Breaking Bharat: ট্রেনের হর্ন মানেই বিরক্তি? অথচ এই হর্ন বলে দেয় রেলের আসল তথ্য জানেন? ট্রেনের কম্পার্টমেন্ট থেকে শুরু করে ট্রেনের হর্ন সবারই একটা করে বিশেষ কারণ আছে (What is the rule for train horns?)।
গাড়ী বুলা রেহি হ্যায়, সিটি বাজা রহি হ্যায় – হুইসেলের শব্দে যে কত কথা লেখা থাকে সেই ধারণা আছে কি সাধারণ মানুষের? পরিবহন জগতে রেলের ভূমিকা চোখে পড়ার মতো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দায়িত্ব ভারতীয় রেলের হাতে।
শুধু মানুষ নয় পন্য পরিবহনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেলের। রেলে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করলেও রেলের তথ্য খুব কম মানুষের কাছেই জানা আছে। ট্রেনের কম্পার্টমেন্ট থেকে শুরু করে ট্রেনের হর্ন সবারই একটা করে বিশেষ কারণ আছে। আজকে বলবো তার ব্যাখ্যা (Why are train horns important?)।
ট্রেনের হর্ন সম্পর্কে কতটা জানেন আপনি?
কখনো লক্ষ্য করে দেখেছেন যে ট্রেনে অনেক সময় তিনটে আলাদা আলাদা রঙের বগিও দেখা যায়। বিশেষ করে লাল, নীল ও সুবজ রঙের। প্রত্যেকটির পেছনে একটা করে কারণ আছে। ইঞ্জিনের সঙ্গে যে লাল রঙের কোচ যুক্ত থাকে তার নাম হলো ‘লিংক হফম্যান বুশ‘ ।
এগুলি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি , ২০০০ সালে জার্মানি থেকে আনা হয়েছিল। ট্রেনে যে নিল রঙের কোচ থাকে তাকে বলা হয় ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি‘, এগুলো সাধারণত লোহার হয় । গরিব রথ ট্রেনে সবুজ রঙের কোচ এবং মিটার গেজ ট্রেনে বাদামি রঙের কোচ দেখা যায়। কিন্তু সেটা তো কেন ট্রেনের কম্পার্টমেন্টের কথা ট্রেনের হর্ন সম্পর্কে কতটা জানেন আপনি?
কখনো ছোট হর্ন কখনো বড় হর্ন। ভালো করে শুনলে বোঝা যায় জায়গার পরিস্থিতি বিশেষে হর্ন এর শব্দ পাল্টে যায়। এই হর্ন শুধুমাত্র ট্রেনের আগমন বা প্রস্থান নির্দেশ করে তেমনটা নয়। বিপদ সম্পর্কে সংকেত দেওয়া থেকে শুরু করে ট্র্যাক পরিবর্তন করা প্রতিটি পরিস্থিতির জন্য ভারতীয় রেলের একেক রকমের হর্ন বাজানোর ব্যবস্থা আছে (How do you train horns to work?)।
আরো পড়ুন – কারো সামনে ভনভন করছে? মশার কামড়ে অতিষ্ঠ? সঙ্গে মশা আপনার সব রক্ত খেয়ে নিতে পারে?
যেমন ধরুন ছোট হর্নের অর্থ হলো পরবর্তী যাত্রা শুরু করার আগে ট্রেনটিকে ধোয়া এবং পরিষ্কার করার জন্য ইয়ার্ডে নিয়ে যাবে। এবার যদি দু’টি ছোট হর্ন মানে রেলওয়ে সিগন্যালটি চালুর নির্দেশ দিতে বলছেন। তিনটি হর্নের মানে হল মোটরের নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। চারটি মানে প্রযুক্তিগত ইস্যু। ক্রমাগত হর্ন বাজানো মানে স্টেশনে ট্রেন দাঁড়াবে না সোজা এগিয়ে যাবে তাই সতর্ক করে দেওয়া স্টেশন যাত্রীদের।
আরো পড়ুন – কারোর কাছে ভিক্ষা চাওয়া কি অপরাধ? কিন্তু ভিক্ষার নামে এ কী কাণ্ড ঘটালেন মহিলা?
আপনাকে জানাই একটি লম্বা হর্ন এবং একটি ছোট হর্নের মাধ্যমে মোটরম্যান বিশেষ সংকেত দেন। ইঞ্জিন চালু করার আগে, ব্রেক-পাইপ সিস্টেম সেট করার জন্য গার্ডকে সংকেত দিতে এইভাবে হর্ন দেওয়া হয়। যদি দু’টি লম্বা এবং দু’টি ছোট হর্ন দেওয়ার অর্থ হল মোটর ম্যান ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিতে গার্ডকে ইঙ্গিত দিচ্ছেন।
আরো পড়ুন – সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে একটা ইগো যথেষ্ট, তাই নয় কি? ইগো আসলে একটা অহংকার বোধ!
যখন ট্রেনটি একটি রেল ক্রসিং দিয়ে চলতে থাকে, তখন দু’টি বিরতিসহ দু’টি হর্নের মাধ্যমে পথচারীদের বা যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করা হয়। এখানে একটা মজার ব্যাপার আছে, এই ধরনের হর্ন কিন্তু বিশেষ সংকেতবাহী । অনেক সময় যদি চেইন টানেন কোনও যাত্রী, ট্রেন দাঁড় করাতে হয় তখনও এই ধরনের হর্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেন মোটরম্যান।
তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই যে প্রতিটা হর্নের একটা আলাদা মানে আছে তাই কানে তালা লাগলেও কিছুই করার নেই আপনার।