Breaking Bharat : ট্যারিফ রেট নিয়ে জল্পনার মধ্যেই বড় খবর, এবার ভারতে আসছে 5G-র চেয়ে 50 গুণ দ্রুত 6G নেটওয়ার্ক
টেলিকম সংস্থার ট্যারিফ রেট বৃদ্ধি নিয়ে কানাঘুষো নানা জল্পনা শোনা যাচ্ছে নেটিজেনদের মধ্যে। তারই মধ্যে খুশির খবর। এবার বদলে যাবে ইন্টারনেটের দুনিয়া। ভারতে আসছে 5G-র চেয়ে 50 গুণ দ্রুত গতিসম্পন্ন 6G নেটওয়ার্ক। 5G পরিষেবা যখন পুরোপুরি শুরু হয়নি, সেই আবহেই ঘোষণা হল তার চেয়ে 50 গুণ দ্রুত গতিসম্পন্ন 6G-র। স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহারকারীদের (Internet users) মধ্যে ধরা পড়েছে উচ্ছ্বাস।
ভারতের কথা বলতে গেলে, সার্বিকভাবে এখনও পর্যন্ত টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবা দিয়ে চলেছে। অর্থাৎ 5G-র সার্বিক সফলতা এখনও চোখে পড়েনি। সম্পূর্ণরূপে 5G পরিষেবা চালু করতে আরও বেশ কয়েকমাস লাগবে। কিন্তু তার আগেই কি 6G পরিষেবা চালু হবে এদেশে। অন্তত সংবাদসূত্রে তো তেমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই লক্ষ্যে ট্রায়ালও শুরু করেছে কেন্দ্র। এমনটাই জানালেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এদিন তিনি একটি ওয়েবিনারে উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে সেই আশ্বাস দিয়েছেন। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও ফিনান্সিয়াল টাইমস এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিউ টেকনোলজি এন্ড টি গ্রিন ইকোনমি: টু ট্রেন্ডস শপিং এ নিউ ইন্ডিয়া?’ নামক একটি ওয়েবিনারে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 6G-র জন্য বিশেষ অনুমতি ইতিমধ্যেই পাওয়া গেছে। তাই কেন্দ্র চাইছে অবিলম্বে যাতে এদেশে এই পরিষেবা চালু করা যায়।
আরো পড়ুন- Samosa: গরম সিঙ্গারা খেতে দারুণ মজা! কিন্তু সিঙ্গারার আকৃতি ত্রিভুজের মত কেন?
সেই অনুযায়ী 6G-র ট্রায়াল শুরু হয়েছে। এই প্রসঙ্গে জেনে রাখা ভাল, সম্প্রতি বার্লিনে আয়োজিত 6G নেটওয়ার্কের ট্রায়ালে ফ্রোনহোফার-গেসেলশাফ্ট-এর সঙ্গেই যৌথভাবে অংশ নিয়েছিল এলজি। প্রায় ১০০ মিটারের বেশি দূরত্বের মধ্যে যাতে ডেটা ট্রান্সফার সফলভাবে করা যায়, সেই বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল ওই ট্রায়ালে।
Fraunhofer Heinrich Hertz Institute থেকে শুরু করে তারও ১০০ মিটারের বেশি দূরত্বে অবস্থিত Berlin Institute of Technology-এর নেওয়া ট্রায়াল রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর সাফল্য। সংবাদসূত্রে জানা গেছে, উভয় স্থানের মধ্যে দূরত্ব থাকলেও ডেটা আদানপ্রদানের ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি।
আরো পড়ুন- বিশ্বের এই জায়গায় সবচেয়ে বেশি ‘সোনা’ পাওয়া যায়! জানেন তার পরিমাণ কত?
এই সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্র সচেষ্ট হয়েছে সারা দেশে 6G পরিষেবা চালুর বিষয়ে। শুরু হয়েছে নানা পরীক্ষা-নিরীক্ষাও। সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের মধ্যেই যে এদেশে শুরুর দিকেই 5G-র চেয়ে 50 গুণ দ্রুত গতিসম্পন্ন 6G নেটওয়ার্ক লঞ্চ করা যাবে, সে ব্যাপারে আশাবাদী দেশের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা।
আরো পড়ুন- মুঘল সাম্রাজ্যের নাম বারবার কেন আসে? এমন কী সম্পদ ছিল তাদের, যা নিলামে উঠে?
ট্যারিফ প্ল্যানের দাম আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় ফুঁসছেন গ্রাহকরা। সোস্যাল মিডিয়ায় তার রেশ চোখে পড়েছে। এই অবস্থায় 6G লঞ্চের খবর যে কিছুটা হলেও স্বস্তিতে রাখছে তাঁদের, বলা বাহুল্য।