Breaking Bharat: রোজগারের টাকা সঞ্চয় হচ্ছে কি? ভেবে দেখুন না বিপদ বাড়বে আপনার! হিসাব করে দেখুন আপনি হয়তো ইনকাম কিছু কম করেননি কিন্তু এতদিনেও সেরকম সেভিংস নেই।
প্রতিটা মানুষ রোজগার করেন একটু ভালো থাকার জন্য। কিন্তু দিন দিন যেভাবে বাজারের দর বাড়ছে তাতে সঞ্চয় হচ্ছে কই? আজকে আপনি যা রোজগার করছেন তার পুরোটাই ধরুন যদি খরচ করে ফেলেন তাহলে আগামীতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। তাই আগে থেকে টাকা জমাতে শিখুন (How to Save Money from Salary)।
মাসে কত টাকা সঞ্চয় করতে হয়?
মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ। তবুও মাসের অর্ধেক হতে না হতেই হাত খালি। শেষ সপ্তাহে শুরু ইএমআই টেনশন। এসব নিয়ে চলতে চলতে দিন মাস বছর শেষ হচ্ছে কিন্তু খরচ শেষ হওয়ার নাম নেই। হিসাব করে দেখুন আপনি হয়তো ইনকাম কিছু কম করেননি কিন্তু এতদিনেও সেরকম সেভিংস নেই।
অথচ আপনার থেকে কম রোজগার করেও আপনার থেকে বেশি টাকা জমিয়ে ফেলেছেন এমন মানুষও রয়েছেন। এবার ভেবে দেখুন কাকে দোষ দিতে পারেন। আসল ব্যাপারটা হলো মানসিকতা। কিছু মানুষ আগামী নিয়ে চিন্তা করতে রাজি নন। তারা মনে করেন এই তো বেশ চলে যাচ্ছে।
কিন্তু আজকে কোন জিনিস কেটে যাচ্ছে মানে কালকেও যে একই অবস্থা থাকবে এমনটা নয়। আজকে যে সুযোগ আপনি পাচ্ছেন কাল যদি না পান? তাই আজকের দিনের রোজকার থেকে আগামী কালের সঞ্চয়কে নির্দিষ্ট করুন। এটা সত্যি কথা যে আপনি যত টাকায রোজগার করুন না কেন সেটাই দেখবেন কম পড়ছে। একটা সময় ছিল যখন ৫ টাকা ১০ টাকা ১০০ টাকা ২০০ টাকায় মানুষ বাজার করতেন।
এখন এক হাজার টাকার বাজারেও থলি ভরে না। কারণটা খুব সহজ মূল্যবৃদ্ধি। এবার ধরুন একশ্রেণীর মানুষের হাতে অনেক টাকা আছে। তারা সেই টাকাটা নানাভাবে ব্যবহার করছে। কিন্তু আরেক শ্রেণীর মানুষের কাছে এই টাকার এক শতাংশও পৌঁছানো যাচ্ছে না।
আরো পড়ুন – জামাই নম্বর ওয়ান! বিয়ের সিজনে হিট জামাই ঠিক কেমন হয় বলুন তো?
ফলে ধনী যতটা ধনী হচ্ছে গরীব আরো বেশি করে গরীব হচ্ছে। এবার বড়লোক হওয়ার জন্য নয় ভবিষ্যতে নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য কিছু টাকা তো আপনাকে আমাকে জমিয়ে রাখতেই হবে। সেটা কিভাবে করবেন এটাই হচ্ছে বড় প্রশ্ন। প্রথমত নিজের রোজগার আর খরচের একটা তালিকা তৈরি করুন।
এখান থেকে বেছে নিন কোন কোন গুলো আপনার একান্ত প্রয়োজনীয় আর কোনটা না করলেও চলে যায়। সেখান থেকে কিছুটা বাজেট কমবে আশা রাখছি। মা কাকিমারা যেরকম ভাবে লক্ষ্মীর ভাঁড়ে পয়সা জমান, সেই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। আমরা কিন্তু কোন মিউচুয়াল ফান্ড বা কোন সংস্থায় টাকা জমানোর বিজ্ঞাপন দিচ্ছি না।
আরো পড়ুন – মেয়েদের জামা ডিজাইন! মেয়েদের পোশাকে বিশেষ ধরণের পকেট সিস্টেম থাকে জানেন?
আমরা শুধু বলছি ভবিষ্যতের সঞ্চয়কে নিশ্চিত করার জন্য অবশ্যই জেনে নিন কোথায় টাকা রাখলে সেই টাকাটা শুধু থাকবে এমনটাই নয়, সেটা আবার বাড়তেও পারে। এর মানে আবার চিটফান্ড বলে ভেবে বসবেন না। আমরা স্বচ্ছ উপায়ে টাকা সেভিংস এর কথা বলছি।
ধরুন সপ্তাহে ৭ দিন আপনাকে মাছ মাংস খেতে হয়। খুব স্বাভাবিকভাবেই এর জন্য একটা মোটা টাকা যায়। এবার ভেবে দেখুন এই সব দিন মাছ মাংস খাওয়াটা একটু কন্ট্রোল করে সপ্তাহে তিন দিন করা যায় কি? যদি দেখেন হ্যাঁ তাহলে সঞ্চয়ের একটা পথ অবশ্যই খুলে গেল আপনার সামনে। দেখুন যেটা বেসিক প্রয়োজন সেটাকে আপনি এড়িয়ে যেতে কখনোই পারবেন না।
আরো পড়ুন – আপনার স্ত্রী কি পরকীয়া সম্পর্কে লিপ্ত? বুঝতে পারছেন না এই সময় আপনার কী করা উচিত?
কিন্তু এই যে মাসে মাসে ই এম আই দেওয়া বাধ্যতামূলক এই টাকা তো ঠিক জোগাড় হয়ে যায়। সেভাবেই আপনার সেভিংস করার ভাবনাকে ইএমআই এর মত করে আলাদা করুন। ইচ্ছে থাকলে উপায় মেলে।