Breaking Bharat: ক্রিকেট জ্বরে কাবু ভারত, টিম ইন্ডিয়া জার্সির রং কেন নীল এই নিয়ে ভেবেছেন কি? দেশের জাতীয় পতাকা থেকে শুরু করে অন্য কোন কিছুতেই এই নীল রঙের বিশেষ প্রভাব নেই। তাহলে কেন ক্রিকেট মাঠে এই রং জায়গা করে নিল?
বিশ্বকাপ হোক বা সাধারণ ওয়ানডে ম্যাচ, টি-টোয়েন্টি সিরিজ হোক কিংবা ঘরের মাঠে ৫০ ওভারের বড় যুদ্ধ – ক্রিকেট স্টেডিয়াম জুড়ে শুধুই নীল রঙের আধিপত্য। কিন্তু ভারতীয় ক্রিকেট দল মানেই এই যে নীল রঙের জার্সি এটা কোথা থেকে এলো কখনো ভেবে দেখেছেন (Blue Color in Indian Cricket Jersey)?
কেন ক্রিকেট মাঠে এই নীল রং জায়গা করে নিল?
বছরের পর বছর ইন্ডিয়ান ক্রিকেট টিম কে হালকা নীল জার্সিতে মাঠ কাঁপাতে দেখেছেন অনুরাগীরা। কখনো সেই রংটা গভীর আবার কখনো হালকা হয়েছে আর তার সঙ্গে জুড়ে গেছে বিভিন্ন ডিজাইন এবং কোম্পানির লোগো। যখন যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তখন তারা নীল জার্সির সঙ্গে যুক্ত হতে পেরেছে।
কিন্তু মূল রং এর কোন পরিবর্তন হয়নি। একবার ভেবে দেখুন এইভাবে একটা রং পাকাপাকিভাবে গোটা টিমের জন্য কী করে ফিক্সড হয়ে গেল? দেশের জাতীয় পতাকা থেকে শুরু করে অন্য কোন কিছুতেই এই নীল রঙের বিশেষ প্রভাব নেই। তাহলে কেন ক্রিকেট মাঠে এই রং জায়গা করে নিল?
বিশ্বকাপ শেষ হওয়া এবং ভারতীয় ক্রিকেট টিমের ১৪০ কোটি মানুষকে নিরাশ করার মাঝেও ক্রিকেটারদের নিয়ে ভালোবাসা আমাদের এতটুকু কমেনি। এই আজকে খুব চেনা একটা প্রশ্নের উত্তর খুঁজব আমরা।
ভারতীয় ক্রিকেটের জার্সিতে নীল রং:
ভারতবর্ষে ক্রিকেট এমন একটা খেলা যেটা নিয়ে মানুষের মনে উন্মাদনা সব থেকে বেশি। দেখবেন সব খেলার সেরা ফুটবল হলেও ভারতে সেই উন্মাদনাটা কেড়ে নিয়েছে বাইশ গজের ব্যাট বলের লড়াই। এখানে ক্রিকেটারদের সেলিব্রিটি তকমা দেয়া হয় এবং অনুরাগীদের কাছে সচিন বিরাটরা ভগবানের সমান।
আরো পড়ুন – পরীক্ষার ক্ষেত্রে মেয়েরা কেন সব সময় এগিয়ে যায়? মেয়েরা আবারও বেশি নম্বর পেয়ে গেল তো?
অন্য খেলার তারকাদের না চিনলেও বাড়িতে যে মহিলা মাঠের কথা এতোটুকু জানতে আগ্রহ প্রকাশ করেন না তিনিও মহেন্দ্র সিং ধোনিকে অনায়াসে চেনেন। এক কথায় ‘মেন ইন ব্লু‘ যদি একটা নিয়ম রক্ষার ম্যাচ খেলতেও নামে তাহলে আমরা অধীর আগ্রহে টিভি বা মোবাইলের দিকে তাকিয়ে থাকি।
ভারতীয় ক্রিকেটে নীল রং এর নেপথ্যে:
একটা সময় ছিল যখন সাদা পোশাকেই ভারতীয় ক্রিকেটারদের দেখা যেত। ১৯৮৩ সালের বিশ্বকাপের কথা যদি মনে করেন তাহলেও ওই ছবিটাই ভেসে উঠবে। এরপর যখন ক্রিকেটে রঙের প্রবেশ হলো তখনই নীল রং পাকাপাকিভাবে জায়গা করে নিল ভারতীয় ক্রিকেটের জার্সিতে।
আরো পড়ুন – পাখির ডাক কি শয়তানের হাসি? লাফিং কুকাবুরা পাখি, যার কণ্ঠস্বর ‘পৈশাচিক হাসি’-র মতো?
তারপর থেকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সিরিজে স্পনসরের ইচ্ছের ভিত্তিতে জার্সিতে শেডের পরিবর্তন এলেও, নীল রঙে কোনও পরিবর্তন আনা হয়নি। এটা কাকতালীয় নয় বরং যুক্তিপূর্ণ কারণ রয়েছে এর নেপথ্যে।
ভারতীয় ক্রিকেটের জার্সির রং ঠিক করার সময় ভারতীয় পতাকার রঙের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়। তবে, তেরঙার গেরুয়া রঙ আমাদের দেশে একটি রাজনৈতিক দলের প্রতীক হওয়ায় প্রথমেই সেটাকে নাকচ করে দেওয়া হয় যাতে নিরপেক্ষতা নিয়ে কোন প্রশ্ন না ওঠে।
আরো পড়ুন – কারোর কাছে ভিক্ষা চাওয়া কি অপরাধ? কিন্তু ভিক্ষার নামে এ কী কাণ্ড ঘটালেন মহিলা?
জাতীয় পতাকার দ্বিতীয় রং সাদা যেহেতু আগে থেকেই ব্যবহার করা হতো এবং তার ভিসুয়াল ইম্প্যাক্ট ভালো ছিল না বলেই ৫০ ওভারের খেলায় রং পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়। এবার সবুজ রং পাকিস্তান আগে থেকেই ব্যবহার করছে তাই অশোক চক্রের নীল রঙের দিকেই জোর দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত নীল রং ভারতের ঐতিহ্য আর অহংকারের সঙ্গে ক্রিকেটের জার্সিতে মিশে গেছে।