Breaking Bharat : সাক্ষাৎকার : ভারত ও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এর কলম কথা” (An interview of Poet Bidyut Bhowmick):
কবিতা লেখার দোষ নিয়ে আমি জন্মেছি : বিদ্যুৎ ভৌমিক ( Poet Bidyut Bhowmick )
সত্যি বলতে কি ,আমি যখন কোন কিছু লিখব মনে করে কলম ধরি সেটা নিঃসন্দেহে একশ শতাংশ সত্যি এই যে পরিকল্পিত ভাবে আগে ভাগে ভেবে চিন্তে লিখতে বসি না ৷ লেখক কিম্বা কবি হবার লোভ কোন কালেই আমার ছিল না । সেই ছোট বয়স থেকেই এই কবিতার প্রতি আমার প্রেম , আমার সময় স্রোত ধরে ভালো বেসে আসা বলতে পারি !
এই লোভহীন বা মোহহীনতাই একজন সৃজনশীল মানুষকে সম্মানের রাস্তা দেখিয়ে দেয় ৷ চল্লিশটা বছর এভাবেই কবিতা লিখে কাটিয়ে দিলাম ! এটাও তো সত্যি ; আমার কাছে আত্মস্থ মননের তাগিদ ছাড়া সময়ের অন্য কোনো প্রেরণার মূল্য নেই ব’ললেই চলে ৷ দুই বাংলার পাঠক কবিতার সাথে সাথে আমাকে চিনে ফেলেছেন !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি , একজন প্রকৃত সহজ সত্য কবির আদর্শ হল নিজের কবিতায় আত্মস্থ ভাবের আবিষ্কার করা , এবং তাতেই পূর্ণ অভিনিবিষ্ট হওয়া ৷ এই প্রেরণাই আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে প্রচুর কবিতা , তাই কোনো লোভের দিকে ফিরে তাকাবার প্রয়োজন আমার হয়নি ৷ আরও পরিষ্কার করে যদি বলি , কোনো কাগজের অর্থাৎ পত্রিকার চাহিদা মেটাতে বা যুগের আবহাওয়ায় নিজেকে বিলিয়ে কিম্বা অর্থ অর্জনের জন্য আমি কখনোই কার্য সাধনার ব্রতী হয়নি কখনো !
নিজেকে একা ও একক রেখে ধীরে ধীরে শ্রম ও নিষ্ঠার সাথে কবিতার পথ ধরে এগিয়েছি ! কোনো চোটুল প্রলোভনে কখনো আমার ধ্রুব বিশ্বাস থেকে সরে আসিনি ৷ খ্যাতির জন্য কৌশলী প্রচেষ্টা চালাই নি ! এই কারণে দু’ই বাংলার কবিতা প্রিয় পাঠক বন্ধুদের মুখে মুখে শুনতে পাই আমার কবিতার আমোঘ উচ্চারণ ,” যে পৃথিবী ভেজার কথা সে পৃথিবী ভেজেনি ” !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : শ্রেষ্ঠ নির্বাচন থেকে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
এই অবক্ষয় মারমুখী সময়ে কবিতার কতটা প্রযোজন আছে ? এটা অনেকবার আমি আমাকে প্রশ্ন করেছি ৷ কী করতে পেরেছি আমি ও আমরা ? এই পৃথিবীকে ভালো রাখতে পেরেছি , না আমরা ভালো আছি ! আমি কবিতাকে সঙ্গে নিয়ে চলি ৷ কবিতা চর্চাতো সাহিত্য ও ভাষা চর্চার নামান্তর ৷
আমাদের সংস্কৃতি মেধা মননের এবং কল্পনা ও উদ্ভাবনী শক্তির প্রয়োগ ঘটে সেখানে ৷ কিন্তু অন্যদিকে এটা আবার দুঃখেরও সংবাদ ৷ দুঃখ এই কারণেই যে , যেভাবে লেখক ও কবিদের সংখ্যা বাড়ছে ,সেভাবে কি পাঠকও তৈরি হচ্ছে কি ? আমি মনে করি , কবিতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই ব্যক্তিগত ধারনাতেই কবিতা সঞ্জীবিত ৷
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিজয় উৎসব”- উপলক্ষে কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
জীবনে প্রচুর উপেক্ষা অবহেলা অপমান এই কবিতা লিখতে গিয়ে যেমন পেয়েছি , সেই নিয়ে ভেঙে পরিনি ! ঠিক তেমনই প্রচুর মানুষের ভালোবাসা সম্মান আমার ভাগ্যে জুটেছে , সেই সব নিয়ে মাতামাতিও করি নি ৷ এই কবিতা লেখার জন্য প্রচুর প্রেম এসেছে ও এখনো আসে আমার জীবনে ! এটাই তো পুরস্কার বলতে পারি ৷ জীবন বোধ নিয়ে চালা আমি , এই অন্তরকে শুদ্ধ রেখে চলেছি , অনেকটা রাস্তা !
যে রাস্তা দিয়ে আমার বর্তমান ও অতীতের চলাচলের চিহ্ন ছড়িয়ে আছে ৷ সবাই ভালো থাকুন , সুন্দর ও সুস্থ থাকুন ৷ আর একটা কথা , চালের কাঁকড় বেছে তবেই ভালো কবিতা পড়বেন ৷ আবার কথা হবে ৷ জয় , কবিতার জয় ৷
কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি দীর্ঘ সাক্ষাৎকার থেকে সংক্ষিপ্ত করে এই রচনাটি প্রকাশ করা হল ৷সম্পাদক Breaking Bharat – ০৭/১১/২০২১