Breaking Bharat: কমছে গ্যাসের দাম? কেন কমানো হল গ্যাসের দাম? মধ্যবিত্তের চিন্তা মুক্তি? রাজনীতির খেলা হোক কিংবা জন দরদী প্রকল্পের ঝলক, এক ঝটকায় কমে গেল ২০০ টাকা দাম। এবার থেকে রান্নার গ্যাসের দাম হল ১১২৯ টাকার পরিবর্তে ৯২৯ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন দেশের মা বোনদের জন্য এটাই নরেন্দ্র মোদির রাখির উপহার (Gas prices are falling)।
২৯ অগাষ্ট ২০২৩, মঙ্গলের দুপুরে সত্যি যেন মঙ্গলময় এক খবর এল। যে রান্না ঘরে যেতে ভয় পাচ্ছিল সাধারণ মানুষ এবার সেখান থেকেই শুরু খুশির সংবাদ। কমছে গ্যাসের দাম। ভোটের আগে দেশের মানুষকে সুখবর দিল মোদি সরকার। ১১২৯ টাকার গ্যাসে বিনাপয়সায় চাল ফুটছে বলে একাধিক বার কেন্দ্রকে কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন কমানো হল গ্যাসের দাম? মধ্যবিত্তের চিন্তা মুক্তি?
আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধীদের মোদি সরকারের বিরুদ্ধে অন্যতম প্রধান অস্ত্রই ছিল এই মূল্যবৃদ্ধি ইস্যু। নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রতিবাদ সভায় বারবার করে এই বিষয়টিকে তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিরোধী জোট বিজেপি সরকারের দিকে এই নিয়ে আঙ্গুল তুলেছে বিগত কয়েক বছরে।
সামনেই ভোট তাই কোনভাবেই জনসমর্থন হারাতে চান না বিজেপি নেতৃত্ব। রাজনীতির খেলা হোক কিংবা জন দরদী প্রকল্পের ঝলক, এক ঝটকায় কমে গেল ২০০ টাকা দাম। এবার থেকে রান্নার গ্যাসের দাম হল ১১২৯ টাকার পরিবর্তে ৯২৯ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন দেশের মা বোনদের জন্য এটাই নরেন্দ্র মোদির রাখির উপহার।
রাজনীতি বোঝা বড় কঠিন বিষয়। কখন যে কার সঙ্গে কার যোগসূত্র তৈরি হয়? আর কোন ঘটনার সঙ্গে কোন ঘটনার মেলবন্ধনে নতুন এক ঘটনা প্রবাহ তৈরি হয় এটা বলা মুশকিল। তবে নিঃসন্দেহে ভোট বড় বালাই। এমনিতে দক্ষিণের রাজ্য গুলিতে বিজেপি নিজের ক্ষমতা হারিয়েছে।
এক ধাক্কায় কমে গেল ২০০ টাকা করে গ্যাসের দাম:
বছর শেষে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার সঙ্গে আবার আগামী বছরের শুরুতেই লোকসভা নির্বাচনের ইঙ্গিত। অনেকেই বলতে শুরু করেছেন এই অবস্থায় বিজেপি সরকারের কাছে এইটুকু কম্প্রোমাইজ করা ছাড়া অন্য কোন উপায় ছিল না। রাজনৈতিক পৃষ্ঠার শক্তির মতে মানুষকে নিজের দিকে টানতে ভোটের মুখে দাম অনেকটাই কমাল কেন্দ্র।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
তবে একটু জানিয়ে রাখা দরকার যে বাড়ছে না সিলিন্ডার সংখ্যা। সাধারণ গ্যাসের ক্ষেত্রে ২০০ টাকা দাম কমলেও উজ্জ্বলা প্রকল্পের আওতায় গ্যাস নিয়েছেন যারা তাদের রান্নার গ্যাসের দাম আরও কমছে। সে ক্ষেত্রে পরিমাণটা প্রায় ৪০০ টাকা। অর্থাৎ এই প্রকল্পের আওতায় গ্যাসের দাম হতে চলেছে ৭২৯ টাকা।
আরো পড়ুন – Jawan: এ সাফল্য শাহরুখের শুধু নয় এ সাফল্য পরিচালক অ্যাটলির?
মঙ্গলবার বিষয়টিতে ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অর্থমন্ত্রী বিষয়টিকে রাখি উৎসবের উপহার বলার পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, নতুন করে আরও ৭৩ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে।
এখানে একটু বলে রাখা দরকার যে নরেন্দ্র মোদি সরকার আগামী কয়েক বছরের মধ্যে দেশে বিরাট পরিবর্তন আনার কথা জানিয়েছেন। এই মুহূর্তে দিল্লিতে এখন ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,১০৩ টাকা, মুম্বইতে ১,১০২ টাকা ৫০ পয়সা। কলকাতার দাম তো আগেই জানিয়েছি। চেন্নাইয়ে ১,১১৮ টাকা ৫০ পয়সা। মধ্যরাত থেকে এক ধাক্কায় কমে গেল ২০০ টাকা করে গ্যাসের দাম।
আরো পড়ুন – ডেঙ্গি নিয়ে কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার? জ্বর কমে গেলেও ডেঙ্গির দাপট কমে কি?
এক বছরের বেশি সময় পর দামের পরিবর্তন করা হয়েছে। গত বছর জুলাইয়ে অবশ্য শেষ বার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। তার আগে মে মাসে দু’বার রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।