Breaking Bharat: বিজ্ঞাপনের চমক নয় খাঁটি জিনিস চিনতে শিখুন! আপনিও কি বিজ্ঞাপনের চমকে চমকে গেছেন কখনো। আজকালকার যুগটা বড্ড বেশি বাইরের মোড়কে লুকিয়ে আছে। আসলে খাঁটি জিনিস বোঝার ক্ষমতা মানুষের মধ্যে কমে গেছে।
প্রত্যেকটা মুহূর্তে যা কিছু নকল সেটাকে আসল বানাবার একটা প্রবৃত্তি তৈরি হয়েছে। আর এই সবের ঘেরাটোপে পড়ে নিত্যদিন নানা রকমের প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আপনিও কি বিজ্ঞাপনের চমকে চমকে গেছেন কখনো?
বিজ্ঞাপনের চমক নয় খাঁটি জিনিস চিনতে শিখুন!
মানুষ কোন জিনিসের প্রতি আগ্রহ প্রকাশ করে তার প্রচার দেখে। এটা মানুষের সাধারণ একটা প্রকৃতি বলা যেতে পারে। এ যেমন ধরুন আপনি একটা নতুন প্রোডাক্ট কিনবেন সেটা কতটা কাজ করে সেটা নিশ্চয়ই জানতে গেলে জনে জনে জিজ্ঞাসা করবেন না বরং তার প্রচার বা বিজ্ঞাপনের দিকে একবার নজর রাখবেন।
অনেক সময় কোন জিনিসের বিজ্ঞাপন দেখেই তার প্রতি দৃষ্টি আকর্ষিত হয় মনে হয় এটা একবার ট্রাই করলে কেমন হয়। এরকম ঘটনা বহু মানুষের জীবনে ঘটতে থাকে। কিন্তু আসল ব্যাপারটা হল আপনি যে জিনিসটি কিনবেন বলে মনে করছেন বিজ্ঞাপনে তার যথাযথ মূল্যায়ন দেখানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে।
উদাহরণ হিসেবে আপনাকে বলতে পারি ধরুন আপনি একটা শাড়ি কিনবেন বলে ঠিক করলেন। এইবার সেই শাড়ি বিজ্ঞাপনে যে দামে দেখালো সেই আশা করে আপনি বাস্তবে কিনতে গেলে ঠকবেন না তার কি গ্যারান্টি আছে? বিজ্ঞাপনে দেখেছেন শাড়িটাকে দারুন দেখতে অথচ যখন হাতে পেলেন বুঝলেন ওই কোয়ালিটির শাড়ি পড়ে কিছুতেই আর নিজের মান সম্মান রক্ষা করা যায় না।
শুধুই কি তাই এই যে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনে নানা ধরনের চাকরি বা কাজের অফার থাকে এগুলো বাস্তবে যে ভুয়ো, লোক ঠকানোর ব্যবসা ছাড়া আর কিছুই নয় তার প্রমাণ প্রত্যেকটা মুহূর্তে মিলছে। তাই এই ধরনের প্রলোভনে ভুল করেও তা দেবেন না কারণ একবার ফাঁদে পড়লে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল।
বিজ্ঞাপনের চমক সব জায়গাতে রয়েছে আর সব বিষয়ে রয়েছে। খেলা দেখুন সিনেমা টেলিভিশন খুলুন কিংবা থিয়েটারে গিয়ে ছবি দেখুন বিজ্ঞাপন আস্তে বাধ্য। মাঝেমধ্যে এগুলো বিরক্তির কারণ কিন্তু ওই যে সবটাই একটা ব্যবসার আকারে চলে।
আরো পড়ুন – পিন্ডদান করেন? কেউ ছেড়ে চলে গেলে পারলৌকিক নিয়ম মানতে হয়?
এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে নামিদামি ব্র্যান্ড নিয়ে যখন সেলিব্রেটিরা বিজ্ঞাপন দিচ্ছেন তাহলে সেখানে আর ঠকে যাওয়ার চিন্তা কিসের? এই প্রসঙ্গে আপনাকে বলি আপনার প্রিয় তারকা যে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছেন সেটা আদৌ তিনি ব্যবহার করেন কিনা আপনি জানেন?
তিনি একটা প্রফেশনালিজম কে বজায় রেখে টাকা নিয়ে তার কাজটা করে চলে যাচ্ছেন। মাঝেমধ্যে চর্চায় চলে আসে যে ফর্সা হওয়ার ক্রিম, যা নিয়ে বিতর্ক হয় আপনি কি সেই ক্রিম কিনে নিজেকে ভরসা করার চেষ্টা করেছেন?
আরো পড়ুন – ‘হিংসা’ শব্দের সঠিক অর্থ কি? মানুষের জীবনের সবথেকে ক্ষতিকারক উপাদানের মধ্যে কেন এর নাম?
যদি করে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝেছেন পুরোটাই ভুল এরকম কিছু হয় না। মাথার চুল থেকে তার নখ পর্যন্ত এরকমই ভুয়ো কারবার চলছে প্রত্যেকটা মুহূর্তে আর যাতে বিজ্ঞাপনের অংশীদারিত্ব সবথেকে বেশি।
যদি খাঁটি খাবার খেতে চান, বিশুদ্ধ জিনিস ব্যবহার করতে চান তাহলে নিজের অভিজ্ঞতা দিয়ে তাকে বিচার করতে শিখুন। ঠিক যেমন নিজের মন দিয়ে খাঁটি মানুষকে চিনে নিন, কোনভাবেই বাইরের রূপ আর চমক দেখে ভুলে যাবেন না।
আরো পড়ুন – নিয়মিত আই ব্রো করান তো? মাথার চুল বড় হয় কিন্তু চোখের ভ্রু বড় হয় না কেন?
আসলে জীবনটা তো আপনার তাই কার সঙ্গে থাকবেন বা কী খাবেন কী পরবেন এই সব বিষয়ে আপনার নিজের ১০০% নিশ্চিত হওয়া দরকার। আপনি খাঁটি বিশুদ্ধ কিছুকেই বেছে নিয়েছেন কিনা সেটা যাচাই করে নিন, তা না হলে ভবিষ্যতে সবদিক থেকেই বিপদ।