Breaking Bharat: বিয়ের জন্য ‘পারফেক্ট’ বয়স কত? কী বলছে গবেষণা? উত্তর জানলে চমকে উঠবেন! একটা ছেলে বা মেয়ে এই কথাটা বুঝে উঠতে অনেকটা সময় নিয়ে ফেলে। এই বিষয়ে চাঞ্চল লোকের গবেষণ া আপনাকে সত্যিই অবাক করে দেবে (Best Age to Get Married)।
কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কিন্তু তবুও মানুষ ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিতে পারে না এবং নিজের মতো করে তার মনে ভাবনা চিন্তা চলতেই থাকে। এক্ষেত্রে প্রথম বা দ্বিতীয়টা মানুষ ভাগ্যের উপর ছেড়ে দিলেও, তৃতীয় অর্থাৎ বিয়ের ব্যাপারটা নিয়ে একটু নিজেদের কর্মদক্ষতার ওপর বেশি বিশ্বাস করে ফেলেন।
একটা নতুন জীবনের পথে যাওয়া সহজ কথা নয়। সেটা ঘিরে যে একটা আলাদা উন্মাদনা থাকবে সেটাও অস্বীকার করার মতো নয়। কিন্তু এখানে মনে রাখা দরকার যে আমরা যেটা চাইছি সেটাই সবসময় আমাদের সঙ্গে হবে এমনটা বোধহয় আশা করা বোকামি। এত কথা বলার কারণ আজকের আলোচ্য শিরোনামে হয়তো খানিকটা স্পষ্ট হয়েছে। আসলে বিয়ে কখন করতে হবে?
বিয়ের জন্য ‘পারফেক্ট’ বয়স জানলে চমকে উঠবেন!
একটা ছেলে বা মেয়ে এই কথাটা বুঝে উঠতে অনেকটা সময় নিয়ে ফেলে। এই বিষয়ে চাঞ্চল লোকের গবেষণ া আপনাকে সত্যিই অবাক করে দেবে। তাহলে বিয়ের আদর্শ বয়সটা কত সেটাই জানিয়ে দেওয়া যাক এই প্রতিবেদনে।
দুর্গাপূজো শেষ হয়েছে। কার্তিক মাস শেষ হয়ে অঘ্রান পড়েছে। তাই স্বাভাবিকভাবেই এটা আইডিয়াল বিয়ের মরসুম। দেখবেন এই সময় পঞ্জিকা তে যত বিয়ের তারিখ আছে প্রতিটা বিয়ের দিনই আপনার আশেপাশের সব কমিউনিটি হল কিংবা ম্যারেজ হল ভর্তি।
এখানে ওখান থেকে সানাইয়ের সুর শীতের ভোরে বেশ ভালোই পাবেন। জীবনের চলার পথকে সুন্দর সহজ করে তুলতে উপযুক্তের সঙ্গীকে পাশে যান প্রত্যেকে। নানাভাবে তাকে বেছে নেওয়া হয় কখনো বা প্রেমের বন্ধনে কখনো বা সামাজিক আলাপচারিতায়।
এরপর শুধু আইনসম্মত বিয়ে নয় একেবারে সামাজিকভাবে ও সকলকে নিমন্ত্রণ করে পেট ভরে খাইয়ে বিয়ের অনুষ্ঠানের জাঁকজমক। অনেকে ভাবেন বিয়ে একটা এমন বিষয় যেটার শুভ বা অশুভ লক্ষণ এবং তিথি নক্ষত্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আগামী জন্য। সত্যি কি তাই?
পুরুষের কত বছর বয়সে বিয়ে করা উচিত?
আসলে সবটা নির্ভর করে সঙ্গীর সঙ্গে আপনার মেন্টাল বন্ডিং তৈরি হওয়ার উপর। যদি সেটা একবার তৈরি হয়ে যায় তাহলে সম্পর্ককে সীলমোহর দেওয়ার চিন্তাভাবনা করেন সকলে। কিন্তু কখন সেটা নিজে উপলব্ধি করবেন বা বাড়ির লোককে জানাবেন সেটা নিয়ে কনফিউশন থেকে যায়।
বিয়ে করবেন কোন বয়সে এ নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। এখানে একটু বলা দরকার যে সাম্প্রতিক সময়ের একটি গবেষণা এক্ষেত্রে তুলে ধরেছে আশ্চর্য কিছু তথ্য যা সবাইকে চমকে দেবে নিঃসন্দেহে। আমরা সব সময় বিজ্ঞানের কথাই আপনাকে বলি।
বিয়ে করার সেরা সময় কখন?
আসলে গণিতভিত্তিক উল্লিখিত গবেষণায় একটি ফর্মুলা আবিষ্কার করা গেছে যার মাধ্যমে সহজেই বলে দেওয়া যাবে যে কোন বয়সে বিয়ে করা আদর্শ বা পারফেক্ট। টম গ্রিফিথ্স এবং ব্রায়ান ক্রিশচিয়ান তাদের বই ‘অ্যালগোরিদমস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’ এর কথাই বলছি আমরা। সেখানে ফর্মুলা মিলিয়ে বলা হয়েছে ২৬ বছর বয়সে বিয়ে করলে তা সব থেকে বেশি সফল হবে।
আরো পড়ুন – মহাকাশে ভেসে ভেসে একটা গোটা বছর কাটানো যায়? এই অসম্ভবকে সম্ভব করেছেন কোন মহাকাশচারী?
এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কেন এমন আশ্চর্য দাবি। আসলে গবেষণায় উল্লেখ করা হয়েছে যে ২৬ বছর বয়সের আগে বিয়ে করলে সেই দাম্পত্য জীবনে ঝগড়া সবচেয়ে বেশি হবে। এটার জন্য অবশ্য আপনি ইন ম্যাচিউরিটি মানসিকতাকেই দায়ী করতে পারেন।
আরো পড়ুন – অরিজিৎ সিং হঠাৎ করে পাগড়ি পরা শুরু করলেন? অনেকদিন অরিজিৎ সিংকে কেউ পাগড়ি ছাড়া দেখেননি?
আসলে তখনও তো সেভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া বা ঠিকঠাকভাবে উপার্জন করা ইত্যাদি সম্ভব হয় না তাই প্রেমের ফাঁদে পড়ে বড় সিদ্ধান্ত নিলে পরবর্তীতে পস্তাতে হবে এটাই খুব স্বাভাবিক। মনে রাখবেন জীবনে নির্ধারিত লক্ষ্যের ৩৭ শতাংশ শেষ করতে পারলেই বিয়ে করা উচিত।
আরো পড়ুন – সি-২৯৫ বিমান কি সামরিক ক্ষেত্রে ভারতকে বেশি শক্তিশালী করে দিল? কী বৈশিষ্ট্য রয়েছে এই যুদ্ধবিমানের?
সাধারণত কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে পছন্দের নানা হের ফের দেখা যায় এবং মানসিকতায় অনেক পরিবর্তন আসে। আবার অন্য এক গবেষণায় বলা হয়েছে যে, ২৮ থেকে ৩২ বছরের মধ্যে বিয়ে করলে সেই জুটি সুখী হবে। কিন্তু এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে বাইরের কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। জীবন আপনার তাই দৃষ্টিভঙ্গিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে চলুন।