Dream of death in sleep: ঘুমের মধ্যে মৃত্যুর স্বপ্ন দেখছেন? এর পেছনে কি কোনো বিশেষ কারণ আছে? আপনার জীবনে কি হয়েছে যে আপনি শুধুই মৃতদেহের স্বপ্ন দেখছেন?
মানুষ সারা দিনের কাজের পর শান্তিতে রাতের বেলায় ঘুমোতে চায়। কিন্তু যদি এমন হয় যে আপনার স্বপ্নের ঘুম কিছুতেই আর বাস্তবায়িত হচ্ছে না। মানে ঘুমাচ্ছেন ঠিকই কিন্তু ঘুমের মধ্যে এমন স্বপ্ন আসছে যা আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে। বিশেষ করে ‘মৃত্যুর স্বপ্ন‘ দেখছেন বারবার। চিন্তা করবেন না তার কারণ এটা হয় মানসিক অস্থিরতার কারণে।
মানুষ পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়লে ঘুম নিজে থেকেই চলে আসে বলে মনে করা হয়। কিন্তু অনেকেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন। ঘুমের মধ্যে দেখা স্বপ্নের সব কথা হয়তো ঘুম ভেঙ্গে গেলে মনে থাকে না। কিন্তু দুঃস্বপ্ন এমন একটা জিনিস যেটা অনেকটা সময় পর্যন্ত মন খারাপ করে রেখে দেয়। এরকম কি আপনার জীবনে হয়েছে যে আপনি শুধুই মৃতদেহের স্বপ্ন দেখছেন? (Dream of death in sleep spiritual meaning)
এটা নিয়ে ভুল চিন্তা করার কোন প্রয়োজন নেই। এটা হয় মস্তিষ্কের উপর অত্যন্ত বেশি চাপ পড়ার কারণে। আজকালকার দিনে এমনিতেই মানুষের মধ্যে অনেক সমস্যা। তার সঙ্গে যদি খুব সম্প্রতি প্রিয় মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকেন, তাহলে একটা অপার শূন্যতা তৈরি হয়। এটারই প্রভাব পড়ে আপনার অচেতন মনে।
ধরুন আপনি সারাদিন কাজের মধ্যে থাকছেন ব্যস্ত থাকার জন্য সেভাবে নিজের কথাগুলো নিজেই শুনে উঠতে পারছেন না। এরকম অবস্থার মধ্যে দিয়ে যদি আপনি যেতে থাকেন তাহলে একটা সময় পড়ে গিয়ে মস্তিষ্ক তার রিলাক্সেশন তো নিজেই খুঁজে নেবে।
বিজ্ঞানমনস্ক মানুষ আজকাল খুব একটা স্বপ্নকে গুরুত্ব দেয় না। অথচ একটা সময় ছিল যখন এই স্বপ্নকে আঁকড়ে ধরে মানুষ জীবন বাঁচার জন্য জান প্রাণ লাগিয়ে দিত। যদিও সেই স্বপ্নের পরিভাষাটা ছিল অন্যরকম। এখন মানুষ সাফল্য হিসেবে টাকার একটা সংখ্যাকে নির্ধারণ করে নিয়েছে। বাস্তব ক্ষেত্রে দেখা যায় এটা এমন একটা অসম দৌড় যেখানে কোন শেষ বলে কিছু নেই।
কিন্তু এসবের মধ্যে থাকতে থাকতে প্রিয় জনকে হারাবার মুহূর্ত গুলো মাঝেমধ্যে অবচেতন মনে ধরা দেয়। আবার অনেক সময় অত্যন্ত বেশি ভাবনা থেকেও দুশ্চিন্তার জন্ম হয়। যদি আপনার প্রিয়জনকে খুব ভালোবাসেন তাহলে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা বুকের মাঝে বড্ড কষ্ট দেয়। সেখান থেকেই ভয় হয় এই বুঝি কিছু হয়ে গেল।
আরো পড়ুন – Bandhan Bank: বন্ধন ব্যাংকে একাউন্ট আছে? গ্রাহকের জন্য নয়া সুবিধা লাভের সুযোগ!
এবার মনোবিজ্ঞান বলে সারাদিনে চারপাশে ঘটে যাওয়া ঘটনার বেশ কিছুটা অংশ অবচেতনে থেকে যায়। এবার মন একটার সঙ্গে আর একটা মিশিয়ে নিয়ে, দুই আর দুই মিলিয়ে চার করে এমন একটা প্রতিচ্ছবি আপনাকে স্বপ্নের মধ্যে দেয় যেটা আপনি স্বপ্ন তেও কল্পনা করেননি।
চোখ বুজে নয় স্বপ্ন দেখতে হলে চোখ খুলে দেখুন। কারণ সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়ে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। চিকিৎসকরে বলছেন পরিশ্রম অনুযায়ী ঘুম না হলে এই ধরনের অস্থিরতা তৈরি হয়। সেক্ষেত্রে হাতে মুখে জল দিয়ে ঘুমোতে যান। আর পারলে কোনও মজাদার গল্প পড়তে পড়তে ঘুমের দেশে পাড়ি দিন। একরাশ টেনশন নিয়ে কখনোই ঘুমোতে যাবেন না।
সেটা আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। সুস্থভাবে থাকতে হলে চিন্তা মুক্ত থাকতে হবে। রাতে নিশ্চিন্তে পর্যাপ্ত ঘুম আপনাকে আর কোন রকমের দুঃস্বপ্ন দেখাবে না। আর যতটা সময় পান জীবনে হেসে খেলে আনন্দ করে কাটান। কারণ একবার হাত থেকে মুহূর্তরা বেরিয়ে গেলে শত চেষ্টা করেও তাকে ফেরানো যাবে না। স্বপ্নের মধ্যে নানা আঙ্গিকে সে ধরা দেবে।
আরো পড়ুন – বাজারে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে রিলায়েন্স, জানেন কী কী সুবিধা পাবেন তাতে?
মনে রাখবেন মৃত্যুর স্বপ্ন দেখা মানে কুসংস্কারের বশে মারাত্মক কিছু চিন্তাভাবনা করা নয়। খুব বেশি সমস্যা হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিতেই পারেন।