overheating phone: যখন তখন মোবাইল গরম হয়ে যাচ্ছে? তাহলে দ্রুত মোবাইল ঠান্ডা করে ফেলুন। উপযুক্ত ব্যবস্থা না নিলে, সমস্যা বাড়তে পারে আপনার (how to fix overheating phone)!
মোবাইল গরম না হওয়ার উপায়:
আজকালকার দিনে মানুষের সব থেকে কাছের সঙ্গী হচ্ছে মোবাইল। এই মোবাইল ছাড়া এক পাও চলা যায় না। স্মার্টফোন বাজারে আসার পর থেকে জীবনটাই যেন বদলে গেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারাক্ষণ শুধুই স্মার্টফোনের দরকার।
আর প্রয়োজনে সময় যদি এই ফোন কাজে না আসে, তাহলে মেজাজ গরম হয়ে যায়। ইদানিংকালে ফোন হ্যাং হয়ে যাওয়ার সমস্যা সকলকেই চিন্তার মধ্যে রাখে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক সময় দেখা যায় ফোন ব্যবহার না করেও এমনি এমনি তা গরম হয়ে যাচ্ছে। তখন চিন্তা বাড়ে। আজকের প্রতিবেদনে ফোন ঠান্ডা রাখার উপায় বলব আমরা (how to cool down a phone fast)।
মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে জানুন কারণ ও প্রতিকার:
যন্ত্রের কাজকর্মের নির্দিষ্ট পদ্ধতি থাকে। কোন কারনেই যদি তাকে কোন সমস্যা হয় তখন যন্ত্র ঠিকভাবে কাজ করে না। তাহলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে বোঝা দরকার যন্ত্র ঠিক আছে কিনা। অর্থাৎ যন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কারণ ফোন গরম হলে যন্ত্রের আয়ু কমে (android phone overheating)।
তাহলে বুঝতেই পারছেন ফোন খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে আপনাকে বলি ফোন কিন্তু খুব বেশি করে তাপ ধরে রাখতে পারে। যতটা পারবেন গরম জায়গা থেকে ফোন দূরে সরিয়ে রাখবেন। বিশেষ করে গরমকালে ফোন সূর্যের আলোর সংস্পর্শে আসা মাত্রই হ্যাং হয়ে যায়।
চার্জ দিলে মোবাইল গরম হয়?
এবং এটা খুব বেশি করে ঘন ঘন হতে থাকে। তাই সূর্যের আলো থেকে ফোনটি দূরে রাখুন। নেট অন করে রেখে ফোন চার্জ দেওয়া অত্যন্ত খারাপ অভ্যেস। এমনিতেও ফোন চার্জে থাকা অবস্থায় সেই ফোনে কাজ না করাই ভালো। ফোন চার্জে দিয়ে কথাও বলেন অনেকে।
আরো পড়ুন – কারো ঠিকমত খাবার জুটছে না, আবার কেউ দিনের পর দিন ‘খাবার অপচয়’ করছে! এটাই কি বাস্তব?
তাদের ক্ষেত্রে মারাত্মক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনে ইন্টারনেট অন করে রেখে দেবেন না। এয়ারপ্লেন মোড প্রতি সিস্টেমেই থাকে। এই মোড অন রেখে আপনি কিন্তু ইন্টারনেট ছাড়া বাকি সব কাজ করতে পারবেন। এই পদ্ধতি বেশি করে কাজে লাগানোর চেষ্টা করুন।
আরো পড়ুন – জামাকাপড় শুকোতে চায় না, স্যাঁতসেঁতে ভাব! মেজাজ হারাবেন না! তাহলে উপায়?
মনে রাখবেন এয়ারপ্লেন মোড মোবাইলের বেসিক ফাংশন ব্যবহার করতে দিলেও অপ্রয়োজনীয় জিনিসগুলি বন্ধ করে দেয়, যার ফলে আপনার ব্যাটারির উপর অযাচিত প্রভাব পড়ে না। সব সময় স্ক্রিন ব্রাইটনেস বাড়াবেন না। এতে যেমন মোবাইলের ক্ষতি তেমনই আপনার চোখেরও ক্ষতি।
সূর্যের আলোয় মোবাইলের স্ক্রিন দেখতে অসুবিধা হলে আপনার ডিভাইসের জন্য একটি অ্যান্টি গ্লেয়ার কভার ব্যবহার করতে পারেন। এতে আশা রাখি সূর্যের আলোয়ও স্ক্রিন দেখতে খুব একটা সমস্যা হবে না। সব থেকে বড় কথা হলো অপ্রয়োজনীয় app রেখে মোবাইল ভারী করবেন না।
আরো পড়ুন – Earthworm: মাটিতে কেঁচো, কেন্নো বা চ্যালার দাপাদাপি বাড়ছে? চিন্তা নেই, হাতের কাছেই সমাধান!
- মোবাইল ঠান্ডা রাখার সফটওয়্যার
- চার্জ দিলে মোবাইল গরম হয়
- মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায়
- মোবাইল গরম না হওয়ার উপায়
- how to fix overheating phone
- how to cool down a phone fast
এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় মাথায় রাখুন, ভবিষ্যতে কাজে আসবে। আর দেখবেন আপনার ফোন হ্যাং এবং গরম দুটোই কম হচ্ছে।