Breaking Bharat: গদর ২ নিয়ে যখন চারিদিকে এত আলোচনা তখন বিস্ফোরক মন্তব্য বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর? সাফল্যের পরেও বলিউডের দিকে কেন আঙুল তুললেন তিনি?
বলিউড মানে বিনোদন জগতের একটা বড় স্তম্ভ অন্তত ভারতবাসী হিসেবে এই কথাটা আমরা সকলেই জানি। কিন্তু বলিউডের ভেতরেও যে রাজনীতি একটা বড় জায়গা দখল করে আছে এটা অস্বীকার করার উপায় নেই। কোন সময় প্রতিভাবান অভিনেতা সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেন না ।
বলিউডের দিকে আঙ্গুল তুললেন ধর্মেন্দ্র?
আবার অনেকেই প্রভাবশালী হওয়ার কারণে এমন কাজ করে ফেলেন যেগুলো পাবার যোগ্য হয়তো তারা ছিলেন না। এইসব নিয়ে চাপা ক্ষোভ সকলের মধ্যেই কাজ করে। কিন্তু ৮৭ বছরের অভিনেতা ধর্মেন্দ্র যা বলছেন সেটা নিঃসন্দেহে বিস্ফোরক এক বক্তব্য বটে। সম্প্রতি করন জোহরের সিনেমায় অভিনয় করে তিনি চর্চায় আছেন।
তার সঙ্গে আবার জুড়ে গেছে বড় ছেলে সানি দেওল অভিনীত নতুন সিনেমা গদর ২-এর সাফল্য। কিন্তু এসবের মাঝেও বলিউডের দিকে আঙ্গুল তুললেন ধর্মেন্দ্র বললেন, ‘বলিউড আমার পরিবারকে যোগ্য সম্মান দেয়নি’। প্রশ্ন উঠছে কেন?
আরো পড়ুন – শ্রীময়ী ‘ইন্দ্রানী হালদার’কে কেন আর দেখতে পাওয়া যাচ্ছে না? এখন কোথায় অভিনেত্রী?
২২ বছর পর একটা ছবির সিকুয়েল আট তিনে ৩০০ কোটি গণ্ডি পেরিয়ে গেছে। এখন এক কথায় বক্স অফিসে গদর ২-র রমরমা। সভাপতি সাফল্যের চূড়ায় রয়েছে সানি ধর্মেন্দ্র পরিবার। এমনিতেই বলিউডে একটা সময় সানি দেওয়াল যোগ্য সম্মান পাননি বলে অভিযোগ করা হয়। তার বাবা ধর্মেন্দ্রর ক্ষেত্রেও কি এটাই প্রযোজ্য? বর্ষিয়ান অভিনেতা বলছেন ‘আমরা কাজে বিশ্বাসী, নিজেদের মার্কেটিং করতে পারি না’।
এইটুকুতেই পরিষ্কার যে বলিউড নিয়ে চাপা ক্ষোভ ৮৭ বছর বয়সী ধর্মেন্দ্রর মনে। কিন্তু কাকে খোঁচা দিলেন তারকা? শোলের বীরু বলছেন তারা মার্কেটিং জানেন না তাই শুধুমাত্র কাজটাকে করতে পারেন। কোথাও গিয়ে এই যে বর্তমানে প্রভাবশালী পরিবার কিংবা খানেদের দাপাদাপি এটা কি মেনে নিতে পারছেন না ধর্মেন্দ্র নাকি বচ্চন পরিবারকে এখনো শত্রু বলেই মনে করেন?
আরো পড়ুন – কাশ্মীরে সাদা সোনা ! ভূস্বর্গে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম ভাণ্ডারের খোঁজ জানেন?
অভিনেতার সাফ জবাব, বলিউডের সর্বকালের সেরা ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে দু-টো সানির। কিন্তু কোনওদিন সে নিজের সাফল্যের খতিয়ান নিয়ে কথা বলে না। ছোট ছেলের প্রশংসা করে ধর্মেন্দ্র বলেছেন ববিও ভালো কাজ করছে। অথচ তার আক্ষেপ, আমাদের কোনও প্রাপ্যটুকু দেওয়া হয় না।
আরো পড়ুন – প্রতি ৬ মিনিটে একটা করে ফোন চুরি? যেকোনো মুহূর্তে আপনার ফোন চুরি হয়ে যেতে পারে?
শুধু ছেলের সাফল্য নয় উপযুক্ত চরিত্রে কামব্যাক করে এই অভিনেতা বলিউডে নিজের সাফল্য কেও প্রতিষ্ঠিত করেছেন । আলিয়া-রণবীর অভিনীত রকি অউর রানি কি প্রেম কাহানির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ধর্মেন্দ্র আর অবশ্যই বলতেই হয় যে ছবির অন্যতম চর্চিত অংশ ছিল শাবানার ঠোঁটে ৮৭ বছরের ধর্মেন্দ্রর চুমু। সম্প্রতি বক্স অফিসে ৩০০ কোটির গণ্ডি পার করেছে করণ জোহরের এই ছবিও।
আরো পড়ুন – খাদের ধারে ঝুলন্ত দোকান দেখে চমকে গেলেন? প্রায় ৩৯৩ ফুট উপরে দোকানটির অবস্থান
৯০ এ দশকে মনে করা হয় শাহরুখ খানের সঙ্গে অলিখিত প্রতিযোগিতায় নেমেছিলেন সানি যদিও দর্শকের ভালবাসায় বলিউড বাদশা হয়েছেন কিং খান। কিন্তু শাহরুখের সঙ্গে কোন ছবিতে অভিনয় করতে চাননি সানি কারন তার মনে হয়েছিল বলিউড তাকে কম গুরুত্ব দিচ্ছে।
সেই সময় বেশ কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েও পুরস্কার না পেয়ে যথেষ্ট অপমানিত বোধ করেছিলেন এই তারকা। বাবা ধর্মেন্দ্র ঠিক একই কথা বলছেন। তিনিও বলছেন সত্য কাম ছবির জন্য পর্যন্ত তাকে পুরস্কার দেওয়া হয়নি। যদিও তাদের মতে দর্শক শেষ কথা বলে আর বক্স অফিসের সাফল্যেই তারা খুশি।