Breaking Bharat: অসুস্থ ব্যক্তি ট্রেন যাত্রায় ঠিক কতটা ছাড় পেতে পারেন, আপনি কি জানেন? ট্রেনে করে এখান থেকে ওখানে যেতে পছন্দ করেন এরকম মানুষের সংখ্যা হয়তো প্রায় একশ শতাংশ। একদিকে তুলনামূলকভাবে কম খরচ অন্যদিকে দ্রুতগতিতে নিজের পছন্দের জায়গায় চলে যাওয়া তার সঙ্গে পারিপার্শ্বিক মনমুগ্ধকর দৃশ্য দেখে অমলিন আনন্দ পাওয়া একটা বাড়তি পাওনা বটে।
তবে সব সময় যে রেলের ছাড় পাওয়া যায় এমনটা নয় । তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে রেল ছাড় দেয়। আজ আমরা আপনাকে জানাতে চাই যে অসুস্থ অবস্থায় আপনি যদি ট্রেনে সফর করেন তাহলে রীতিমতো ছাড় পেতে পারেন সেটা জানেন ? কী বৃত্তান্ত সেটাই বলব এবার (discount does a sick person get on train travel)।
অসুস্থ ব্যক্তি ট্রেন যাত্রায় ঠিক কতটা ছাড় পেতে পারেন?
ভারতীয় রেল আমাদের সকলের গর্ব। প্রতিদিন কত মানুষ এই রেলগাড়ি করে নিজেদের গন্তব্যে কাজের জন্য পৌঁছে যান। শুধুমাত্র লোকাল নয় রয়েছে দূরপাল্লার ট্রেন। যেখানে রিজার্ভেশন করে কেউ জেনারেল কোচে যাচ্ছেন তো কেউ এসি কিংবা অন্য কোনও কোচে। ইদানিং কালে আবার বন্দে ভারতের মতো সুপারফাস্ট ট্রেন চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
এক এক জায়গায় একেক রকমের বিশেষত্ব। একেক ট্রেনে, একেক কোচে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা, নিয়ম। সেই সম্পর্কে একটু জানতে হবে আপনাকে। ভারতীয় রেলে যদি আপনি যাত্রা করেন তাহলে নানা সময়ে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়।
কিন্তু নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সে সব নিয়ে খোঁজই রাখেন না। টিকিট কাটার সময় লক্ষ্য রাখতে হবে, কোথায় কোথায় কী অফার রয়েছে আপনার জন্য বা পেয়ে যেতে পারেন বিশেষ ছাড়। ইদানিংকালে রেলের নিয়মে একাধিক পরিবর্তন করা হয়েছে। বয়স্কদের ছাড় তুলে দেয়ার প্রসঙ্গে নানা কটুক্তি শুনতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।
ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড়?
তবে কি জানেন প্রবীণ যাত্রী শুধু নয় অসুস্থ যাত্রীদের জন্যও রেলের টিকিটের বিশেষ নিয়ম রয়েছে অথচ আমরা জানি না। কেউ যদি অসুস্থ অবস্থায় ট্রেনে ট্র্যাভেল করলে জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? এক্ষেত্রে ভারতীয় রেল বলছে রেল বলছে অসুস্থ কতটা তার উপরেই নির্ভর করে এই ছাড়। তাই আপনার কী রোগ মানে অসুস্থতার প্রমাণ দাখিল করতে হবে তারপর সিদ্ধান্ত নেয়া হবে।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
আপনি কি জানেন কখনো কখনো ১০০ শতাংশ ছাড় পর্যন্ত মেলে? আসলে ভারতীয় রেলের নিয়ম অনুসারে ক্যানসার রোগী এবং সঙ্গে থাকা একজন টিকিটে ছাড় পান । সেক্ষেত্রে স্লিপার এবং এসি তিন টায়ারে ১০০ শতাংশ ডিসকাউন্ট মেলে। ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারে প্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়। ফার্স্ট এসি কার, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে টিকিটে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নিয়ম রয়েছে।
আরো পড়ুন – Jawan: এ সাফল্য শাহরুখের শুধু নয় এ সাফল্য পরিচালক অ্যাটলির?
একইভাবে অ্যাটেনডেন্ট স্লিপার এবং এসি-থ্রি টায়ারে টিকিটের ভাড়ার উপর ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়। যদি আপনি হার্ট সার্জারি বা ডায়ালিসিস করতে যান তাহলে অবস্থার গুরুত্ব বুঝে সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস এসি ৩ টায়ার এবং এসি চেয়ার কারে ছাড় দেওয়া হয়। সেক্ষেত্রে প্রায়ই ৭৫ শতাংশ পর্যন্ত টিকিটের উপর ছাড় পান রোগীরা। একই ভাবে ফার্স্ট এসি এবং এসি ২ টায়ারের ক্ষেত্রে সেই ছাড়ের পরিমাণ হয় ৫০ শতাংশ।
আরো পড়ুন – ডেঙ্গি নিয়ে কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার? জ্বর কমে গেলেও ডেঙ্গির দাপট কমে কি?
যারা যক্ষা রোগের চিকিৎসা করাতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য । শুধু তিনি নন তার সঙ্গে যিনি যাচ্ছেন তাকেও টিকিট ভাড়ায় ছাড় দেয়া হয় কিন্তু সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের সার্টিফিকেট এবং প্রেসক্রিপশন জমা দিতে হবে। আর সন্দেহ হলে রেলের চিকিৎসকরা আপনার পরীক্ষা করতে পারেন।