Breaking Bharat: সন্তান মানেই কি পুত্র সন্তান? কন্যা সন্তানে বংশ রক্ষা কেন হয় না সেটা জানেন? বিষয় যখন বংশ রক্ষা তাহলে তো জানতে হয় বংশ বিষয়টা কী? আর কেনই বা পুত্র সন্তান পরিবারে এলে বংশ রক্ষা হবে কন্যা সন্তানে হবে না? গোটা বিষয়টা খোলসা করে একটু আলোচনা করা যাক (Does child mean son or daughter)।
এই প্রতিবেদনের শুরুতেই বলে দিই কারোর ভাবাবেগে আঘাত করার জন্য আমরা এই প্রতিবেদন লিখছি না। বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ আমরা জানি আর এর সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু সংস্কার আর কুসংস্করের বন্ধন।
সন্তান মানেই কি পুত্র সন্তান?
প্রথমেই একটা কথা পুরুষ এবং নারী দুই মিলে একটা প্রকৃতি সমাজ এবং প্রজন্ম গঠিত হয়। এটা বোধহয় প্রতিটা শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মনে রাখা দরকার। যাইহোক মূল প্রসঙ্গে ফিরে আসি। বংশ রক্ষা নিয়ে যখন এত কথা তাহলে বংশ বিষয়টার আসল সংজ্ঞা কী বা এর অর্থ কী সেটা জানা দরকার।
যদি বিজ্ঞানসম্মত ভাবনায় বলতে হয় তাহলে বংশ হচ্ছে আপনার নিজের জিনের বর্ধিতকরণ। অর্থাৎ নিজের জিন অন্যের শরীরে হস্তান্তরিত করা যার ফলে সেই জিন একজন থেকে আর একজন তার থেকে আর একজন এইভাবে প্রবাহিত হতে থাকবে। এবার একটু জিনগত বিশ্লেষনের দিকে নজর দেওয়া যায়। XX এবং XY নারী এবং পুরুষের ক্ষেত্রে এটাই হল জিনের গঠন।
যদি জিনকেই প্রাধান্য দিতে হয়?
এখন এক্স জিন কন্যা সন্তান নির্দেশ করে আর এক্স এর সঙ্গে ওয়াই থাকলে পুত্র সন্তান। তাহলে আপনার পুত্র সন্তান যে জীন গ্রহণ করছেন তার মধ্যে ৫০ শতাংশ বাবার কাছ থেকে এবং ৫০ শতাংশ মায়ের কাছ থেকে পাবে। কন্যা সন্তানের ক্ষেত্রেও একই নিয়ম। তাহলে জিনের হিসেবে কিন্তু পুত্র বা অন্যের মধ্যে কোন ভাগ নেই।
তাহলে যে বংশ এগিয়ে নিয়ে যাবার কথা হয় সেখানে যদি জিনকেই প্রাধান্য দিতে হয় তাহলে তা কন্যা সন্তানেও যেমন থাকে পুত্র সন্তানেও তেমনটাই থাকে। এবার সমাজের চিরাচরিত নিয়ম ছেলের বিয়ে হলে বউ মানে অন্য বাড়ির মেয়ে ছেলের বাড়িতে এসে সংসার করে।
আরো পড়ুন – ইনজেকশন নিতে ভয় পান? তাহলে এবার আপনাকে ভয় কাটাবার উপায় বলব আমরা!
দুজনের যৌনতাই যে সন্তানের জন্ম হয় সেই বাবার পরিচয় পায় মায়ের নয়। সুতরাং বাবার বাড়ির বংশ এগিয়ে গেল কিন্তু মায়ের বাড়ির অর্থাৎ যিনি অন্য বাড়ি থেকে এই বাড়িতে বউ হয়ে এসেছেন তার বাড়ির সঙ্গে যেন তার সন্তানের কোনো যোগাযোগই রইল না অন্তত জিনগতভাবে। এটাতো সম্পূর্ণ ভুল ধারণা।
আরো পড়ুন – সেলেবরা যে বিজ্ঞাপন করে তার কতটা তাঁরা জানেন?
ভেবে দেখুন ছেলে এবং মেয়ে দুজনের বিয়ে হলে যদি সন্তান আসে কন্যা হোক বা পুত্র সে যেমন ছেলের বাড়ি মানে তার বাবার বাড়ির জিন বহন করছে তেমনি মেয়ের বাড়ি মানে তার মায়ের বাড়ির জিনও বহন করছে। কিন্তু সেই ভাবে এই সমাজ গোটা বিষয়টিকে বিচার করে না।
আরো পড়ুন – নিয়মিত আই ব্রো করান তো? মাথার চুল বড় হয় কিন্তু চোখের ভ্রু বড় হয় না কেন?
এই কন্যা সন্তান হলে মাথায় আসে এবার বুঝি বংশ আর এগোবে না কারণ সে পরের বাড়ি চলে গিয়ে সে বাড়ির বংশকে এগিয়ে নিয়ে যাবে। অথচ কন্যা সন্তান যদি জন্মই না হয় তাহলে ছেলেরা বিয়ে করবে কাকে? আর পরবর্তী প্রজন্ম হিসেবে সন্তান আসবেই বা কোথা থেকে? এটা ভাবার মতো মানসিকতা অতি শিক্ষিত মানুষেরও নেই।
আরো পড়ুন – সেলিব্রেটিদের জীবন! সিনেমার মতোই কি ঝলমলে তারকাদের বাস্তব জীবন?
একটা সহজ কথা বলি আমরা। বংশ রক্ষা মানে প্রজন্মকে রক্ষা করা নয় বংশের মর্যাদাকে রক্ষা করা। সেটা শিক্ষায় আর কাজের জোরে ছেলে না মেয়ে যে কেউ করতে পারে। পরিবারের পদবী ধরে রাখা নয় পরিবারের সম্মান ধরে রাখাই বংশ রক্ষার আসল অর্থ।
নারী যদি না থাকে তাহলে পরবর্তী প্রজন্মেই বা পুরুষ জন্মাবে কোথা দিয়ে? তাই ভুল ধারণা গুলোকে বিসর্জন দিন আর যা কিছু শুভ যা সঠিক তার আবাহন করুন এখনই।