Breaking Bharat: নারী মানে কি? তার পোশাক টাই কি সবকিছু? শাড়ি পরলেই কি নারী তার পূর্ণ মর্যাদা পায়? মহানায়ক উত্তম কুমার অভিনীত ওগো বধূ সুন্দরীর গানের লাইনগুলো মনে আছে?
” নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা কোন ল (Law) মানে না, তাই ওদের নাম ললনা” – আসলে নারী শব্দটার অর্থ গভীর।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার পরিচায়ক হিসেবে আনুষাঙ্গিক বিষয়কেই প্রাধান্য দেয়া হয়। সেক্ষেত্রে পোশাকের কথাই সবার আগে বলতে হয়। নারী মানেই পূর্ণতা পরনের শাড়িতে। এমন ভাবনার কি সত্যিই কোনও যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয়?
শাড়ি পরলেই কি নারী তার পূর্ণ মর্যাদা পায়?
আপনি কি জানেন ১২ হাত লম্বা একটা কাপড় বাঙালী নারীদের কাছে শুধুই সাধারণ বস্ত্র নয়, বরং তার সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য, সম্মান আর সমাজের একাধিক নিয়ম। বাংলার ইতিহাস ঘাঁটলে দেখা যায় এর শাড়ি পরার ঐতিহ্য সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে শাড়ির বৈচিত্র্যে একাধিক পরিবর্তনে এসেছে। সঙ্গে আবার বদলেছে শাড়ি পরার ধরন।
এখন নানা স্টাইলে শাড়ি পরার একটা চল উঠেছে। তবে একথা বলাই বাহুল্য যে কোনও বয়সের মেয়েই শাড়িতে সত্যিই অপরূপা হয়ে ওঠেন। বাংলা সাহিত্য থেকে জীবনযাত্রায় আটপৌরে শাড়ি পরার রীতি সর্বাধিক প্রচলিত। পুজো পার্বণ হোক বা গ্রাম বাংলার মহিলাদের জীবনযাত্রা, এই ধরনের শাড়ি পরার ধরন সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে।
শাড়ির মহিমা প্রতিটি বাঙালি মেয়ের কাছে অনন্য:
অবশ্য বঙ্গনারী নিজের কাজের প্রয়োজনে বা অন্য কোন কারণে যখন বাংলার বাইরে কোথাও গিয়ে থেকেছে বা থাকতে বাধ্য হয়েছে তখন তার বেশভূষা সেখানকার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। যদিও পুজো হোক বা অনুষ্ঠান শাড়ির মহিমা প্রতিটি বাঙালি মেয়ের কাছে অনন্য। সেই কারণে আজও ভারতবর্ষের যেকোনো দেবীর পরনে শাড়ি দেখা যায়। কারণ এটাই হিন্দু সংস্কৃতির অঙ্গ।
আরো পড়ুন – বাংলাদেশে ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে না? বাংলাদেশের সিনেমায় শিল্পী সংকট বড় সমস্যা?
যত সময় গেছে প্রয়োজনের তাগিদে পোশাকে নানা পরিবর্তন আনতে হয়েছে বাঙালি নারীকে। তবুও নিজের ইতিহাসকে যে একেবারে জ্বলাঞ্জলি দিয়ে এগিয়ে গেছে সামনের দিকে এই অভিযোগ কেউ কখনোই করতে পারবে না। তাইতো আজও জামদানি, বেনারসি, বালুচরি, ঢাকাই, তাঁত কাঞ্জিভরাম তার নিজস্ব ঐতিহ্যে সাবলীল।
শাড়ি ছাড়া বাঙালি মহিলাদের কাছে কার্যত অসম্ভব:
সময়ের প্রয়োজনে তাগিদে নানা ধরনের সিল্ক শাড়ির প্রচলন অনেকদিন আগে থেকেই হয়েছে। হালকা শাড়ি যত তাড়াতাড়ি পরে নেওয়া যায় সেটা সুন্দরভাবে ক্যারি করা যায়। অষ্টমীর অঞ্জলি কিংবা সরস্বতী পূজার খুনসুটি শাড়ি ছাড়া বাঙালি মহিলাদের কাছে কার্যত অসম্ভব। সমাজও যেন ঠিক এভাবেই দেখতে অভ্যস্ত নারীকে। তাই অজান্তেই ‘শাড়ির সঙ্গে মহিলাদের সম্পর্ক’ গড়ে দিয়েছে তারা।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
তবে পোশাক কখনই কোনও মানুষের পরিচায়ক হয়ে উঠতে পারে না। নারীর প্রকৃত সৌন্দর্য তার মমতায়, মাতৃত্বে। বাবার কাছে কন্যা সন্তান পৃথিবীর সব থেকে সুন্দর নারী। আর ঠিক সেভাবেই স্বামী তার স্ত্রীকে সুন্দরী ভাবুন বা না ভাবুন, সন্তানের কাছে মায়ের জায়গাটা অনন্য। নারীর আসল পরিচয় আর পূর্ণতা তার নারীত্বে যা নামান্তরে মাতৃত্বকেই বিশেষ ইঙ্গিত বাহী করে তোলে।
আরো পড়ুন – শাহরুখের নতুন ছবি ‘ডানকি’ নাকি illegalal immigration নিয়ে কথা বলবে? জানেন ‘ডানকি ফ্লাইট’ মানে কি?
কোনও মানুষ কী পোশাক পরবেন সেটা দিয়ে মানুষটার অন্তর কেমন, তার বিচার আগেও হয়নি আজ হওয়া সম্ভব নয়। তাই নিজের কর্মের মাধ্যমেই মানুষ তার পরিচয় সবার সামনে প্রতিষ্ঠিত করে তা সে পুরুষ হোক বা নারী।