Breaking Bharat: ফুটবল না ক্রিকেট? আপনার পছন্দের ভোট কাকে দেবেন? জনপ্রিয়তা নিরিখে ফুটবলকে এগিয়ে গেল?
খেলার রাজা ফুটবল – রাজার খেলা ক্রিকেট। ছোটবেলা থেকে প্রতিটি বাঙালি ঘরে একটাই গান গুনগুন করেছেন বাবা কাকা জেঠারা। ধন্যি মেয়ে সিনেমায় মান্না দে এর কণ্ঠে গাওয়া সেই বিখ্যাত গান ” সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল” । তবে শুধু বাঙালি বললে হয়তো কম বলা হবে কারণ বিশ্ব জুড়ে একটাই খেলার দাপট সবথেকে বেশি আর সেটা হল ফুটবল (Which sport is best football or cricket?)।
২০২২ সালে কাতারে আয়োজিত বিশ্বকাপ ফুটবল যে ধরণের উন্মাদনা তৈরি করেছিল তাতে স্পষ্ট ভাবেই জনপ্রিয়তার সেরা ছবি ভাইরাল হয়েছে তা আর বলার কিছু নেই। কিন্তু কীভাবে ফুটবল এত জনপ্রিয় হয়ে উঠেছে যে তা অনায়াসে ছাপিয়ে গেছে ক্রিকেটকেও?
কীভাবে ফুটবল এত জনপ্রিয়?
এই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রথমে কিছু পরিসংখ্যানের দিকে চোখ বোলাতে হবে। ক্রিকেট আর ফুটবল এই দুটো খেলা সম্পূর্ণ আলাদা। খেলার ধরণ থেকে শুরু করে উন্মাদনা সবটা ক্ষেত্রেই আকাশ পাতাল ফারাক। কিন্তু সমস্যা তৈরি হয় বা তুলনা আসে তখনই যখন ফ্যানেরা তর্ক বিতর্ক শুরু করে দেন যে ফুটবল আর ক্রিকেটের মধ্যে কে সেরা আর কে বেশি জনপ্রিয়?
যারা খেলেন সেই খেলোয়াড়রা কিন্তু এই মাতামাতি আর উচ্ছ্বাসে উপভোগ করেন এবং এখান থেকেই আরো ভালো খেলার তাগিদ অনুভব করেন বলে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। আসলে ফুটবল এত ব্যাপক হারে ছড়িয়ে পড়া আর বিশ্বজনীন হওয়ার মধ্যে আসল যে কারণ লুকিয়ে আছে তা হল কটা দল বা দেশ এই খেলায় অংশ নিচ্ছে।
‘ফিফা‘ জানায় ফুটবল বিশ্বযুদ্ধের কোয়ালিফাই রাউন্ডেই বিশ্বের প্রায় ৩২ টি দেশ অংশগ্রহণ করে। তাই এতগুলো দেশের এত মানুষ আর বিভিন্ন মহাদেশের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা স্বাভাবিক কারণেই ছড়িয়ে পরে। কিন্তু ক্রিকেটে এত দেশ অংশগ্রহণ করে না। তাই এখানে ‘ক্রিকেট‘ পিছিয়ে পড়ল বটে, তর্কের খাতিরে।
আরো পড়ুন – বিবাহিত মহিলার প্রতি আকর্ষণ কতটা সঠিক? ছেলেরা কেন বিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হয়?
এখনকার দিনে মানুষের হাতে সময় কমেছে তাই ক্রিকেটের ৫০-৫০ খেলা দেখতে প্রায় ৭ঘণ্টা সময় কেউ আর সেভাবে খরচ করতে পারে না। আর যেভাবে কাজের চাপ বাড়ছে সেখানে ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও অফিসের চাপ কমছে না। সেখানে বাড়ি ফিরে এতটা সময় মিলছে না যে প্রাণ ভরে ক্রিকেট দেখা যাবে। এই কারণে ক্রিকেটের ফরম্যাট বদলেছে, কমেছে সময়সীমা।
আরো পড়ুন – আপনি কি জঙ্ক ফুড খেতে পছন্দ করেন? বাড়ির খাবারের থেকে স্ট্রিট ফুড কেন এত জনপ্রিয় বলুন তো?
এতে আবার হিতে বিপরীত হয়ে কিছু মানুষের কাছে জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে রাজার খেলা ক্রিকেট। কিন্তু ফুটবল শুরু থেকেই তার ঘরানা ধরে রেখেছে। ৯০ মিনিটের টানটান উত্তেজনার পর খুব বেশি হলে সব মিলিয়ে আরও ১ ঘণ্টা।
মানে আড়াই ঘণ্টার মধ্যে সব মিটে যায় তাই এটা চট করে মনে ধরে সকলের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি আগামী বিশ্বকাপে ফুটবলে ৪৮ টি দেশ অংশ নেবে। তাহলে বুঝতেই পারতেন কীভাবে দ্রুত এই খেলার প্রসার ঘটছে।
আরো পড়ুন – ৫৬ বছরে কেন সন্তান ধারণ করতে হল প্রৌঢ়াকে? আমেরিকার বুকে বিরল ঘটনা! জানুন বিস্তারিত
আরেকটা বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার যে বিশ্বের বুকে এমন দেশ আছে যারা হয়তো ক্রিকেটের নাম শোনেন নি কিন্তু ‘ফুটবল‘ নিয়ে মাতামাতি চোখে পড়ার মতো। পৃথিবী জুড়ে ফুটবল খেলোয়াড়ের সংখ্যায় বেশি। ফলে সব মিলিয়ে এগিয়ে চলেছে ফুটবল। ভারতবাসী হিসেবে তাই বিশ্বকাপ না খেলতে পারার আক্ষেপ টা আজও আমাদের থেকেই যায়। অপেক্ষার চার বছর আবার !