Breaking Bharat: দোকান থেকে নতুন জামা কিনে সঙ্গে সঙ্গে সেটা পরতে পছন্দ করেন নিশ্চয়ই? বিপদ লুকিয়ে নেই তো?
নতুন জামা নতুন শাড়ি, একটুখানি বাড়াবাড়ি না হলে কি হয়? ঠিক ধরেছেন নতুন জামা কেনাকাটির পাশাপাশি সেগুলো থেকে কোনও বিপদ আসতে পারে কিনা সেই নিয়ে কথা হবে। দোকান থেকে জামা কিনে নিয়ে পরার আগে আমরা কি সেই জামা কাপড় নিয়ে চিন্তা ভাবনা করি?
দোকানে গিয়ে যে সময় ধরে শপিং করেন আপনি সেই সময় দিয়ে কি বিচার করেন যে নতুন জামা ধোঁয়া বা কাচার আগেই পরা উচিত কিনা? উত্তরটা যে না সেটা কিন্তু স্পষ্ট।
নতুন জামায় বিপদ লুকিয়ে নেই তো?
শপিং করার মধ্যে একটা আলাদা রকমের উন্মাদনা আছে। ছোট থেকে বড় কেনাকাটা করতে প্রত্যেকেই ভালোবাসে। সময় বদলানোর সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা এবং পছন্দ বদলেছে। আগেকার মতো এখন আর দর্জির কাছে গিয়ে জামা তৈরি করিয়ে নিয়ে এসে নিজের ওয়ার্ডরোবে সাজিয়ে গুছিয়ে রাখা সব সময় সম্ভব হয় না।
আসলে ব্যস্ত জীবনে তাড়াহুড়োর মধ্যে চটজলদি আমরা সকলেই কেনাকাটার পর্ব সেরে ফেলতে চাই। কিন্তু আসল কথাটা হল আমরা যখনই শপিংমলে বা বাজারে গিয়ে কেনাকাটা করি তখন কিন্তু কতটা সময় বা পরিশ্রম সেখানে দিয়ে থাকি সেই বিষয়ে কারোর কোন আইডিয়া নেই।
কিন্তু যে নতুন জাম া কেনা হয় সেটা কি বাজার থেকে কিনে আনার পরই পরিধান করা দরকার? এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে নতুন কাপড়ের একটা রাসায়নিক রং লেগে থাকার সম্ভাবনা থাকে। সেটা আপনার শরীরের জন্য অর্থাৎ ত্বকের জন্য ঠিকভাবে গ্রহণযোগ্য হবে কিনা সেই বিষয়ে কিন্তু অনেকেরই আগে থেকেই কোন ধারণা থাকে না।
দেখবেন এরকম অনেক মানুষ আছেন যাদের নতুন জামা কাপড় পড়লেই গায়ে র্যাস বেরতে শুরু করে। তারা নতুন জামা বাজার থেকে কেনার পর সেটা কেচে নিয়ে পরিধান করতে পছন্দ করেন। এটা একদিক দিয়ে ভালো অভ্যেস। মনে করা হয় নতুন জামা দাম দিয়ে কেনার পর সেটা যদি জলে বা সাবানের কাঁচা হয় তাহলে তার হয়তো রং বা গুণগত মান অর্থাৎ কোয়ালিটি খারাপ হতে পারে।
আরো পড়ুন – আপনি কি ভীতু মানুষ? জানেন কি ভয় কাকে বলে? আর তার কত রকমের প্রকার আছে?
কিন্তু এটা একদিক দিয়ে আপনার দেহের জন্য স্বাস্থ্যকর। তবে সেক্ষেত্রে কাঁচা জামা কে যদি ইস্ত্রী না করেন তাহলে অবশ্যই সেই জামাটা পরিধান করার মত অবস্থায় থাকে না। আর এটা করতে গিয়ে অনেক সময় ফেব্রিকের রং নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আরো পড়ুন – বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ কতটা সঠিক? ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয়?
বেশিরভাগ দোকানে দেখবেন ১০০% প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি পোশাক বিক্রি হয় বলে লেখা থাকে কিন্তু কথাটা ১০০% সত্যি নয়। এবার দোকানের কোন পোশাকে কোন রাসায়নিক ব্যবহার করা হয়েছে সে বিষয়ে কারো পক্ষে যারা সম্ভব নয়। বিক্রি তারা তাদের মার্কেটিং স্ট্রাটেজি প্রয়োগ করে আপনাকে সেই জিনিসটি বিক্রয় করবেন। এরপর সেটা ক্যারি করা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার।
আরো পড়ুন – বিয়ে করতে গেলে কি উপার্জন করাটা অত্যন্ত প্রয়োজনীয়?
এজন্য দেখবেন আপনি যে পোশাক কিনছেন তার সঙ্গে এক টুকরো অতিরিক্ত কাপড় দেয়া থাকে সেটা কেচে নিয়ে দেখুন তার রং পরিবর্তন হচ্ছে কিনা বা সেটা ধোয়ার পর ইস্ত্রী করলে সেটা খারাপ হয়ে যাচ্ছে কিনা। ব্যাস এখান থেকেই আইডিয়া পেয়ে যাবেন যে আপনি যে পোশাক কিনেছেন তার সাথে কী রকম ব্যবহার করবেন।
আরো পড়ুন – আপনার স্ত্রী কি পরকীয়া সম্পর্কে লিপ্ত? বুঝতে পারছেন না এই সময় আপনার কী করা উচিত?
অর্থাৎ একটুখানি বুদ্ধি প্রয়োগ করতে পারলেই কিন্তু আমরা অনেক বেশি সচেতন থাকতে পারি নিজেদের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে এবং পারিপার্শ্বিকতার বিষয়েও। সেই দিকে নজর রাখুন।