Breaking Bharat : আপনি কি ভারতীয় রেলে(Indian Railway) চাকরি করতে ইচ্ছুক? তবে আপনার জন্য রয়েছে বড় খবর। কিছুদিনের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে বিপুল সংখক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways job)।
দুদিন আগেই রাজ্যের খাদ্য দফতরে কর্মী নিয়োগের কথা জানিয়েছিল রাজ্য সরকার (Recruitment of staff in the State Food Department)। এবার কেন্দ্রের পেশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর মধ্য জোনের প্রয়াগরাজ, ঝাঁসি ও আগ্রা ডিভিশনে মোট ১৬৬৪ জন অ্যাপরেনটিস নিয়োগ করা হবে খুব তাড়াতাড়ি।
এই নিয়োগটি হবে কি পদ্ধতিতে?
আপনি যদি এই চাকরিতে ইচ্ছুক হন তবে সবার প্রথমে rrcpryj.org এই ওয়েবসাইটে যেতে হবে।এরপর ওখানে গিয়ে আপনাকে আবেদন পত্র জমা করতে হবে।তবে মনে রাখবেন আবেদন পত্র জমা করার শেষ তারিখ কিন্তু চলতি বছরের পয়লা ডিসেম্বর।
আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে?
রেলের এই চাকরি পেতে গেলে আপনাকে দশম শ্রেণির পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতেই হবে।তার নিচে নম্বর থাকলে কিন্তু চলবে না।
এছাড়াও, ITI থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে আপনার ।আর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে জেনারেল/ওবিসি/EWS প্রার্থীদের ফর্ম এর জন্য দিতে হবে ১০০ টাকা,তবে আপনি যদি মহিলা বাSC/ST/PwD/ হন সেক্ষেত্রে কোনো টাকা লাগবেনা। করোনা আবহে বদলে গেছে গোটা দেশের ছবি।
দীর্ঘ দুই বছর ধরে আর্থিক মন্দা চলায় ধুকতে বসেছিল বিভিন্ন মহল। তবে বর্তমান পরিস্থিতিতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ফলে এই সময় দাড়িয়ে দেশের যুবসমাজের জন্য নিঃসন্দেহে এটা ভালো খবর