Breaking Bharat : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশজুড়ে কমলো পেট্রোল ও ডিজেলের দাম। ভারত সরকার জ্বালানির ওপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছে। ফলে প্রতি লিটার পেট্রোলে 5 টাকা ও ডিজেলের 10 টাকা করে কমল (Petrol and diesel prices have come down)।
বিগত কয়েকদিন আমজনতার নাভিশ্বাস তুলে লাগাতার দাম বেড়েছে জ্বালানির। আমাদের রাজ্যে বেশ কিছুদিন আগেই পেট্রোল ও ডিজেল (Petrol-Diesel) দুটি সেঞ্চুরি পার করেছে। একেই তো করোনার দাপটে মানুষের পকেট ফাঁকা তার ওপর পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, এই দুই মিলে দেশবাসীর অবস্থা পুরোদমে বেহাল করে রেখেছিল। তবে রাতারাতি পেট্রোল ও ডিজেলের দাম কমায় কিছুটা বোঝ হালকা হল আমজনতার।
ঠিক কি উপায়ে নির্ধারিত হয় পেট্রোল ও ডিজেলের দাম?
জানা যাচ্ছে তেলের মূল দামের সঙ্গে পরিবহন খরচ ও শুল্ক ধরে প্রাথমিকভাবে একটি দাম নির্ধারিত হয়। এরপর ওই দামের সঙ্গে যোগ হয় রাজ্যের ভ্যাট। এবার তার সঙ্গে ডিলারদের কমিশন যুক্ত হয়ে চূড়ান্ত হয় তেলের মূল্য। যেই দামে আমাদের কিনতে হয় পাম্প থেকে।
আরো পড়ুন- বাড়িতেই কৃত্রিম উপায়ে ছট পালন চাঁচলের মারোওয়ারি দম্পতির
কলকাতায় লিটার পেট্রোলের দাম 5 টাকা 82 পয়সা কমে হয়েছে 104 টাকা 67 পয়সা। অন্যদিকে ডিজেলের দাম 11 টাকা 78 পয়সা কমে হয়েছে 89 টাকা 79 পয়সা।তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগে তেলের দাম কমিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে মোদি সরকার। এমনিতেই লোকসভা বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপি।
আরো পড়ুন- Dilip Ghosh : রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল দিলীপ ঘোষকে
তার ওপর হিমাচলের বিজেপি সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে মূল্যবৃদ্ধির ফলে ভোটে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। এছাড়া 2022 এর শুরুতেই উত্তরপ্রদেশ পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলে ভোটের আগে জনগণের মান ভাঙতেই এই সিদ্ধান্ত ।এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।