Breaking Bharat: টেসলাকর্তা এলন মাস্ক থাকেন কুঁড়ে ঘরে? কী আছে সেখানে? বিশ্বের সবথেকে ধনি ব্যক্তি অথচ মাত্র দু কামরার ফ্ল্যাটে থাকেন এলন মাস্ক (Elon Musk) – এটা বিশ্বাস করা বেশ কঠিন ব্যাপার বটে। কিন্তু এটাই সত্যি। ধন কুবের কেমন থাকেন আর কী কী রয়েছে তার বাড়িতে সেটা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ কম নয়। এবার সেই তথ্যই বাইরে এল।
মানে যিনি যখন তখন প্রাসাদ কিনে ফেলতে পারেন তিনি কেন এমন জায়গায় থাকেন? আসলে বড় বাড়িতে মন লাগে না তার। আপনি হয়তো অবাক হবেন যে মাস্কের সম্পত্তির পরিমাণ ২২ হাজার ৯৮০ কোটি ডলার। যা হিসেব করলে দাঁড়ায় ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। বুঝতেই পারছেন তাহলে কত গুলো প্রাসাদ অনায়াসে কিনতে পারেন তিনি। কিন্তু তার জীবন ধারণটা একটু অন্যরকম।
টেসলা কর্তা মাস্কের জীবনী লিখছেন ওয়াল্টার ইসাকসন। সম্প্রতি তিনি মাস্কের ডেরার একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এই সংস্থার মালিক মাস্ক নিজেই আর সেখানেই দেখা গিয়েছে, কোথায় থাকেন টেসলাকর্তা। অবাক করার মতো কথা জানাবো এই প্রতিবেদনে (Tesla owner Elon Musk lives in a hut)।
টেসলাকর্তা এলন মাস্ক কুঁড়ে ঘরে থাকেন?
মাস্ক মানেই অনেক টাকা আর অনেক প্ল্যানিং। গাড়ি থেকে মহাকাশ সর্বত্রই যার কোম্পানির অগাধ বিচরণ তার। সেই মানুষের জীবনযাত্রা কেমন তা নিয়ে আগ্রহ থাকবে এটাই খুব স্বাভাবিক। ইসাকসন জানিয়েছেন, টেক্সাসের বোকো চিকায় মাত্র দু’কামরার একটি ছোট ফ্ল্যাটে থাকেন মাস্ক।
অবাক করার মতো তথ্য হলো এই বাড়িতে থাকতে শুরু করার আগে ২০২০ সালে নাকি পাঁচটি বড়সড় বাড়ি বিক্রি করেছিলেন টেসলাকর্তা। এখন বর্তমানে তিনি যে বাড়িতে আছেন মাস্কের সেই ফ্ল্যাটের আয়তন মাত্র ৩৭৫ বর্গফুট। ভারতীয় মুদ্রায় প্রায় ৪১ লক্ষ টাকা খরচ করে এই বাড়ি কেনেন তিনি ।অ্যাপল কর্তা স্টিভ জোবসের জীবনী লেখার পর এবার মাস্কের জীবনী লিখছেন ইসাকসন।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
মনে করা হচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে সেই জীবনী। চলুন মাস্কের বাড়ির অন্দরমহলে প্রবেশ করা যাক। মাস্ক যে ফ্ল্যাটে থাকেন, তাতে একটি বেডরুম এবং একটি বসার ঘর রয়েছে বলে খবর। সঙ্গে একেবারে সাধারণ মধ্যবিত্তের মতোই ছোট্ট একটি শৌচালয়, একটি স্নানের জায়গা, একটি রান্নাঘর, আগুন পোহানোর জায়গা, জামা-কাপড় রাখার জন্য ওয়াক-ইন ক্লোজ়েট রয়েছে।
আরো পড়ুন – Jawan: এ সাফল্য শাহরুখের শুধু নয় এ সাফল্য পরিচালক অ্যাটলির?
দেখতে ছোট হলেও আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এখানে। মানে একই সঙ্গে আগুন এবং ভূমিকম্প নিরোধক এই বাড়ি। করোনা ভাইরাসের দাপট যখন বাড়ছিল এলন মাস্ক তখনই জানিয়েছিলেন তিনি ছিনছাম জীবন যাপন করবেন। তিনি কথা রেখেছেন। তার বাড়িতে খুব কম আসবাব আছে।
তবে তার রুচির প্রকাশ পায় টেবিলের উপর সাজানো রয়েছে একটি রকেটের প্রতিকৃতি, একটি জাপানি তরোয়াল থেকে। রান্নাঘর অত্যন্ত সাধারণ। তার ড্রয়িং রুমে বিখ্যাত বিজ্ঞান পত্রিকার একটি প্রচ্ছদ রয়েছে যেখানে মহাকাশ গবেষণার বিষয়টি তুলে ধরা হয়েছে।
আরো পড়ুন – ডেঙ্গি নিয়ে কোন কোন সাবধানতা অবলম্বন করা দরকার? জ্বর কমে গেলেও ডেঙ্গির দাপট কমে কি?
সেপ্টেম্বর তার জীবনী প্রকাশ পেলে আরো অনেক অজানা তথ্য উঠে আসবে। অনেকেই হয়তো জানেন মাস্কের জীবনের শুরুটা কেটেছে দক্ষিণ আফ্রিকায়। সেই সময়কার অভিজ্ঞতা প্রভাব ফেলেছে তাঁর পরবর্তী জীবনে।