়ে নানা রকমের কথা উঠে কিন্তু প্রশ্ন উঠে না যে সেটা কেন জরুরী বা যে অন্তর বাসের গঠন সেটা ঠিক কীরকম হওয়া দরকার ইত্যাদি ও প্রভৃতি।
অন্তর্বাস কেন জরুরী এ নিয়ে প্রশ্ন ওঠে কি?
ছোটবেলায় সব বাচ্চারাই বিশেষ করে মেয়েরা টেপজামা পরতো তারপর জামা, মনে পড়ে কি? বলতে পারেন অন্তর্বাসের সূচনা বোধহয় সেখান থেকেই হয়ে গেছিল। এরপর বিজ্ঞানসম্মত কারণেই স্তন যুগল যখন সময়ের সাথে সাথে বাড়তে থাকে তখন সেক্ষেত্রে অন্তর্বাস বা ব্রা পরার প্রয়োজনীয়তা তৈরি হয়।
ছোটবেলা থেকেই বুঝিয়ে দেয়া হয় এই অন্তর্বাস বা ব্রা হচ্ছে লুকিয়ে রাখার জিনিস । তাই বিংশ শতাব্দী পেরিয়ে এসেও কখনোই মেয়েরা স্বাবলীল ভাবে দোকানে গিয়ে চার-পাঁচটা লোকের মাঝখানে অন্তর্বাসের কথা চিৎকার করে বলতে শেখেনি।
মাথায় রাখুন যদি ‘অন্তর্বাস বা ব্রা সঠিক মাপের না কিনেন‘ বা একই জিনিস বারবার ব্যবহার করেন তা থেকে আপনার স্তন ক্যান্সারের মতো মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। একটি ব্রা যত ভালো ব্রান্ডেরই হোক না কেন একটানা কখনোই ব্যবহার করবেন না আর মেয়াদকাল খুব বেশি হলে ছয় থেকে নয় মাস, ব্যাস আর নয়।
মনে রাখবেন সারাসপ্তাহ একটা ব্রা কখনই পরা উচিত নয় না। নিয়মিত সাবান জলে তা কাচার প্রয়োজন আছে এবং ভিজে ব্রা রোদে ভালো করে শুকিয়ে তবেই ব্যবহার করুন। মাথায় রাখুন শারীরিক গঠনের পাশাপাশি স্তনের আকৃতি বদলায় তাই যখন যে আকৃতি সেই মাপের ব্রা অর্থাৎ সেই সাইজ মেন্টেন করুন।
জানেন ব্রা স্তনের ওজন ধরে রাখে?
আগে যে সাইজ পরতাম সেই সাইজ ভবিষ্যতেও পরতাম, এরকম করতে গেলে কিন্তু আপনার শরীরে তার প্রভাব পড়বে। আরেকটা কথা সোশ্যাল ট্যাবু হিসেবে ধরা হয় ব্রা পরতেই হবে। যদি মনে করেন অস্বস্তি হচ্ছে দম বন্ধ হয়ে আসছে তাহলে পরার কোন প্রয়োজনই নেই।
আপনি নিশ্চিন্তে কাটাতে পারেন আপনার জীবন আপনার নিজের শর্তে। সমাজের পরোয়া করে অস্বস্তি নিয়ে জীবন কাটাবেন না। আসলে বাইরের যেকোনো আঘাত থেকে স্তনকে সুরক্ষিত রাখে এই অন্তর্বাস। অনেকে প্যাডেড ব্রা মানেই ভাবতেন স্তনের আকার ঠিক রাখা।
আরো পড়ুন – বিজ্ঞাপনের চমক নয় খাঁটি জিনিস চিনতে শিখুন! আপনিও কি বিজ্ঞাপনের চমকে চমকে গেছেন কখনো?
কিন্তু দেখা গেছে ক্যান্সার রোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কি জানেন ব্রা স্তনের ওজন ধরে রাখে? আসলে চিকিৎসকরা বলেন ব্রা স্তনের ওজনকে ব্রেস্ট লাইন ও কাঁধের মধ্যে একটা ভাগ করে দেয়। ব্রা প্রায় আশি শতাংশ ওজন বহন করে, বাকি ২০% বহন করার দায়িত্ব থাকে কাঁধের।
আরো পড়ুন – ‘হিংসা’ শব্দের সঠিক অর্থ কি? মানুষের জীবনের সবথেকে ক্ষতিকারক উপাদানের মধ্যে কেন এর নাম?
তাই অবশ্যই সঠিক মাপের ব্রা পরা খুব দরকার কারন সেটা না হলে পুরো ওজনটাই পরে কাঁধের ওপর। এর ফলে কাঁধে, ঘাড়ে ব্যথা শুধু নয় পাশাপাশি স্তনেও ব্যথা হতে পারে। এরজন্য সঠিক সাইজ এবং সঠিক কাপ সাইজ বুঝে নেওয়া দরকার। এটার চারটে চারটে সাইজ হয় A, B, C, D অর্থাৎ স্তনের স্থূলতার উপর নির্ভর করে। আপনি কি জানেন ব্রায়ের হুকগুলি পেছনের দিকে কেন রাখা হয় ?
আরো পড়ুন – পিন্ডদান করেন? কেউ ছেড়ে চলে গেলে পারলৌকিক নিয়ম মানতে হয়?
আসলে যাতে বড় ব্যান্ডটি ব্রাতে লাগানো যায় সেই কারণেই এমনটা হয়। দেখুন যদি ব্রা এর হুক সামনে থাকে, তাহলে তিন স্তরের পাতলা ব্যান্ড এবং একক হুক করতে হবে। তাছাড়া সামনের দিকে সাপোর্টের জন্য আরও হুক বসানো থাকলে সেটা পরা মহিলার জন্য বেশ অস্বস্তিকর হয়ে উঠবে স্বাভাবিক ভাবেই।
আসলে ব্রেস্ট সাপোর্টের পাশাপাশি ব্যাক সাপোর্টও খুবই গুরুত্বপূর্ণ। সামনে থেকে পিছনে টান করে রাখলে পরে স্তনের ভার ঠিক থাকে। সামনে থাকলে হাত টান করতে বা পোশাক পরতে সমস্যা হতে পারে বলেও হুক পিছনে থাকে বলে মনে করা হয়।